Site icon Trickbd.com

[?Android MOD 1.3?] Tubemate ব্যবহার করুন বিজ্ঞাপনহীন আর ডাউনলোড করুন হাই রেজুলশনের ভিডিও ও অডিও

আজকে আবার একটি মুড এপস শেয়ার করতে যাচ্ছি, বরাবরের মত এই এপসটি গুগল প্লেস্টোরে নেই।  কারন কি আবার বলতে হবে? ভাই সেই আগের কাহিনি, Tubemate এর কার্যকলাপ গুগলের মটেও পসন্দ না তাই তার স্থান প্লেস্টোরে নেই।  তবে সে যে কাজের, তার আর প্লেস্টোর লাগে না।  এটিও এশিয়া মহাদেশে সব চেয়ে বেশি ব্যবহার করা হয় তার মধ্য অন্যতম হল, ইন্ডিয়া, বাংলাদেশ এবং এর আশ পাশ এর মানুষেরা।  কারন কি বলতে পারবেন কেউ? যে কেন এই সব পাইরেট এপস গুলো এই দেশ গুলো বেশি পসন্দ করে।  জাতি জবাব চায়।

আচ্ছা অনেক কথা হলো এবার কাজের কথায় আসা যাক, এই এপস দ্বারা আপনি আপনার সখের Youtuber ভিডিও গুলো কে হাই রেজুলেশনে ডাউনলোড করতে পারবেন আপনার ফোনে।  সব চেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই এপস আপনি আপনার ব্রাউজারের সাথে ব্যবহার করতে পারবেন, মানে আপনি যদি কোন ভিডিও এপনার UC browser বা যেকোন ব্রাউজার হোক না কেন, আপনি যখন Youtube কোন ভিডিও দেখবেন তখন সেই খান থেকে  ইনস্ট্যান্ট সেই ভিডিওটি ডাউনলোড করতে পারবেন ।  আর এইটা একটা খুব পপুলার এপস এ নিয়ে বেশি কিছু লেখার নাই।  তবে কিছু ফিচারস নিয়ে কথা বলব নিচে, তার আগে একটা সেলফি

কি কি ফিচারস আসে এবার দেখে নেওয়া যাকঃ 

  1. 1920×1080(Full-HD): GalaxyTab, Galaxy S2, PC
  2. 1280×720(HD): high-end devices
  3. 640×360: general devices
  4. 320×240: low-end devices
  5. 640×360, 854×480(FLV) : Android 2.1 and over

তো এই ছিল খুচরা আলাপ, এবার আসব মূল ঘটনায়।  আপনি Tubemate দিয়ে উপরের লেখা সব কাজই করতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে মাশুল গুনতে হবে ভয়ংকর সব বিজ্ঞাপনের।  সেই সব বিজ্ঞাপনের মা ও নেই বাবা ও নেই।  তবে চিন্তার কিছু নাই।  এটা আমার মুড পর্ব তাই, এই বাপ মা ছাড়া বিজ্ঞাপদের এতিমখানায় পাঠিয়ে দিয়েছি।  আপনি শুধু ডাউনলোড করবেন এবং ইনস্টল করে ধুমছে ডাউনলোড করা শুরু করবেন।  নিচে তার ব্যবস্থা করা হয়েছে।


ডাউনলোড করুন

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ  Download

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ  Download

প্রিমিয়াম সোর্সঃ Website Page

ডেভলোপার ওয়েবসাইটঃ Website


কিভাবে ডাউনলোড ও ইনস্টল করবেনঃ

  1. উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
  2. ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
  3. আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
  4. ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি

?নিয়মিত সব এন্ড্রয়েডের এর প্রো,পেইড,মুড – এপস,গেমস ফ্রিতে ডাউনলোড করার জন্য আপডেট পেতে এখানে গিয়ে ম্যাসেজ করুন “Android” লিখে এবং প্রতি সপ্তাহে কি কি সফটওয়্যার আপডেট হল বা নতুন কি কি সফটওয়্যার আসল তা আপনাকে মেসেজ করে জানানো হবে।  মিস করলে লস।  

এইতো ছিল যত নিয়ম কানুন, আর কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচে একটা বক্স দেওয়া আসে।  সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করতে পারবেন বা এই পোস্ট এর কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে উপরের ম্যাসেজ বাটনে ক্লিক করে লিখুন “Help” এবং সেন্ড করে দিন আশা করি খুব তারাতারি সাহায্য পেয়ে যাবেন।  আর হ্যা কেমন হলো আজকের আয়োজন তাও জানাতে ভুলবেন না কিন্তু।

আগের পোস্ট গুলো দেখতে পারেনঃ