Site icon Trickbd.com

[?Android MOD 1.4?] Adobe Lightroom প্রিমিয়াম ভার্সন এবং ব্যবহার করুন সব প্রিমিয়াম ফিচারস ফ্রিতে ডাউনলোড করুন মুড ভার্সন

আজকে একটি অসাধারন এপস নিয়ে হাজির হয়েছি, এন্ড্রয়েডের জন্য Adobe Lightroom প্রিমিয়াম ভার্সন।  মূলত আমরা যে এপস ব্যবহার করি গুগল প্লে থেকে তাতে আপনাকে কিছু ফিচারস কিনতে বলা হয় কিন্তু আজকের ভার্সন তার সব কিছু আনলোক করা।  চলুন দেখি এই এপস এর পরিচয় এবং কি কি করা যায় এবং কি কি ফিচারস আনলোক করা আছে।

এটি এডোব এর একটি প্রোডাক্ট, তাই আর এর মান সম্পর্কে আর কিছু বলার নেই, কারন এই এপস আরও তিনটি ভার্সন আসে Windows, Mac, iOS এর জন্য এবং সব গুলো টোপ ফোট ইডিটিং এর কাতারে আসে, যারা প্রোফেসনাল ফোটগ্রাফার(Windows, Mac) তাদের এই এপস ব্যবহার করতে হয়, কারন এই এপস বানানো হয়েছে ফোট মিনিপুলেশনের জন্য (যেইটা কে সাধারন ভাষায় ফিল্টার বলা হয়) আর আপনি যদি এন্ড্রয়েড ব্যবহার করে থাকেন তাহলে এই এপস এর সাথে পরিচয় থাকার কথা।

আগেই বলেছি এই এপস বানানো হয়েছে ফোট ইডিটিং এর জন্য তাই আপনি আপনার মনের মাধুরি মিশিয়ে আপনার ফোট ইডিটিং করতে পারেন এই এপস এর প্রিমিয়াম বা মুড ভার্সন দিয়ে।  এখন দেখা যাক কি কি করতে পারে এই এপসটি

মূল ফিচারসঃ

১. Capture

২. Edit

কি কি ফিচারস প্রিমিয়াম বা মূড ভার্সনঃ


ডাউনলোড করুন

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ  Download

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ  Download

প্রিমিয়াম সোর্সঃ Website Page

গুগল প্লে স্টোরঃ Google Play


কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ

  1. উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
  2. ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
  3. আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
  4. ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি

এইতো ছিল যত নিয়ম কানুন, আর কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচে একটা বক্স দেওয়া আসে।  সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করতে পারবেন বা এই পোস্ট এর কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে উপরের ম্যাসেজ বাটনে ক্লিক করে লিখুন “Help” এবং সেন্ড করে দিন আশা করি খুব তারাতারি সাহায্য পেয়ে যাবেন।  আর হ্যা কেমন হলো আজকের আয়োজন তাও জানাতে ভুলবেন না কিন্তু।  টাটা

 

আর হ্যা, পোস্টা যদি ভালো লেগে থাকে তাহলে নিচের লাইক বাটনটা আলতো করে একটু ছুয়ে দিলে হবে।