আজকে একটি অসাধারন এপস নিয়ে হাজির হয়েছি, এন্ড্রয়েডের জন্য Adobe Lightroom প্রিমিয়াম ভার্সন।  মূলত আমরা যে এপস ব্যবহার করি গুগল প্লে থেকে তাতে আপনাকে কিছু ফিচারস কিনতে বলা হয় কিন্তু আজকের ভার্সন তার সব কিছু আনলোক করা।  চলুন দেখি এই এপস এর পরিচয় এবং কি কি করা যায় এবং কি কি ফিচারস আনলোক করা আছে।

এটি এডোব এর একটি প্রোডাক্ট, তাই আর এর মান সম্পর্কে আর কিছু বলার নেই, কারন এই এপস আরও তিনটি ভার্সন আসে Windows, Mac, iOS এর জন্য এবং সব গুলো টোপ ফোট ইডিটিং এর কাতারে আসে, যারা প্রোফেসনাল ফোটগ্রাফার(Windows, Mac) তাদের এই এপস ব্যবহার করতে হয়, কারন এই এপস বানানো হয়েছে ফোট মিনিপুলেশনের জন্য (যেইটা কে সাধারন ভাষায় ফিল্টার বলা হয়) আর আপনি যদি এন্ড্রয়েড ব্যবহার করে থাকেন তাহলে এই এপস এর সাথে পরিচয় থাকার কথা।

আগেই বলেছি এই এপস বানানো হয়েছে ফোট ইডিটিং এর জন্য তাই আপনি আপনার মনের মাধুরি মিশিয়ে আপনার ফোট ইডিটিং করতে পারেন এই এপস এর প্রিমিয়াম বা মুড ভার্সন দিয়ে।  এখন দেখা যাক কি কি করতে পারে এই এপসটি

মূল ফিচারসঃ

১. Capture

  • এই এপস দ্বারা আপনি আপনার মোবাইল দিয়ে সরাসরি ফিল্টার ব্যবহার করে ফোট তুলতে পারবেন
  • DNG Raw ফরমেটে ফোট তুলতে পারবেন যারা প্রো ফোটগ্রাফার তারা হয়ত যানেন DNG raw মুড কি
  • HDR আপনি আপনার ফোট হাই ডেফিনেশন রেজুলেশনে ছবি তুলতে পারবেন

২. Edit

  • কয়েকশ প্রকারের ফোট ইডিটিং ওপশন এতে আপনি পাবেন
  • ফিল্টার কালেকট করতে পারবেন ( মানে অন্য সব ইডিটরে যা দেওয়া থাকে তাই ব্যবহার করতে হয়, কিন্তু এই একটি মাত্র এপস এর জন্য লাখ লাখ ফিল্টার ফ্রিতে বা পেইডে আপনি পাবেন, যদি আপনাদের ভাল রেস্পন্স পাই তাহলে এই এপস কয়েকশ ফিল্টার শেয়ার করব)
  • এলবাম আকারে ফোট সাজাতে পারবেন
  • আর সব ফোট ইডিটরে যা আসে এতেও তাই আসে, তাই আর লিখলাম না

কি কি ফিচারস প্রিমিয়াম বা মূড ভার্সনঃ

  • সকল প্রকার প্রিমিয়াম ফিচারস আনলক করা আসে
  • বিজ্ঞাপন বন্ধ করা আছে
  • প্রয়োজনের চেয়ে বেশি যেই সব পারমিশন চায় তা বন্ধ করা আসে
  • InApp-Purchases আনলোক করা আছে।

ডাউনলোড করুন

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ  Download

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ  Download

প্রিমিয়াম সোর্সঃ Website Page

  • নিয়মিত এই এপস এর প্রিমিয়াম ভার্সন আপডেট পেতে উপরে ওয়েবসাইট ভিসিট করতে পারেন।  ?বা আপনি যদি ফেসবুক ব্যবহার কারি হয়ে থাকেন, তো নিয়মিত সব এন্ড্রয়েডের এর প্রো,পেইড,মুড – এপস,গেমস ফ্রিতে ডাউনলোড করার জন্য আপডেট পেতে এখানে গিয়ে ম্যাসেজ করুন “Android” লিখে এবং প্রতি সপ্তাহে কি কি সফটওয়্যার আপডেট হল বা নতুন কি কি সফটওয়্যার আসল তা আপনাকে মেসেজ করে জানানো হবে।  মিস করলে লস।  ?

গুগল প্লে স্টোরঃ Google Play


কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ

  1. উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
  2. ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
  3. আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
  4. ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি

এইতো ছিল যত নিয়ম কানুন, আর কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচে একটা বক্স দেওয়া আসে।  সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করতে পারবেন বা এই পোস্ট এর কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে উপরের ম্যাসেজ বাটনে ক্লিক করে লিখুন “Help” এবং সেন্ড করে দিন আশা করি খুব তারাতারি সাহায্য পেয়ে যাবেন।  আর হ্যা কেমন হলো আজকের আয়োজন তাও জানাতে ভুলবেন না কিন্তু।  টাটা

 

আর হ্যা, পোস্টা যদি ভালো লেগে থাকে তাহলে নিচের লাইক বাটনটা আলতো করে একটু ছুয়ে দিলে হবে। 

10 thoughts on "[?Android MOD 1.4?] Adobe Lightroom প্রিমিয়াম ভার্সন এবং ব্যবহার করুন সব প্রিমিয়াম ফিচারস ফ্রিতে ডাউনলোড করুন মুড ভার্সন"

  1. ⚠ Error Format Author says:
    Bro… bokte icca kore…
    Bcz.. comment a ajo boki ni..

    Tmr goto post a Picsart pro niye post korcila.
    Mane mod premium. Bt faltu..
    Premium cilo nah… ami use kore dekci,

    1. Masum Khan Author Post Creator says:
      Thank you
    1. Masum Khan Author Post Creator says:
      Thanks vai
  2. Very good brothers…
    Download akhono korini but night e korbo
    Thank you for sharing
    1. Masum Khan Author Post Creator says:
      You are most welcome
  3. Imranpabna Contributor says:
    vai account create korte parchi na plzz hlp koren…
    1. Masum Khan Author Post Creator says:
      Apni ki mobile users?
  4. Zahir Contributor says:
    install hoy na brooo

Leave a Reply