Site icon Trickbd.com

[AZ Screen Recorder Premium v5.3.0] [No Root] ৮৫০ টাকার এন্ড্রয়েডের জনপ্রিয় স্ক্রিন রেকডারটির প্রো ভার্সন ডাউনলোড করুন আর ব্যবহার করুন সব প্রো ফিচারস এবং বিজ্ঞাপনবিহীন

আমরা যারা এন্ড্রয়েড ব্যবহার করি তাদের বিভিন্ন সময় স্ক্রিন রেকডারের দরকার হয়ে পরে, আর যারা এন্ড্রয়েড দিয়ে ইউটিউবিং করেন তাদের তো কথাই নেই।  তাই আজ তাদের জন্য এবং যাদের দরকার সবার জন্য এই এপসটি শেয়ার করা।  আর আমি সব সময় প্রো, প্রিমিয়াম বা ফুল ভার্সন শেয়ার করি আজও সেই রকম হবে।  আজ যেই এপসটি শেয়ার করতে যাচ্ছি তার নাম কম বেশি সবাই জানেন আর টাইটেলে তো দেওয়া আছে।

AZ Screen Recorder খুব ভালো মানের একটি স্ক্রিন রেকডার এটা আমিও ব্যবহার করি, তবে আপনি যদি এর ফ্রি ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে কিছু ঝামেলার ভিতর দিয়ে যেতে হয়, যা হয়ত এডস বা বিভিন্ন ফিচারস হিডেন করা থাকে বা ওয়াটারমার্ক।  আরও বড় কথা এটার জন্য আপনার সাধের মোবাইলটি রুটও করা লাগতে পারে।  তবে আজ যে ভার্সন শেয়ার করতে যাচ্ছি তাতে এর কিছুই আপনাকে ভোগাবে না।  তো চলুন যেনে নেই কি কি করা যাবে এই এপসটি দিয়ে।

কি কি ফিচারস আসে AZ Screen Recorder:

এই ছিল AZ screen recorder এর কাহিনি, আর প্রিমিয়াম ভার্সনে অনেক ফিচারস আসে যেগুলো ফ্রি ভার্সনে লক করা থাকে, তাই কি কি ফিচারস প্রিমিয়াম আসে তা জানার জন্য ডাউনলোড করুন এই অন্যতম এন্ড্রয়েডের স্ক্রিন রেকডার্টি আর আনলিমিটেড স্ক্রিন রেকর্ড করুন।


ডাউনলোড করুন

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ  Download

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ  Download

প্রিমিয়াম সোর্সঃ Az Screen Recorder Pro Apk

গুগল প্লে স্টোরঃ Google Play


কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ

  1. উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
  2. ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
  3. আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
  4. ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি

এইতো ছিল যত নিয়ম কানুন, আর কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচে একটা বক্স দেওয়া আসে।  সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করতে পারবেন বা এই পোস্ট এর কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে উপরের ম্যাসেজ বাটনে ক্লিক করে লিখুন “Help” এবং সেন্ড করে দিন আশা করি খুব তারাতারি সাহায্য পেয়ে যাবেন।  আর হ্যা কেমন হলো আজকের আয়োজন তাও জানাতে ভুলবেন না কিন্তু।  টাটা

 

আর হ্যা, পোস্টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। 

নিয়মিত এন্ড্রয়েড এবং উইন্ডোস এর নতুন সব এপস এর আপডেট পাওয়ার জন্য উপরের “Message Us” বাটনে ক্লিক করে এন্ড্রয়েড হলে “Android” আর উইন্ডোস হলে “Windows” লিখে সেন্ড করে নতুন সব এপস এর আপডেট এর মেসেজ পান ফ্রিতে।