BR Pinger++, try the app that was developed by me.
আসসালামু আলাইকুম।
অন্যান্য সকল ধর্মাবলম্বী ভাইদের জানাই অনেক-অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
গত আগস্ট মাসে Floating Data Meter নামের একটা অ্যান্ড্রয়েড অ্যাপ রিলিজ দিয়েছিলাম। যেটার কাজ অ্যান্ড্রয়েড স্ক্রিনে একটা ফ্লোটিং মিটার ভাসমান থাকা অবস্থায় অ্যান্ড্রয়েডের বর্তমান যেকোনো ধরণের নেটওয়ার্ক কানেকশন স্পিড শো করা। ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন গ্রুপে অ্যাপটি রিলিজ দেয়া হলে সেখান হতে দারুণভাবে সাড়া পাই। বিশেষ করে বিভিন্ন অনলাইন Battle Royale গেমস খেলোয়াড়দের নিকট অ্যাপটি জনপ্রিয় হয়ে যায়; কেননা অ্যাপটার মাধ্যমে তারা তাদের নেটওয়ার্ক স্পিড যেকোনো সময় স্ক্রিনের ইচ্ছেমতো স্থান হতে পর্যবেক্ষণ করতে পারে।
এতো ইউজার ছাড়াও একদল অভিযোগ করছিলো যে অ্যাপটি তারা তাদের অ্যান্ড্রয়েডে ইউজ করতে পারতেছেন না। কারণ ছিল তখন অ্যাপটা আমি সর্বনিম্ম অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে Oreo এর রিসোর্স নিয়ে বিল্ড করেছিলাম। ফলে তারা ইন্সটলেশন সমস্যা ও ফোর্স স্টপ হয়ে যাওয়া জাতীয় সমস্যার মুখোমুখি হচ্ছিল। তাই আমি নতুন করে আবার অভিযোগ পাওয়া সমস্যাগুলোর সমাধান নিয়ে কাজ করলাম। এর মাঝে মাথায় ভূত চাপল যে অ্যাপটার টাইটেল ও প্যাকেজ নেমটাও চেঞ্জ করে ফেলি! তো সে অনুযায়ী অ্যাপ নাম ও প্যাকেজ নেম চেঞ্জ করে ফেললাম, সাথে যুক্ত করলাম অ্যাপের পুরো UI এর লুক চেঞ্জ ও নতুন কিছু ফিচারস।
অ্যাপটিকে বর্তমানে যে অবস্থায় এনেছি তা মূলত অ্যান্ড্রয়েড অনলাইন ব্যাটেল রয়াল গেমারদের উদ্দেশ্য করেই। সে হিসেবে নাম রেখেছি BR Pinger++, যেখানে BR হলো Battle Royale. UI কালার ও লুক কম্বিনেশনের ক্ষেত্রে আমি অন্য একটি অ্যান্ড্রয়েড অ্যাপ দ্বারা অনুপ্রাণিত হয়েছি, তাদের সেই অ্যাপটার ডিজাইন আমার কাছে খুব ভালো লেগেছিলো বলে সে ধরণেরই করার চেষ্টা করেছি।
গতবার অ্যাপটা যখন রিলিজ দিয়েছিলাম তখন অ্যাপটাতে কোনো অ্যাডস যোগ করা হয়েছিলো না। যার কারণে কিছু অতিরিক্ত জ্ঞানসম্পন্ন ব্যক্তি এধরণের মন্তব্য করেছিলো- যেহেতু অ্যাপটা দ্বারা আমার কোনো লাভ হচ্ছে না সেহেতু অ্যাপটাতে নিশ্চয়ই কোনো স্প্যামিং কনটেন্ট রয়েছে। তাই সেধরণের মন্তব্যের মুখোমুখি না হতে এবারে গুগল অ্যাডমোবের কয়েকটা ব্যানার ও একটা ভিডিও অ্যাড যোগ করে দিয়েছি।
ভবিষ্যতে অ্যাপটাকে পুরোপুরিভাবে গেমারদের জন্য একটা অন্যতম সহায়তাকারী অ্যাপ হিসেবে প্রতিষ্ঠা করতে এতে কিছু গেম ও নেটওয়ার্ক বুস্টিং স্ক্রিপ্ট রানিং এর ব্যবস্থা যোগ করার আশা আছে; সাথে স্টোরেজ ও র্যাম ম্যানেজমেন্ট এর ব্যবস্থা রাখতে চাচ্ছি এবং পারলে GFX টুলজাতীয় কিছুও অ্যাড করতে চাচ্ছি। মোটকথা, সবমিলিয়ে এটাকে অ্যান্ড্রয়েড গেমিং অডিয়েন্সদের নিকট জনপ্রিয় করতে সবরকমের চেষ্টা চালানোর ইচ্ছে আছে।
অ্যাপটাতে এখনো কিছু বাগ রয়ে গেছে, বিশেষ করে উচ্চ DPI-ধারী অ্যান্ড্রয়েড স্ক্রিনের লেআউটে কোনো ওভাররাইডিং সমস্যা হতে পারে। সেক্ষেত্রে Feedback অপশনের মাধ্যমে আমাকে জানানোর অনুরোধ রইলো যে ঠিক কি ধরণের বাগের সম্মুখীন আপনি হচ্ছেন। আর আপডেট সম্পর্কে অবহিত থাকতে Check Updates অপশনও রয়েছে, সেখানের লাইভ ওয়েবপেজে আপডেট আসলে জানিয়ে দেয়া হবে, সো কিপ চেকিং দেয়্যার!
পূর্বের মতো একই সুর আবারও বাজাতে হচ্ছে, অর্থাৎ প্লে স্টোরে ডেভলপার অ্যাকাউন্ট না থাকায় অ্যাপটি গুগল ড্রাইভে আপলোড দিয়ে একটা থার্ড-পার্টি সাইট দ্বারা লিংকটি শ্রিংক করে এখানে হাজির করছি, এতে ডাউনলোড করতে একটু ঝামেলার সম্মুখীন হওয়া লাগতে পারে। তবে সামনের আপডেট Play Store-এই রিলিজ দেয়ার ইচ্ছে আছে, প্রয়োজনে অন্য কোনো ডেভলপারের সাহায্য নিবো তার অ্যাকাউন্ট দ্বারা অ্যাপটি পাব্লিশ করতে।
☞ Few Screenshots
☞ Apk Info
App name : BR Pinger++
Package name : rasel.br.pinger
Version : 3 [Three]
Minimum android version required : 4.2 – Jellybean – SDK 17
ডাউনলোড করতে নিম্মোক্ত লিংকটিতে ক্লিক করুন।
কোনো সমস্যার সম্মুখীন হলে জানাতে ভুলবেন না।
পোস্টটি ভালো না লাগলে দুঃখিত। কোনো ভুল পেলে দয়া করে জানাবেন, আমি অতি শীঘ্র তা সংশোধন করতে চেষ্টা করব; শুধু-শুধু কমেন্টে নিন্দনীয় ভাষা ব্যবহার করে নিজের বংশ সম্বন্ধে অন্যদেরকে খারাপ কিছু ভাবনার সুযোগ দিবেন না।
ধন্যবাদ।।।