দ্বিতীয় পর্বঃ
আমি দ্বিতীয় পর্ব পোস্ট করতে চেয়েছিলাম না। কিন্তু অনেকেই প্রথম পর্বে সঠিকভাবে সফল হতে পারছেননা। হ্যা আপনার প্রবলেম হতে পারে কিন্তু app এর সার্ভারের কোনো প্রবলেম নেই। আপনাদের সকল সমস্যার সমাধান নিয়ে হাজির হলাম দ্বিতীয় পর্ব। আপনারা যারা প্রথম পর্ব দেখবে,, অনুরোধ রইলো সাথে দ্বিতীয় পর্ব ও দেখে নিবেন আশা করি কোনো সমস্যায় পরতে হবে না ইনশাআল্লাহ।
অাসসালামু অালাইকুম,,অাশা করি সবাই ভালো অাছে।
জমিজমা নিয়ে সমস্যায় পড়তে হয় নি এমন লোক বাংলাদেশ এ খুব কম সংখ্যক হবে। দলিল পত্র সম্পর্কে ভালো অভিঙ্গতা না থাকার কারণে ভুয়া দলিত দেখিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার কাহিনী অামাদের বাংলাদেশ এ অনেক অাছে। যদিও বর্তমানে সবাই সচেতন হওয়ার কারণে এসব ঘটনা খুবই কম হয়।তারপরেও নেই বললে ভুল হবে এখনো অনেক এলাকার প্রভাবশালী লোক তাদের কার্যক্রম বন্ধ রাখেনি ক্ষমতাবলে দখল করে নিচ্ছে অনেকের জমি।এর পরে যেনো অার অাপনাকে এরকম সমস্যায় অাপনাকে না পড়তে হয় তাই অামি অাপনাদের সামনে একটি অ্যাপ নিয়ে হাজির হলাম,যার মাধ্যমে অাপনি খুব সহজে দেখে নিতে পারবেন যেকোনো জমির মালিকের নাম এছাড়া কোথায় কতটুকু জমি এবং সম্পত্তির অংশীদারের নাম সহ সব তথ্য দেখে নিতে পারবেন।এগুলো দেখার জন্য অাপনাকে তেমন কিছু জানতে হবেনা শুধু বিভাগ,জেলা,থানা,মৌজা এবং মালিকের নাম জানলেই হবে।অাসলে এখানে বিস্তারিত বলার তেমন কিছুই নেই অ্যাপটি ডাউনলোড দিলে বুঝতে পারবেন,সবকিছু ধারাবাহিকভাবে অ্যাপটিতে দেওয়া অাছে।তারপরেও যদি অাপনারা এই অ্যাপটি নিয়ে ধারাবাহিক টিওটোরিয়াল চান তো কমেন্ট করুন।
এই অ্যাপটির কিছু Screenshort দেখে নিনঃ
Email: [email protected]
[যদি কোনো কারণে অাপনার দেওয়া তথ্য সঠিক হওয়ার পরও কোনো জমির তথ্য না পান তাহলে তাদেরকে মেইল করুন,যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করবে।]
উক্ত ডেভেলপার এর আরেকটি অসাধারণ App
Thank u..
Apnr somossar somadhan khub sighroi dewar cesta korbo dhonnobad….
jdi possible hye software link ta dile vlo hbe…?