Howdy Everyone,
অ্যান্ড্রয়েড বলতেই আমাদের মাথায় যেটা আসে তা হলো বিভিন্ন রকম এন্ড্রয়েড অ্যাপ। যার জন্য রয়েছে অ্যান্ড্রয়েড মার্কেট বা প্লে স্টোর যেখানে পাওয়া সম্ভব লক্ষাধিক এন্ড্রোয়েড এপ।
প্রতিদিনের প্রয়োজনে একজন এন্ড্রোয়েড ইউসার কতই না এপ্লিকেশন ইউস করে। কল করা থেকে শুরু করে বড় বড় যন্ত্র পর্যন্ত নিয়ন্ত্রণ করতে এন্ড্রয়েড এপ্লিকেশন
ইউস করা হয়। প্লে স্টোরে পাওয়া যায় এমন হাজারো এপ্লিকেশন যা প্রতিদিনের অনেক কাজে লাগতে পারে। সেগুলার মধ্যে রয়েছে আমার নিজের কিছু ইউস করা অ্যাপ যেগুলো আপনার লাইফ ও আরো সহজতর করে দিতে পারে এবং দরকার হতেও পারে।
এমন কিছু এপ্লিকেশন এর মধ্যে রয়েছে:
?তাছাড়া প্লে স্টোর এবং এর বাইরে রয়েছে এরকম লক্ষ লক্ষ এপ্লিকেশন যা আলাদা আলাদা কাজে ব্যবহার করা সম্ভব। তবে আমি বর্তমানে এই অ্যাপগুলো ব্যবহার করছি এবং আমি খুবই সন্তুষ্ট । আপনিও চাইলে ব্যবহার করতে পারেন।
সুস্থ থাকবেন আর নিজের যত্ন নিবেন
BYE?