এখন ব্যাংকে না গিয়ে ব্যাংক একাউন্ট খুলে ফেলুন ইনস্ট্যান্টালি। তাই লাইফকে আরো বাধাহীন করতে City Bank নিয়ে এলো এক অভিনব অ্যাপ। এখন যেকোনো সময়ে যেকোনো জায়াই থেকে সহজে কয়েকটি ধাপ অনুসরণ করে খুলে ফেলুন আপনার সিটি ব্যাংক একাউন্ট। সংগে উপভোগ করুন ইনস্ট্যান্ট লেনদেন। ইনস্ট্যান্ট চেকবুক রিকোয়েষ্ট, সিটি ব্যাংক এর যেকোনো ব্রাঞ্চ থেকে ইনস্ট্যান্ট ডেবিট কার্ড ও সিটিটাচ ডিজিটাল ব্যাংকিং সেবার জন্য ইনস্ট্যান্ট সাইন আপ। ব্রাঞ্চে গিয়ে কাগজ-কলমে ফর্ম পূরণ আর ডকুমেন্টস এর ঝামেলার দিন শেষ। ১ম-পর্ব দেখে নিন।
(সম্পূর্ণ ভাবে বুঝার জন্য এই পোস্ট টি দুইটি পর্বে ভাগ করা হয়েছে আর এটি হচ্ছে শেষ পর্ব)
তো শুরু করা যাক কি ভাবে একাউন্ট খুলার বাকি কাজ গুলা করবেন।
প্রথমে এখান থেকে অ্যাপটি ডাউনলোড করুন
তার পর অ্যাপ অপেন করে এখানে ক্লিক করুন।
পর আপনার Gmail এ সিটি ব্যাংক এর একাউন্ট নাম্বার পাঠিয়ে দিয়া হয়েছে তা কপি করেন।
তার পর একাউন্ট নাম্বার অপশনে একাউন্ট নাম্বার টা বসে দিন এবং পরের অপশন গুলা একাউন্ট নাম্বার দিলে এমনিতেই পূর্ণ হয়ে যাবে তার পরে পছন্দের ইউজার আইডি তে ক্লিক করে আপনার ইচ্ছা মত একটা ইউজার নাম আইডি দিয়ে ইউজার আইডি তৈরি করে নিন যা একাউন্ট এ লগইন করার সময় লাগবে।
তার পর আপনার Gmail এ একটি পাসওয়ার্ড পাঠিয়ে দিয়া হবে তা কপি করেন।
তার পর ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন তে ক্লিক করুন।
তার পর আপনার ইচ্ছা মত আপনি পাসওয়ার্ড সেট করে নিন।
আপনার ফোনে একটা verify code যাবে তা বসে দিয়ে পরবর্তী তে ক্লিক করেন।
তার পর আপনার ইচ্ছা মত ৬ সংখ্যা পিন সেট করে নিন।
তার পর সম্পন্ন ভাবে আপনার সিটি ব্যাংক একাউন্ট খুলা হয়ে গেলো.
যেকোনো বিষয়ে বিস্তারিত সাহায্য এর জন্য অনুগ্রহ করে নিকটস্থ সিটি ব্যাংক ব্রাঞ্চ ভিসিট করুন। এছাড়া, আরও বিস্তারিত জানতে এই নম্বর গুলাতে যোগাযোগ করেন 16234 (local), +88028331040 (Overseas)-
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!
Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।
ধন্যবাদ