এখন ব্যাংকে না গিয়ে ব্যাংক একাউন্ট খুলে ফেলুন ইনস্ট্যান্টালি। তাই লাইফকে আরো বাধাহীন করতে City Bank নিয়ে এলো এক অভিনব অ্যাপ। এখন যেকোনো সময়ে যেকোনো জায়াই থেকে সহজে কয়েকটি ধাপ অনুসরণ করে খুলে ফেলুন আপনার সিটি ব্যাংক একাউন্ট। সংগে উপভোগ করুন ইনস্ট্যান্ট লেনদেন। ইনস্ট্যান্ট চেকবুক রিকোয়েষ্ট, সিটি ব্যাংক এর যেকোনো ব্রাঞ্চ থেকে ইনস্ট্যান্ট ডেবিট কার্ড ও সিটিটাচ ডিজিটাল ব্যাংকিং সেবার জন্য ইনস্ট্যান্ট সাইন আপ। ব্রাঞ্চে গিয়ে কাগজ-কলমে ফর্ম পূরণ আর ডকুমেন্টস এর ঝামেলার দিন শেষ।
(সম্পূর্ণ ভাবে বুঝার জন্য এই পোস্ট টি দুইটি পর্বে ভাগ করা হয়েছে)
তো শুরু করা যাক কি ভাবে একাউন্ট খুলবেন।
প্রথমে এখান থেকে অ্যাপটি ডাউনলোড করুন
তার পর অ্যাপটি অপেন করে বাংলা তে ক্লিক করুন।
তার পর ব্যাক্তিগত একাউন্ট এ ক্লিক করুন।
তার পর ১০০,০০০ টাকা বা তার কম তে ক্লিক কিরুন।
তার পর ফোন নাম্বার দিয়ে পরবর্তী তে ক্লিক করুন।
তার পর ফোনে verify code যাবে তা বসে দিয়ে পরবর্তী তে ক্লিক করুন
তার পর NID Card এর ছবি আপলোড দিয়ে দিন নির্দেশ গুলা অনুসরণ করে এবং পরবর্তী তে ক্লিক করুন
তার পর এখানে ক্লিক করে ফোনের সামনের Camera দিয়ে আপনার একটা সেলফি তুলে আপলোড দিন।
তার পর পেশা তে ক্লিক করে আপনার পেশা সিলেক্ট করে দিন এবং পরবর্তী ক্লিক করুন।
তার পর নিচের তথ্য গুকা সঠিক ভাবে দিয়ে পরবর্তী তে ক্লিক করুন।
একাউন্ট খুলার জন্য একজন নমিনির তথ্য দিয়ে লাগবে (যা যেকোনো কারো দিতে পারবেন।) তথ্য গুলা দিয়া হলে পরবর্তী তে ক্লিক করুন।
তার পর নিচের তথ্য গুকা সঠিক ভাবে দিয়ে দিন এবং তার পর আপনার একাউন্ট খুলুন তে ক্লিক করুন।
তার পর একাউন্ট খুলার কাজ আপাতত শেষ।
তার পর আপনার একাউন্ট এর সকল তথ্য আপনার Gmail এ পাঠিয়ে দিয়া হয়েছে।
এর পর বাকি কাজ গুলা নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত অপেক্ষা করুন।
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!
Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।
আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন
ধন্যবাদ
তবে সম্পুর্ণ দায় দায়িত্ব আমার থাকবে,শুধু আমাকে ছাড়া কাউকে ইনবক্স করবেন না।। ইনশাআল্লাহ। সবাই কেই ভালো কিছু দিবো…..এ বিষয়ে সবার থেকে জানতে চাচ্ছি…..