Site icon Trickbd.com

এবার Google এর এপস দিয়ে আপনার বিরক্তিকর এডস আসা বন্ধ করুন || এবং ফোনের এপস ব্যাবহার করুন schedule আকারে ৷

আসসালামু আলাইকুম ৷

কেমন আছেন সবাই? গতকাল বলেছিলাম না আরো নতুন চমক নিয়ে হাজির হব ৷ আজকের পোস্ট কম চমকপ্রদক নয় ৷ চলুন দেখা যাক কি  চমক আছে ৷

আলোচনা:

গুগলের নিজস্ব ডিজিটাল wellbeing নামক অ্যাপস এটি ফোনের যেকোন এপস schedule ব্যবহার করা যায় এবং অ্যাপসগুলি ফ্রিজ করে রাখা যায় ৷ 

ধরুন আপনি এখন রাত 9:30 থেকে 11:30 পর্যন্ত ইউটিউব চালাবেন ৷ ডিজিটাল wellbeing এর মাধ্যমে schedule করে রাখলেন ইউটিউব ঠিক 11:30 পর অটো বন্ধ হয়ে যাবে এবং আপনাকে বলবে আজ আর ব্যবহার করতে পারবে না আগামীকাল আবার দেখতে পারবেন ৷

অনেকেই তো আছে যারা রাতে ফোন চাপতে চাপতে ঘুমিয়ে পড়েন তাদের জন্য এই এ্যাপস টি অনেক উপকারী ৷

আপনি চাইলে এটি এলার্মের মতোই schedule করতে পারবেন ৷

 এটার সাহায্যে আপনি বিরক্তিকর অ্যাপস বা নোটিফিকেশন বন্ধ/ফ্রিজ করতে পারেন ৷

Unnamed

উপকারিতা কি কি: 

Unnamed

Unnamed

 ডিজিটাল wellbeing জন্য প্রতিদিনের ভিউ :

Unnamed

Apps info:

Name: Digital Wellbeing

 ডাউনলোড করুন

অনেকেই বলে বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করার জন্য কোন অ্যাপস নেই তাদের জন্যই Digital Wellbeing  অনেক উপকারে আসবে ৷ ফোনে বিরক্তিকর নোটিফিকেশনের জালাই সবারই মাথা খারাপ হয়, দেখা যায় বিভিন্ন এপস থেকে অযথা নোটিফিকেশন আসে ৷ হাত থেকে বাঁচতে আপনাকে অবশ্যই এই অ্যাপসটি ব্যবহার করার পরামর্শ দিচ্ছি ৷

তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ আগামী পোস্টে আবার নতুন কিছু নিয়ে হাজির হবো  এই প্রযুন্ত ট্রিকবিডির সাথেই থাকুন ধন্যবাদ ৷

ফটো সুত্রঃ গুগল প্লে থেকে সংগৃহীত ৷