আসসালামু আলাইকুম ৷

কেমন আছেন সবাই? গতকাল বলেছিলাম না আরো নতুন চমক নিয়ে হাজির হব ৷ আজকের পোস্ট কম চমকপ্রদক নয় ৷ চলুন দেখা যাক কি  চমক আছে ৷

আলোচনা:

গুগলের নিজস্ব ডিজিটাল wellbeing নামক অ্যাপস এটি ফোনের যেকোন এপস schedule ব্যবহার করা যায় এবং অ্যাপসগুলি ফ্রিজ করে রাখা যায় ৷ 

ধরুন আপনি এখন রাত 9:30 থেকে 11:30 পর্যন্ত ইউটিউব চালাবেন ৷ ডিজিটাল wellbeing এর মাধ্যমে schedule করে রাখলেন ইউটিউব ঠিক 11:30 পর অটো বন্ধ হয়ে যাবে এবং আপনাকে বলবে আজ আর ব্যবহার করতে পারবে না আগামীকাল আবার দেখতে পারবেন ৷

অনেকেই তো আছে যারা রাতে ফোন চাপতে চাপতে ঘুমিয়ে পড়েন তাদের জন্য এই এ্যাপস টি অনেক উপকারী ৷

আপনি চাইলে এটি এলার্মের মতোই schedule করতে পারবেন ৷

 এটার সাহায্যে আপনি বিরক্তিকর অ্যাপস বা নোটিফিকেশন বন্ধ/ফ্রিজ করতে পারেন ৷

Unnamed

উপকারিতা কি কি: 

  • উপকারের কথা যদি বলি তাহলে বলবো, অনেক অনেক কেননা আমাদের ফোন অপ্রয়োজনীয়  অনেক অ্যাপস থাকে এগুলো থেকে অযথা নোটিফিকেশন আসে আর ফোনের চার্জের বারোটা বাজেই ৷ নেট চালু করলে তো নোটিফিকেশন অভাব হয়না ৷ এগুলো হাত থেকে বাসতে আপনি এই ডিজিটাল wellbeing অ্যাপসটি ব্যবহার করতে পারেন ৷
    দিনে কতবার আনলক করেছেন তার হিসাব করতে পারবেন ৷ দিনে কতবার নোটিফিকেশন আসে তার হিসাবও করতে পারবেন ৷

Unnamed

  • দৈনিক অ্যাপ্লিকেশন টাইমারগুলি আপনাকে কতটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে তার সীমা নির্ধারণ করতে দেয়।

  • নাইট মোড আপনাকে রাত্রে স্যুইচ অফ করার জন্য স্মরণ করিয়ে দিবে, সেটিং schedule করুন screen to Grayscale while Do Not Disturb তাহলে ভাল রাতের ঘুমের জন্য এডগুলো বন্ধ রাখবে এবং silences করবে ।

  • ফোকাস মোড আপনাকে একক ট্যাপের সাথে বিরক্তিকর অ্যাপগুলিকে বিরতি দিতে দেয় যাতে আপনি আপনার সময়কে আরও ভালভাবে ফোকাস করতে পারেন। আপনি ফোকাস মোডটি স্বয়ংক্রিয়ভাবে চালু করতে এবং কর্মক্ষেত্রে, স্কুল বা বাড়িতে থাকাকালীন ব্যাঘাতগুলি হ্রাস করতেও একটি সময়সূচি সেট করতে পারেন।

Unnamed

 ডিজিটাল wellbeing জন্য প্রতিদিনের ভিউ :

  • আপনি প্রতিদিন বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সেটার ভিউ ৷
  • আপনি দিনে কতগুলো এড পান তার ভিউ ৷
  • আপনি কতবার আপনার ফোনটি use করেন বা আপনার ডিভাইসটি আনলক করেছেন তার হিসাব দেখতেও পারবেন Digital Wellbeing এর সাহায্যে ৷

Unnamed

Apps info:

Name: Digital Wellbeing

 ডাউনলোড করুন

অনেকেই বলে বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করার জন্য কোন অ্যাপস নেই তাদের জন্যই Digital Wellbeing  অনেক উপকারে আসবে ৷ ফোনে বিরক্তিকর নোটিফিকেশনের জালাই সবারই মাথা খারাপ হয়, দেখা যায় বিভিন্ন এপস থেকে অযথা নোটিফিকেশন আসে ৷ হাত থেকে বাঁচতে আপনাকে অবশ্যই এই অ্যাপসটি ব্যবহার করার পরামর্শ দিচ্ছি ৷

তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ আগামী পোস্টে আবার নতুন কিছু নিয়ে হাজির হবো  এই প্রযুন্ত ট্রিকবিডির সাথেই থাকুন ধন্যবাদ ৷

ফটো সুত্রঃ গুগল প্লে থেকে সংগৃহীত ৷

7 thoughts on "এবার Google এর এপস দিয়ে আপনার বিরক্তিকর এডস আসা বন্ধ করুন || এবং ফোনের এপস ব্যাবহার করুন schedule আকারে ৷"

  1. Muhammad Rahad✅ Author says:
    এই ট্রিকটার মাধ্যমে কি ইউটিউব বা ভিডমেট এ কি কোনো এড আসবে বা মেয়েদের এড আসবে?
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      আপনি যে এপস থেকে নোটিফিকেশন বন্ধ করতে চান সেটি বন্ধ করবে ৷
  2. Rs Abubokor Contributor says:
    বছরের সেরা ফা`লতু পোস্ট
  3. Itż Xanî✅ Contributor says:
    application er notification off korar jonno extra app use kora lage???
  4. Dip Dey - Walker #57341 Contributor says:
    নোটিফিকেশন এর এর লাইগা তো Bulit-In Option Ase ? Oikhane Off Kore Dilai Hoy ?

Leave a Reply