আজকে আমি আপনাদের সাথে কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার জন্য বেস্ট একটা এপ্লিকেশন শেয়ার করবো ।
যেহেতু আমি Windows 10 ইউজার তাই আমি আগে Windows এ যে বিল্ট ইন Snipping Tool নামে একটা এপ ছিল সেটা ইউজ করতাম।
কিন্তু আমি যেহেতু ট্রিকবিডিতে মাঝেমধ্যে পোস্ট লিখি তাই Windows এর এই বিল্ট ইন এপ দিয়ে আমার কাজ ঠিকভাবে হচ্ছিল না কারণ আমি এটা দিয়ে স্ক্রিনশট নিতে পারতাম ঠিকই কিন্তু মার্ক করতে পারতাম না ।
এত সুন্দরভাবে বক্স, তীর চিহ্ন, হাইলাইটার, টেক্সট ইউজ করার অপশন নেই ঐটায়।
আর এই এপটা ব্যাবহার করে আপনি একটা স্মুথ ফিলিংস পাবেন ।
এই এপ্লিকেশনটাকে বেস্ট বলার কারণ হলো এই এপটার সাইজ মাত্র ২ এমবি। অর্থাৎ লাইটওয়েট এপ তবে দরকারি সব ফিচার আছে ।
তো কিভাবে ব্যাবহার করবেন এপটা ?
(আপনাদের বুঝার সুবিধার্থে নিচে ভিডিও Embed করে দেওয়া হলো )
- প্রথমেই ‘এখানে ক্লিক‘ করে LightShot এপটি ডাউনলোড করে নিন ।
- তারপর আপনার কীবোর্ডের F12 বাটনের ডানপাশে Print Screen SysRq এধরনের একটা বাটন পাবেন ঐটায় ক্লিক করুন এবং তারপর যে অংশের স্ক্রিনশট নিতে চান নিতে পারবেন ।
- সাথে আপনার নেওয়া স্ক্রিনশটের যেকোন জায়গা মার্ক করতে পারবেন।
- আর তাছাড়া এই এপটির এক্সটেনশনও আপনারা ব্যাবহার করতে পারেন <এখান থেকে>
তবে আমি মনে করি যে আপনার জন্য এই এপটাই যথেষ্ট , কোন এক্সটেনশনের দরকার নাই । - বিশ্বাস করেন এই এপটা ইউজ করার পর আমি Snipping Tool, Paint 3D সহ আরো কিছু এপ আনইন্সটল করে দিয়েছি ?
যদি কারো কোন কনফিউশন থেকে থাকে নিচের ভিডিওটি দেখে নিতে পারেনঃ
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ
★★ ফেসবুক পেজের About অপশনে ছবি দিন । Add image in Facebook Page About Section
★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!
★★ Shutterstock থেকে ফ্রিতে ছবি ডাউনলোড করুন । কোন প্রকার Watermark ছাড়াই!