Be a Trainer! Share your knowledge.
Home » Android Tips » কথা হবে প্রতি মিনিট ৩০ পয়সায়। Alaap ip calling app by BTCL.ফুল রেজিষ্ট্রেশন প্রসেস। Instant NID verification approval.

কথা হবে প্রতি মিনিট ৩০ পয়সায়। Alaap ip calling app by BTCL.ফুল রেজিষ্ট্রেশন প্রসেস। Instant NID verification approval.

হ্যাল্লো ভাই ব্রাদার্স।

আশা করছি সকলেই ভাল আছেন। ইতোমধ্যেই আপনারা জেনে গেছে BTCL অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কম্পানি লিমিটেড থেকে একটি আইপি কলিং এপ চালু করা হয়েছে যার মাধ্যমে আপনারা মাত্র ৩০ পয়সা / মিনিট দেশের সকল মোবাইল ফোন নাম্বার ও ল্যান্ড ফোন নাম্বারে কথা বলতে পারবেন। তো আমি এই পোস্টে দেখাব কীভাবে খুব ইজিলি আপনারা এই আইপি কলিং app এ রেজিস্ট্রেশন করবেন এবং সাথে সাথেই  NID verification approval পাবেন।সো লেটস স্টার্ট……..


★২৬ তারিখ থেকে এই এপের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হবে।


এই App এর কিছু উল্লেখযোগ্য সুবিধাঃ


App ডাউনলোডঃ↓↓↓

প্রথমেই নিচের লিংকে ক্লিক করুন।

(রেফার লিংক থেকে ডাউনলোড করলে ১৫ মিনিট ফ্রি পাবেন)।

Alaap (Refer Link)

(ব্রাউজারের ডেস্কটপ মোড অন থাকলে অফ করে নিবেন)

Alaap(without refer)

TrickBD app থেকে ডাউনলোড করতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে পোস্ট টি কোনো ব্রাউজার দিয়ে ওপেন করুন।


রেজিষ্ট্রেশনঃ

লিংকে ক্লিক করার পর প্লেস্টোর থেকে app টি ইন্সটল করে ওপেন করুন।

Continue এ ক্লিক করুন।

এবার যে নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিন। আগে থেকেই বাম দিকে যেহেতু +880 দেওয়া আছে তাই আপনার নাম্বারটি 1 থেকে শুরু করে বাকীটা বসিয়ে দিন এবং কন্টিনিউ এ ক্লিক করুন।

  Follow the photo ?

নিচের মতো পপ আপ আসলে এলাউ করে দিন তাহলে পিনকোডটি অটোমেটিক্যালি বসে পরের ধাপে যাবে।

এবার শুরু ভেরিফিকেশনের পালা।ভেরিফিকেশনের জন্যে তিনটি ধাপ অতিক্রম করতে হবে।যা নিচের ছবিতে দেখতে পাচ্ছেন। নেক্সটে ক্লিক করুন।

ভেরিফিকেশনের জন্যে প্রথমেই আপনাকে আপনার NID কার্ড আপলোড করতে হবে। নিজের না থাকলে পরিবারের কারও ব্যবহার করতে পারেন।

NID কার্ডের ছবি তোলার জন্যে ক্যামেরা পারমিশন এলাউ করুন।

এবার NID card এর ফ্রন্ট পেজের স্পষ্ট ছবি তুলুন।যেন প্রত্যেকটি লিখা পরিষ্কারভাবে বোঝা যায়।

সঠিকভাবে তোলা হলে সাবমিট করুন। অন্যথায় রিটেকে ক্লিক করে পুনরায় ছবি তুলুন।

অনুরুপভাবে ব্যাক পেজের ছবি আপলোড করুন।

  ↓

ফ্রন্ট ও ব্যাক পেজের ছবি সঠিকভাবে আপলোড করা হলে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর ছবিগুলো সঠিকভাবে আপলোড করা হলে আপনি আপনার NID  information দেখতে পবেন। এবার নেক্সটে ক্লিক করুন।

এবার আপনাকে আপনার সেল্ফি আপলোড করতে হবে।পরিবারের অন্য কারও NID Card ইউজ করে থাকলে ওনার সেলফি আপলোড করতে হবে।

সেলফি ভাল না হলে টেনশন নিয়েন না।এটা শুধু ভেরিফিকেশনের কাজেই ব্যবহৃত হবে। Alaap app profile photo তে আপনি গ্যালারি থেকে ছবি আপলোড করতে পারবেন।

  সেলফি আপলোড করা হলে নেক্সটে ক্লিক করুন।

এবার আপনার NID information গুলো চেক করা হবে তাই কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।

সবকিছু সঠিকভাবে প্রোভাইড করা হলে ভ্যালিডেশন সফল হবে।

এবার app initialization এর জন্যে আরও কিছু সেকেন্ড অপেক্ষা করুন।

এবার নিচের স্ক্রিনশট এর মতো ইন্টারফেস আসলে  lock screen Notification enable করুন।

বাস! কাজ শেষ। আসুন এবার দেখি একাউন্ট ভেরিফিকেশন সফল হলো কিনা। চেক করতে চিহ্নিত জায়গায় ক্লিক করুন।

এবার My Account এ ক্লিক করুন।

নিচের চিহ্নিত জায়গায় দেখুন। Nid Verification approved দেখাচ্ছে।অর্থাৎ আপনার একাউন্টটি সাকসেসফুলি ভেরিফাইড।?

আর আলাপ নাম্বার টিও আপনি এখানে দেখতে পাবেন। আলাপ নাম্বারটির ক্ষেত্রে মজার ব্যাপার যেটি খেয়াল করলাম সেটি হচ্ছে 09696 এর পর বাকী ডিজিটগুলো আমার নাম্বারের শেষ ডিজিট দেওয়া হয়েছে। এভেইলেবল থাকলে আপনাদেরকেও আপনাদের নাম্বারের সাথে মিল রেখে আলাপ নাম্বার দেওয়া হবে।

সেলফি তোলার সময় মনের মতো সেল্ফি আপলোড করতে পারেননি নিশ্চয়ই ? সমস্যা নেই।উপরে ডান পাশের এডিট সিম্বলটিতে ক্লিক করুন।

এবার গ্যালারি থেকে নিজের পছন্দ মতো ছবি আপলোড করুন। ইমেইলের পাশে ভেরিফাই এ ক্লিক করলে সেখানে OTP বসানোর একটা বক্স পাবেন। আমি যখন ট্রাই করেছিলাম তখন otp আসতেছিলনা তাই আমি পরে email এর জায়গাটি ফাকা রেখেছিলাম।একই সমস্য ফেস করলে আপনিও ফাকা রাখুন। এরপর সেভ এ ক্লিক করুন।


১৫ মিনিট ফ্রি!

বলেছিলাম না ১৫ মিনিট ফ্রি পাবেন!  আসুন চেক করি পেয়েছি কি না। ভয়েস প্যাকেজে ক্লিক করুন।

এবার দেখুন এখানে আপনাকে ১৫ মিনিট দিয়ে দেওয়া হয়েছে।


কল ফরওয়ার্ডিংঃ

কল ফরওয়ার্ডিং সার্ভিসটি চালু করার জন্যে সেটিং আইকনে ক্লিক করুন।

এবার কল ফরওয়ার্ডিং লিখার উপরে ক্লিক করুন।

চিহ্নিত আইকনে ক্লিক করলে যে নাম্বারে কল ফরওয়ার্ড করতে চান সেই নাম্বারটি বসানোর জন্যে একটি বক্স পায়াবেন।

নাম্বার টি দেওয়া হয়ে গেলে সিম্পলি Ok তে ক্লিক করুন।


রিচার্জঃ

রিচার্জ করার জন্যে Recharge আইকন এ ক্লিক করুন

এখানে আপনি বিকাশ, নগদ ও কার্ড পেমেন্টের মাধ্যমে রিচার্জ নিতে পারবেন। আমি বিকাশ সিলেক্ট করলাম।

১০-১০০০ টাকার মধ্যে কাঙ্ক্ষিত এমাউন্ট বসিয়ে কন্টিউ করুন।

যে বিকাশ একাউন্ট থেকে রিচার্জ করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিন এবং কনফার্ম করুন।

বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেটি এখানে বসিয়ে দিয়ে আবারও কনফার্ম এ ক্লিক করুন।

এবার আপনার বিকাশ একাউন্ট পিন নাম্বার দিলেই সাকসেসফুলি আপনার আলাপ একাউন্টে ব্যালেন্স যোগ হবে।


সো ব্রাদার্স!?  এবার ধুমসে অল্প করচে নিজের আপনজনদের খোজখবর নেওয়া শুরু করুন।

আজ এ পর্যন্তই।  ভাল থাকুন, সুস্থ থাকুন।

আল্লাহ হাফেজ।

3 years ago (Mar 25, 2021)

About Author (24)

SAKHAWAT
author

স্বপ্ন দেখি একটি নতুন বাংলাদেশের, যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হবে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন।

Trickbd Official Telegram

80 responses to “কথা হবে প্রতি মিনিট ৩০ পয়সায়। Alaap ip calling app by BTCL.ফুল রেজিষ্ট্রেশন প্রসেস। Instant NID verification approval.”

  1. Rahel Contributor says:

    Wow ??❤️

  2. Sharif Contributor says:

    Otp আসতে কতক্ষন লাগে?

  3. Majedul Sonju Contributor says:

    মেয়াদ কত দিন থাকবে?

  4. Jahid9184 Contributor says:

    otp ase nah

  5. Jahid9184 Contributor says:

    otp ase nah

  6. SAKHAWAT Author Post Creator says:

    দয়া করে সবাই পরে চেষ্টা করুন।খুবসম্ভবত অ্যাপটির ডেভেলপমেন্ট এর কাজ চলছে। ২৬ তারিখ অফিসিয়ালি রিলিজ হওয়ার কথা। এখন রেজিস্ট্রেশন করতে গেলে এরর আসতেছে।এপে ঢুকলে নো ইন্টারনেট দেখাচ্ছে।

  7. nabid Contributor says:

    Vai nid upload hoi na keno?

  8. Rakib ahammed Contributor says:

    রেফার বুনাস আছে?

  9. Tufan Chakma Contributor says:

    ভাই কথা বলতে কি মেগাবাইট লাগবে || নাকি অফলাইনে কথা বলা যাবে ডাটা অফ করে

    • SAKHAWAT Author Post Creator says:

      Ip calling app theke call korte obosshoi internet thakte hobe vai.tobe incoming call gula gsm network orthat offline number e forward korar akta subidha ache.

  10. Error:// Contributor says:

    NID Upload hoyna keno vai?

  11. NKwap Author says:

    Mb O Lagbe Na Ofline A Hbe

    • SAKHAWAT Author Post Creator says:

      Ip calling app theke call korte obosshoi internet thakte hobe vai.tobe incoming call gula gsm network orthat offline number e forward korar akta subidha ache.

  12. Random Contributor says:

    সব কিছু এত সুন্দর করে গুছিয়ে ও বিস্তারিত লিখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম মানসম্মত পোস্ট পেলে খুব ভাল লাগে। বত্ব, আপনার আমার জেলা কিন্তু এক, তা দেখে আরোও পুলকিত হলাম। শুভকামনা রইল ?

    • SAKHAWAT Author Post Creator says:

      আপনাকেও ধন্যবাদ ভাই আপনার সুন্দর কমেন্টের জন্যে।❤️ দিনাজপুরের কোথায় বাসা আপনার?

    • Random Contributor says:

      স্বাগতম। দিনাজপুর সদরেই। থানার মোড়ে ???

  13. MD YANUR Contributor says:

    উপস্থাপনা খুব সুন্দর ছিল। চালিয়ে যাও ব্রাদার

  14. PK Noman Author says:

    অনেকগুলা রেফার করেছি, তারা রেজিস্ট্রেশন ও করেছে কিন্তু আমি কিছু পাইনাই।

    আপনি পেয়েছেন? আমি আপনার রেফারে একাউন্ট করেছি।

    • SAKHAWAT Author Post Creator says:

      আমাকেও এখনও কোনো বোনাস দেওয়া হয়নি।তবে রেফার হিস্টরিতে রেফার্ড নাম্বার গুলা শো করতেছে।

  15. mhchaqladar Contributor says:

    Vai refer korle ki earn hoy ektu bujhiye bolun plz..

    • SAKHAWAT Author Post Creator says:

      Refer er maddhome earn korar ekta system okhane ache…. But akhn porjnto ami kono bonus paini tai kichu bolte parchina vai…

  16. PK Noman Author says:

    এই এপ টা ব্যাবহার করা কতটা নিরাপদ? এপ এর দেয়া নাম্বার টা অনেকটা ইন্ডিয়ান নাম্বার এর মত, প্লে স্টোর এর স্ক্রিনশট এ একজন এর নাম দেয়া আছে “Sengupta” দেখতে ইন্ডিয়ান মডেলের মত লাগে।

    সহজ ভাবে জনগণের সব তথ্য নিয়ে নিবেনা তো??

    • MD Shimul Mondol Contributor says:

      Thanks for your post✌️✌️✌️

    • Md Al-Amin Contributor says:

      এটা বাংলাদেশের বিটিসিএল এর এ্যাপ্স, আপনার কাছে ইন্ডিয়ান নাম্বারের মত লাগার কারণ টা কি!! ডেভেলপার হিন্দুও হতে পারে তাইনা! বাহিরের দেশের এ্যাপ্স বিনা সংকোচে ব্যবহার কর‍তে পারেন নিজের দেশের এ্যাপ্সের বেলায় তথ্য চুরির ভয়! তথ্য চুরির ভয় থাকলে সব রকম এ্যাপ্স ব্যবহার করা থেকে বিরত থাকাই ভালো।

    • SAKHAWAT Author Post Creator says:

      Vai nijer desher sorkarer kache jodi amader information safe na thake tahole asole amader r kichu korar nai… Amnitei oder kache sob information ache….. Number ta apnar kache Indian number er moto legeche er karon hocche Indian mobile number er country code hocche +91 tarpor 7….. Erkom kichu thake… Ar Bangladeshi ip calling app gula generally +88096…… Erkom ip number provide kore thake…..

    • iks Contributor says:

      ভাই এপ্সটি ব্যবহার করুন,,, আশা করি সমস্যা হবেনা,,, যেহেতু সরকার কতৃক

    • iks Contributor says:

      @SAKHAWAT যুক্তিসঙ্গত কথা,,,,

    • iks Contributor says:

      @Md Al-Amin right

  17. Nice post…
    Gmail verify hoy na bro cod asa na onek bar dici but gmail a kono cod asa na

  18. Oryhn Rayhan Contributor says:

    Kal korum.. ami brilliant use kori ..otaw vlo but mje mje net jalai ??

  19. AL-HADI ✅ Contributor says:

    দুপুরেও চলছিলে কিন্তু এখন Internet connection problem দেখাচ্ছে

  20. Prince? ?? Contributor says:

    Good post. Thanks for info..

  21. ik Sakib Contributor says:

    verry helpful thanks brother

  22. reaz101 Contributor says:

    আগে সিমে ২৪ পয়সা মিনিট কথা বলতাম

  23. shimulk398 Contributor says:

    vaiya veryfy korte gele nid er pic focus dey nah

    • SAKHAWAT Author Post Creator says:

      Clearly tolar try korun pic ta… Oneksomoy failed to get nid information erokom kichu ekta dekhay… Tokhon back na kore abaro next e click korle next step e chole jay…

  24. mdmamunrahman Contributor says:

    Nid not verifying verify

    • SAKHAWAT Author Post Creator says:

      Clearly tolar try korun pic ta… Oneksomoy failed to get nid information erokom kichu ekta dekhay… Tokhon back na kore abaro next e click korle next step e chole jay…

  25. jiaurrahman Contributor says:

    vat soho koto ?

  26. Rahim Contributor says:

    Kotha clear na

  27. Masum billa Contributor says:

    Reffar a bons ki?

  28. ♚ ?? ?????? ♚ Author says:

    bekti got porichoi kaw ke dite cai na…..so ignored this app

  29. Akas Seikh Contributor says:

    সরকার নিজের স্বার্থে তথ্য হাতিয়ে নিতে পারে।
    এই সফটওয়্যার থেকে রাজনৈতিক আলাপ না করা উত্তম হবে।

  30. Akas Seikh Contributor says:

    Nid card er khub poriskar cobi tuleci.
    Tao boltece…lekha vuja jaccena???

  31. Akas Seikh Contributor says:

    Xiaomi cloud a free (premium, gold, ultra) membership paoar bisoye ekta post koren plz.

  32. আমিরাত থেকে কি ব্যবহার করতে পারবো

  33. sk saikot khan Contributor says:

    এই পোস্টটি অনেক ভালো লেগেছে আমার। আর এডমিন আসসালামু আলাইকুম আপনাকে একটা কথা বলার ছিল আমি অনেকদিন ধরে এখানে লেখালেখি করছে কিন্তু আজ পর্যন্ত আমার কোন পোষ্টটি অ্যাপ্রুভ হয়নি সব পোস্টটি pending পড়ে আছে প্লিজ একটু check korun.

  34. Haque Battery Contributor says:

    গোপন ট্রিক্সঃ যেকারো ন্যাশনাল আইডি এবং যে কারো সেলফি দিয়েও ভেরিফাইড হবে। তবে অধিক মিনিট নেওয়ার আশায় এটা করলে একাউন্ট ডিএক্টিভ করে দিবে।

  35. muhammad shuvo Contributor says:

    (১) প্রতি মিনিট ৩০ পয়সায় । ভেট সব না বাদে ভেট সহ কত পয়সা।
    (২) প্রতি মিনিট ৩০ পয়সায় কি শুধু বাংলাদেশি নাম্বর না বিদেশি নাম্বারে একেই রেট না আলাদা।

  36. registration er por…log in korar somoy jei number e account khula hoyese sei sim ki sei pn e thakte hobe? orthath oi sim sara ki app e kotha bola jaye naa?
    I mean system ta ki bkash app er moto sim na thakle kissu kora jay naa?

  37. Sajib5 Contributor says:

    ভাই দয়াকরে আপনার নাম্বার টা দিন। আর এই সিস্টেম টা কি এখনো একই আছে? আর রেফার কিভাবে করবো? ওখানে তো কোন রেখার অপশন দেখি নাই ভাই?

Leave a Reply

Switch To Desktop Version