Be a Trainer! Share your knowledge.
Home » Apps review » Mobile এ ওয়েবসাইট ডিজাইন করার ২ টি প্রয়োজনীয় অ্যাপ।

Mobile এ ওয়েবসাইট ডিজাইন করার ২ টি প্রয়োজনীয় অ্যাপ।

আমি যখন মোবাইলে ওয়েব ডিজাইন করি তখন আমার কাছে অনেক উপকারী যেই দুটি অ্যাপ মনে হল সেই ২টি নিয়েই আলোচনা করবো।

  • প্রথমে html/css লেখার জন্য একটি ভালো কোড এডিটরের প্রয়োজন।
  • মোবাইলে সহজ ও ভালো কোড এডিটরের মধ্যে অন্যতম কোড এডিটর হল

    Code Editor



    প্রথমে যেভাবে শুরু করবেন।
    প্রথমে আপনাদের .html এক্সটেনশন সহ একটি ফাইল খুলতে হবে।
    তা কিভাবে করবেন নিচের স্ক্রিনশটে দেখিয়ে দিলাম।



    প্রথমে ফাইল নাম শেষে অবশ্যই .html দিবেন।

    .html দিয়ে ফাইল খুললে আপনারা অনেক সহজ সহজ সিস্টেম দেখতে পারবেন। যেমন আপনি একটা ট্যাগ, প্রপার্টি এর কিছু অংশ লেখবেন তার পরবর্তী অংশ শো করবে।।। Enter চাপলেই ফিল হয়ে যাবে



    আমি সব সময় এটাতেই কোড লিখি কারণ এটায় লাইভ প্রেভিউ পাওয়া যায়।

    প্রেভিউ যেমনে দেখবো

    তাছাড়া এইটায় অটো সেইভ অপশন আছে।
    যেভাবে চালু করবেন।

  • ২য়, কালার কোড পিকার, আপনি কোন একটি সাইট ক্লোন করতেছেন আপনার তো কালার পিক করতে হবে তাইনা?
    সেটা কি করে করবেন।

  • সহজ পদ্ধতি হল ঐ সাইটে ছবি তুলে নিবেন পরে কালার পিকার দিয়ে ওইটার কোড বের করবেন। তো চলুন দেখি কালার পিকার কেমনে ব্যবহার করে।
    color picker

    Permission গুলো,অন করে দিবেন।
    তারপর সাইটের ছবি সিলেক্ট করে কালার কোড নিতে পারবেন।

    তারপর দেখুন মাঝখানের বৃত্ত টা যেখানেই নিবেন কালার কোড পেয়ে যাবেন।



    আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট।
    আর কম দামে wapkiz সাইট বানাতে চাইলে আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিতে পারেন ?

    Our FaceBook Page

    BDBoighor.com

    Our Youtube Channel

    3 years ago (Oct 02, 2021)

    About Author (184)

    Hridoy Mini
    Expert author

    শিখার কোন শেষ নেই, আর জানারও কোন বয়স নেই। তাই যা জানার আছে চুপ চাপ জেনে যান। ইউটিউব চ্যানেল: Hridoymini ফেইসবুক পেইজ: Hridoymini

    Trickbd Official Telegram

    14 responses to “Mobile এ ওয়েবসাইট ডিজাইন করার ২ টি প্রয়োজনীয় অ্যাপ।”

    1. Blogger+Rakib Subscriber says:

      সুন্দর পোষ্ট।
      ভাই বিডিবইঘর থিমটা ব্যাকআপ দিবেন।
      উপকার হতো।

    2. Hridoy Mini Expert Author Post Creator says:

      Theme personally toiri korchi ??? ekhono kaj baki onk….thanks

    3. Lipon Islam Author says:

      অনেক সুন্দর ব্রো..

    4. Shakib Expert Author says:

      Osthir review ?

    5. PKRockzzz Contributor says:

      Amar kase spck editor valo lage eita theke,,,but Nice Post,,

    6. ERROR_420®NOT_FOUND Contributor says:

      Vaiya css ar theke bootstrap diye design korle kmn hobe?

    7. Trickbd Support Moderator says:

      Good post.
      Keep it up.

    8. Masud Contributor says:

      সত্যিই প্রথম এপটা অনেক দারুণ

    9. NaZmuL HaQuE Contributor says:

      color picker ta xoss

    Leave a Reply

    Switch To Desktop Version