Site icon Trickbd.com

ফোল্ডারে থাকা সকল ফাইলের ফরম্যাট পরিবর্তন করুন এক ক্লিকেই একটি অ্যাপ দিয়ে

Unnamed

 আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমাদের ফোনে নিশ্চয় অনেক ফাইল থাকে।

আর আপনার ফোনেও যদি জরুরি প্রয়োজনে আপনার ফাইলগুলোর নাম বা ফরম্যাট পরিবর্তন করার প্রয়োজন পড়ে তবে কীভাবে একক্লিকেই কীভাবে সকল ফাইলের ফরম্যাট পরিবর্তন করবেন সেটি নিয়েই আজকে আমার পোষ্ট।

আজ আমি দেখাতে চলেছি কীভাবে এক ক্লিকেই ফোল্ডারে থাকা সকল ফাইলের ফরম্যাট চেইন্জ করবেন সেটি দেখাবো।

তো পুরো বিষয়টা ভালোভাবে জানার জন্য পোষ্টটি মনোযোগী হয়ে পড়তে থাকুন।

কারন আজকের পোষ্টটিও তথ্যমুলক হতে চলেছে।

তো শুরু করা যাক।

বন্ধুরা আমাদের ফোনে আমরা নিত্যনতুন নানান রকমের ফাইল আনে থাকি।

কিন্তু কেউ যদি ( বাটন ফোন ব্যবহারকারি) আপনার কাছ থেকে কোনো ফাইল নিতে চাই তবে সাপোর্ট করে না।

যেমন ধরুন আপনি অডিও গান নামালেন .m4a ফরম্যাটে কিন্তু বাটন ফোনে m4a ফরম্যাট সাপোর্ট করে না।

বাটন ফোনে অডিও ফরম্যাট mp3 সাপোষ্ট করে। 

তো এখন কীভাবে ১ ক্লিকেই সকল ফাইলের ফরম্যাট m4a থেকে Mp3 তে আনবেন।

কীভাবে করবেন সেটি জানার আগে জেনে নিন এর সুবিধা সমূহঃ

কীভাবে করবেনঃ

প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।


Download

ডাউনলোড করার পর অপেন করুন।তারপর “Change extension of files haven given extension to new extension” এ ক্লিক করুন মানে ৩ নাম্বারটাকে ক্লিক করুন।

তারপর সিলেক্ট ফোল্ডার (select Folder) এ ক্লিক করে যে ফোল্ডারটির ফাইলগুলো চেন্জ করবেন সেটি সিলেক্ট করুন।

উপরের প্রথম বক্সে আপনার ফাইলগুলোন ফরম্যাট যেটি ছিল সেটি দিন। 

২ বক্সে নতুন যে ফরম্যাটে নিতে চান সেটি দিন।

তারপর Proceed এ ক্লিক করে এগিয়ে যান।

তারপর একটি কনফার্ম ডায়ালগ আসবো সেখানে Ok তে ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ শেষ।

ফোল্ডারে গিয়ে দেখুন সবগুলোর ফরম্যাট চেইন্জ হয়ে গেছে।

বন্ধু আজকের আর্টিকেলটি আপনার কেমন লেগেছে।

আশা করি ভালই লেগেছে কারন আপনাদের কে ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি।