- ১ ক্লিকেই সকল ফাইলের ফরম্যাট চেইন্জ করা যায়।
- এক ক্লিকেই ফাইলের শেষে আপনার ক্রেডিট যোগ করতে পারবেন।
- আপনার মূল্যবান সময় বাচাতে পারবেন।
- একটি একটি করে নিনেইম করতে হবে না।
- এই কাজটি বিনামূল্যেই করতে পারবেন।
কীভাবে করবেনঃ
প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড করার পর অপেন করুন।তারপর “Change extension of files haven given extension to new extension” এ ক্লিক করুন মানে ৩ নাম্বারটাকে ক্লিক করুন।
তারপর সিলেক্ট ফোল্ডার (select Folder) এ ক্লিক করে যে ফোল্ডারটির ফাইলগুলো চেন্জ করবেন সেটি সিলেক্ট করুন।
উপরের প্রথম বক্সে আপনার ফাইলগুলোন ফরম্যাট যেটি ছিল সেটি দিন।
২ বক্সে নতুন যে ফরম্যাটে নিতে চান সেটি দিন।
তারপর Proceed এ ক্লিক করে এগিয়ে যান।
তারপর একটি কনফার্ম ডায়ালগ আসবো সেখানে Ok তে ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ।
ফোল্ডারে গিয়ে দেখুন সবগুলোর ফরম্যাট চেইন্জ হয়ে গেছে।
বন্ধু আজকের আর্টিকেলটি আপনার কেমন লেগেছে।
আশা করি ভালই লেগেছে কারন আপনাদের কে ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি।