আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমাদের ফোনে নিশ্চয় অনেক ফাইল থাকে।

আর আপনার ফোনেও যদি জরুরি প্রয়োজনে আপনার ফাইলগুলোর নাম বা ফরম্যাট পরিবর্তন করার প্রয়োজন পড়ে তবে কীভাবে একক্লিকেই কীভাবে সকল ফাইলের ফরম্যাট পরিবর্তন করবেন সেটি নিয়েই আজকে আমার পোষ্ট।

আজ আমি দেখাতে চলেছি কীভাবে এক ক্লিকেই ফোল্ডারে থাকা সকল ফাইলের ফরম্যাট চেইন্জ করবেন সেটি দেখাবো।

তো পুরো বিষয়টা ভালোভাবে জানার জন্য পোষ্টটি মনোযোগী হয়ে পড়তে থাকুন।

কারন আজকের পোষ্টটিও তথ্যমুলক হতে চলেছে।

তো শুরু করা যাক।

বন্ধুরা আমাদের ফোনে আমরা নিত্যনতুন নানান রকমের ফাইল আনে থাকি।

কিন্তু কেউ যদি ( বাটন ফোন ব্যবহারকারি) আপনার কাছ থেকে কোনো ফাইল নিতে চাই তবে সাপোর্ট করে না।

যেমন ধরুন আপনি অডিও গান নামালেন .m4a ফরম্যাটে কিন্তু বাটন ফোনে m4a ফরম্যাট সাপোর্ট করে না।

বাটন ফোনে অডিও ফরম্যাট mp3 সাপোষ্ট করে। 

তো এখন কীভাবে ১ ক্লিকেই সকল ফাইলের ফরম্যাট m4a থেকে Mp3 তে আনবেন।

কীভাবে করবেন সেটি জানার আগে জেনে নিন এর সুবিধা সমূহঃ

  • ১ ক্লিকেই সকল ফাইলের ফরম্যাট চেইন্জ করা যায়।
  • এক ক্লিকেই ফাইলের শেষে আপনার ক্রেডিট যোগ করতে পারবেন।
  • আপনার মূল্যবান সময় বাচাতে পারবেন।
  • একটি একটি করে নিনেইম করতে হবে না।
  • এই কাজটি বিনামূল্যেই করতে পারবেন।

কীভাবে করবেনঃ

প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।


Download

ডাউনলোড করার পর অপেন করুন।তারপর “Change extension of files haven given extension to new extension” এ ক্লিক করুন মানে ৩ নাম্বারটাকে ক্লিক করুন।

তারপর সিলেক্ট ফোল্ডার (select Folder) এ ক্লিক করে যে ফোল্ডারটির ফাইলগুলো চেন্জ করবেন সেটি সিলেক্ট করুন।

উপরের প্রথম বক্সে আপনার ফাইলগুলোন ফরম্যাট যেটি ছিল সেটি দিন। 

২ বক্সে নতুন যে ফরম্যাটে নিতে চান সেটি দিন।

তারপর Proceed এ ক্লিক করে এগিয়ে যান।

তারপর একটি কনফার্ম ডায়ালগ আসবো সেখানে Ok তে ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ শেষ।

ফোল্ডারে গিয়ে দেখুন সবগুলোর ফরম্যাট চেইন্জ হয়ে গেছে।

বন্ধু আজকের আর্টিকেলটি আপনার কেমন লেগেছে।

আশা করি ভালই লেগেছে কারন আপনাদের কে ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি।


12 thoughts on "ফোল্ডারে থাকা সকল ফাইলের ফরম্যাট পরিবর্তন করুন এক ক্লিকেই একটি অ্যাপ দিয়ে"

    1. Blogger+Rakib Subscriber Post Creator says:
      কাজ করে
      আবার চেষ্টা করুন
  1. Blogger+Rakib Subscriber Post Creator says:
    কাজ করে দেখুন আবার
  2. A M Contributor says:
    jara es file manager use kore tader kache esob thakei. 🙂
    1. Blogger+Rakib Subscriber Post Creator says:
      es দিয়ে সবগুলো একবার এক ক্লিক পরিবর্তন করা যায় না কিন্তু এটি দিয়ে এক ক্লিকেই সব ফাইলে পরিবর্তন করা যায়?
    2. A M Contributor says:
      আপনি কখনও ব্যবহার করে থাকলে তো জানবেন
    3. A M Contributor says:
      যে কয়টার নাম বা ফরম্যাট চেন্জ করবেন সেকয়টা সেলেক্ট করে রিনেম এ ক্লিক করলেই –
      input a new name + number
      start number
      input new name + original name
      rename extension name

      V.Easy 🙂
      nije use korun onno ke utsahito korun ???

    4. A M Contributor says:
      akta folder a 100 file ache jodi bola hoy apnar deya app k – j majhkhan theke 10ta rename korte tahole to ses ei app er khela. ?

      r es a 100 farmat er file o jodi select kori amk bolbe na j – age kon format a chilo just ki korte chai seta jante chaibe. ?

    5. imriyad Contributor says:
      es file explorer feature er ovab nai, eta to sei surur amol thekei cilo
    6. Blogger+Rakib Subscriber Post Creator says:
      সত্যিই তো।
      আমিতো আগে ভেবে দেখিনি
  3. Ys Abubokor Contributor says:
    Jara Mixplorer File Manager Use Kore Tader Kache Esob Thakei. ?
    1. Blogger+Rakib Subscriber Post Creator says:
      Mixplorer দিয়ে সবগুলো একবার এক ক্লিক পরিবর্তন করা যায় না কিন্তু এটি দিয়ে এক ক্লিকেই সব ফাইলে পরিবর্তন করা যায়?

Leave a Reply