Site icon Trickbd.com

লাইভ ফুটবল ম্যাচ দেখুন ফ্রিতেই। [Not Toffee] [Football/Cricket]

আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন?

ফিফা বিশ্বকাপ নিয়ে ইতোমধ্যেই কয়েকটি পোস্ট হয়ে গেছে। সাকিল খান ভাইয়ের পোস্ট যথার্থই ছিল। তার পোস্টে কোনো ইনফোরমেশনের কমতি নেই। এরপরেও আজকে আবার নতুন করে লিখতে বসলাম। একটু ভিন্নভাবে।  আরব দেশের মধ্যে কাতারই প্রথম দেশ যারা ফিফা বিশ্বকাপ ২০২২ আয়োজন করেছে।

বিগত বছরগুলোতে টেলিভিশন কিংবা প্রজেক্টরের পর্দায় খেলা দেখা হতো। এবারও ঐভাবে খেলা দেখা হচ্ছে, তবে এর পাশাপাশি বেড়েছে মোবাইলে খেলা দেখার চাহিদাও। তাই কীভাবে ফ্রি ফুটবল ম্যাচ দেখতে হবে সে বিষয়ে আজ দ্বিতীয়বার আলোচনা করছি। আপনি যদি মোবাইলে খেলা দেখার পাব্লিক হয়ে থাকেন তাহলে এই পোস্টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন শুরু করি।

# toffee: লাইভ ম্যাচ দেখুন টফিতে

ভাই, টফি নিঃসন্দেহে আমাদের জন্য ভালো কাজ করছে। কিন্তু কথা হচ্ছে, টফিতে খেলা দেখতে গেলে খুব বাফারিং হয়। ব্যাপারটা আমি কয়েকটি মোবাইল থেকে চেক করে দেখেছি। এটা কি শুধুমাত্র আমার এয়ারিয়াতে সমস্যা নাকি পুরো বাংলাদেশেই সেটা আমি শিওর বলতে পারছি না।

 

১ অ্যাপে লাইভ ম্যাচ দেখতে এখানে ক্লিক করুন

অ্যাপটির নাম Sportzfy. এর মাধ্যে ফুটবল বা ক্রিকেটের যেকোনো সরাসরি ম্যাচ দেখতে পারবেন। তাহলে চলুন দেখিয়ে দেই কিভাবে অ্যাপটি ডাউনলোড করবেন।

2022 ফিফা বিশ্বকাপ খেলা কিভাবে দেখবো

বস একদমই চাপ নিবেন না। ম্যা হু না। Sportzfy ইন্সটল হয়ে গেলে জাস্ট ওপেন করুন। নিচের মত।

 

 

যে খেলাটি চলছে সেখানে লেখা থাকবে ON AIR. বর্তমানে নেদারল্যান্ড আর আমেরিকা খেলা হচ্ছে। তাই ওখানে ON AIR লেখা। আগামীকাল রাত ১টায় আরজেন্টিনা vs অস্ট্রলিয়া খেলা। সেটার লিস্ট দেখাচ্ছে।

এখানে খেলা দেখার জন্য প্রায় ৫টি সার্ভার রয়েছে। যা সম্পুর্ণ ফ্রি। একটাতে বাফারিং হলে অন্যটি দেখবেন। আশা করি এমন সমস্যায় পরবেন না। fifa world cup 2022 দেখুন সাচ্ছন্দে।

বাংলাদেশে 2022 ফিফা বিশ্বকাপ কোন টেলিভিশন চ্যানেলে দেখতে পাব?

টেলিভিশনে খেলা দেখার জন্য জনপ্রিয় ২টি সাইট হলোঃ GTV এবং T Sports।

এছাড়া PTE LTD  এবং Viacom 18 – এ বিশ্বকাপের ম্যাচগুলো লাইভ দেখতে পারেন। এমনকি ভারতীয় কিছু চ্যানেল আছে যেগুলা বাংলাদেশে বর্তমান। সেখানেও দেখতে পারেন।

আজকের ফুটবল ম্যাচ কিভাবে দেখব

কীভাবে বিনামূল্যে ফিফা বিশ্বকাপ 2022  এর প্রতিটি ম্যাচ দেখতে পারেন সে বিষয়ে উপরেই বিষদ আলোচনা করা হয়ে গেছে। এবং ফিফা বিশ্বকাপ দেখার অ্যাপ থেকে কিভাবে কি করবেন তাও বলে দিয়েছি। এর মাধ্যমে আপনি সহজেই ফিফা বিশ্বকাপের সবগুলি খেলা দেখতে পারেন।

উপসংহার

আমি জানি ট্রিকবিডিতে এই নিয়ে আগে একবার পোস্ট হয়েছে। শাকিল খান ভাইয়ের পোস্টি এই লিংকে । আবারও বলছি তার দেখানো মেথডটি ঠিক আছে। তবে আমার কাছে এই অ্যাপটি বেটার মনে হয়েছে। তাই শেয়ার করলাম। আশা করি এর থেকে সবাই উপকৃত হবেন। এছাড়া অ্যাপটি প্লেস্টোরে নেই। কাজেই অ্যাপটি ইন্সটল করলে এর মাধ্যমে কোনো ক্ষতি সাধন হলে আমি কিংবা ট্রিকবিডি কর্তৃপক্ষ কেউ দায়ী থাকবে না। ধন্যবাদ।