ফিফা বিশ্বকাপ 2022 এবার কাতারে অনুষ্ঠিত হয়েছে । ফিফা বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো আরব দেশে এই মেগা স্পোর্টস আয়োজন করা হয়েছে। এর আগে কোনো আরব দেশে ফিফা কাপের আয়োজন করা হয়নি।

ফুটবল খেলার উন্মাদনা সারা বিশ্বে, এবং বাংলাদেশেও অনেক ফুটবল প্রেমীরা দেখতে পছন্দ করে। আপনি জেনে খুব খুশি হবেন যে ঘরে বসে আপনি আপনার মোবাইল থেকে ফ্রিতে প্রতিটি ফুটবল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।

আজকের পোস্টে, আমরা আপনাকে কীভাবে ফ্রি ফুটবল ম্যাচ দেখতে হবে সে সম্পর্কে বলতে যাচ্ছি । তাই আপনিও যদি ফিফা বিশ্বকাপ 2022 এর প্রতিটি ম্যাচ ফ্রি দেখতে চান, তাহলে অবশ্যই শেষ পর্যন্ত এই আর্টিকেল পড়ুন।

# toffee: লাইভ ম্যাচ দেখুন টফিতে

Toffee ফিফা বিশ্বকাপ 22-এর প্রতিটি ম্যাচ বাংলাদেশ জুড়ে ফুটবলপ্রেমীদের ফ্রিতে দেখাচ্ছে। আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন এবং আপনার মোবাইলে ফ্রিতে ফিফা বিশ্বকাপ 22-এর প্রতিটি ফুটবল ম্যাচ দেখতে চান তাহলে Toffee অ্যাপটি আপনার জন্য সেরা। আসল কথা হল আগে এই অ্যাপটি শুধুমাত্র বাংলালিংক ব্যবহারকারীরা ব্যবহার করতেন, কিন্তু এখন যে কোন ব্যবহারকারী Toffee তে ফ্রি ফুটবল ম্যাচ দেখতে পারবেন।

Toffee অ্যাপে ফ্রি ফুটবল ম্যাচ দেখার নিয়ম নিচে দেওয়া হল

  • Toffee অ্যাপ ইনস্টল করার পরে, এটি ওপেন করুন ।
  • এর পরে মোবাইল নম্বর দিয়ে Toffee অ্যাপে রেজিষ্ট্রেশন করুন এবং একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করুন।
  • এখন আপনি অ্যাপটির হোমপেজে পৌঁছে যাবেন, এখানে উপরে আপনি লাইভ ফুটবল অপশন পাবেন, এটিতে ক্লিক করুন।
  • তারপরে যে লাইভ ম্যাচটি চলছে তা আপনার সামনে শো হবে।
  • আপনি লাইভ ম্যাচটিতে ক্লিক করে এটি একেবারে ফ্রিতে দেখতে পারেন।

তাই এই ভাবে ফ্রিতে ফিফা ফুটবল বিশ্বকাপের লাইভ ম্যাচ দেখতে পারবেন।

১ ক্লিকে লাইভ ম্যাচ দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশে 2022 ফিফা বিশ্বকাপ কোন চ্যানেলে দেখতে পাব?

PTE LTD , Viacom 18 , এবং T Sports- এ বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার দেখতে পারবেন । এছাড়াও ইন্ডিয়ান কিছু চ্যানেল, যেগুলো আমাদের দেশে এবলএভল আছে সেগুলোতে কাতার লাইভ ফিফা ওয়ার্ল্ডকাপ দেখতে পাবেন।

এছাড়াও বাংলালিংক এর ডিজিটাল প্ল্যাটফর্ম টফি-তেও লাইভ-স্ট্রিম করা হবে।

2022 ফিফা বিশ্বকাপে কোন দেশগুলো খেলছে?

2022 ফিফা বিশ্বকাপে মোট ৩২টি দেশের ফুটবল দল অংশগ্রহণ করেছে। ফিফা আয়োজকরা প্রতিবারের মতো 8টি গ্রুপ করেছে এবং প্রতিটি গ্রুপে ৪টি দলকে অন্তর্ভুক্ত করেছে। নীচে আমরা আপনাকে 2022 ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী সমস্ত দলের গ্রুপ তালিকা দিয়েছি।

দল দেশ
A কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস
b ইংল্যান্ড, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েলস
C আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
D ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া
E স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান
F বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
G ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
H পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া

উপসংহার – আজকের ফুটবল ম্যাচ কিভাবে দেখব

আজকের ব্লগ পোস্টে, আমরা কীভাবে বিনামূল্যে ফিফা বিশ্বকাপ 2022 ম্যাচগুলি দেখতে হবে সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিয়েছি এবং ফিফা বিশ্বকাপ দেখার অ্যাপ এবং টিভি চ্যানেলের নামও বলেছি। যেখান থেকে আপনি সহজেই ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখতে পারবেন।

13 thoughts on "ফ্রিতে লাইভ ফুটবল ম্যাচ কিভাবে দেখবেন | FIFA Live Match"

  1. Naim Siddique Author says:
    আপনি পোস্ট করতে অনেক দেরি করে ফেলেছেন। Toffee দিয়ে সব খেলা দেখে শেষ করে দিলাম। এতদিন পর পোস্ট নিয়ে আসলেন।
  2. Sk Shipon Author says:
    টফি তে দেখা যায় খেলা। যাই হোক, আগে পোস্ট করা উচিৎ ছিল।
  3. এসব জানতাম ভাই।তবে আমি ফোনে না সবাই মেলে মজা করে বড় টিভিতে খেলা দেখি।
  4. Shakil khan Author Post Creator says:
    আমার প্রতিটি পোস্ট গুগল-কে অপিটিমাইজেশন করে লিখি, আপনি এটা সম্পর্কে জানেন খুবই ভালো কথা কিন্তু অনেকই জানেন না, অসংখ্য মানুষ এটা গুগলে সার্চ করছে, তাদেরকে জানানোর উদ্দেশ্য পোস্ট করা।
  5. Danger Rafi Author says:
    পোস্ট পড়লেই বোঝা যায় যে পোস্ট টা গুগল অপটিমাইজেশন করা।করতে থাকুন,ট্রিকবিডি র‍্যাংক হওয়ার কথা।
  6. Leo Nazmul Contributor says:
    আগে পোস্ট করা উচিৎ ছিল।
  7. Md Shahin Contributor says:
    Vai Facebook or YouTube e FIFA live dekhai amon kono page/channel er link diben ??
  8. Shakil khan Author Post Creator says:
    হ্যাঁ গোপন ভাবে অন্য নামে ইউটিউবে দেখানো হয়, আপনি btv live লিখে সার্চ করলে একটা চ্যানেল পাবেন৷ সেখানে গিয়ে দেখুন। নয়তো আমার সাইটে ভিজিট করুন সেখানেও দিয়েছি।
  9. MD Shakib Hasan Author says:
    এটা সারা বাংলাদেশ যান। কারণ টেলিভিশনে সারাদিন এটার বিজ্ঞাপন দিচ্ছে
  10. Rashed Pramanik Contributor says:
    ফ্রি একাউন্ট কিভাবে করব..?
  11. Rashed Pramanik Contributor says:
    ভাই হচ্ছে নাতো.. ??
  12. Kawser Mia Contributor says:
    আপনি না বললে জানতামই না,। এতোদিন খেলা দেখা মিস করলাম,
  13. MD Musabbir Kabir Ovi Author says:
    লেখার স্টাইল টা বেশ ইউনিক লেগেছে

Leave a Reply