আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে মোবাইল ফোন সঙ্গী হয়ে গেছে, সব কাজেই আমরা আমাদের সাথে থাকা ফোন এর ব্যাবহার করি।
বিশেষ করে করোনা এর পাদূর্ভাব এর সময় থেকে ফোন এর ব্যাবহার বেড়েছে।
বর্তমানে প্রযুক্তির ছোঁয়ায় ফোন গুলো আধুনিক হচ্ছে এর ফলে পুরনো কিছু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর
কিছু কিছু ফোন ব্যান হয়ে গেছে বিশেষ করে গুগল নিষেধাজ্ঞা জারি করেছে ।
এরফলে তারা গুগল এর বিভিন্ন পরিষেবা ব্যাবহার করতে পারছেন না। তাদের গুগল প্লে স্টোর বন্ধ হয়ে গেছে।
ফলে যাদের ফোন ব্যান হয়ে গেছে তারা প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারছেন না ।
তাহলে কি তারা তাদের সেই ফোনটি আর ব্যাবহার করতে পারবেন না?
কিছু নিয়ম অনুসরন করলে তারা অবশ্যই ব্যাবহার করতে পারবেন।
বর্তমানে গুগল প্লে স্টোর এর পাশাপাশি বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ গুগল প্লে স্টোর এর মত অ্যাপ ডাউনলোড এর সুবিধা প্রদান করছে ।
আজকে আমি আপনাদের 2 টি অ্যাপ শেয়ার করব যেগুলো এর মাধ্যমে আপনারা গুগল এর সব অ্যাপ ডাউনলোড করতে পারবেন এবং প্রায় সব ধরনের কাজ করতে পারবেন।
প্রথমেই 9APP সম্পর্কে বলবো।
9 অ্যাপ হলো একটি বেসরকারি অ্যাপ যা গুগল এর সব সার্ভিস প্রদান করে।
আমার একটি হুয়াওয়ে ফোন গুগল ব্যান করে দেই আমি সেই ফোন এ 9APP ইউজ করি।
এই দেখুন সব ধরনের অ্যাপ এই 9অ্যাপ এর মাধ্যমে পেয়ে যাবেন।
আপনাদের সুবিধা এ জন্য লিঙ্ক শেয়ার করে দিলাম।
9অ্যাপ ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন
অ্যাপ ডাউনলোড এর জনপ্রিয় আরেকটি অ্যাপ হলো APKPURE
আমরা অনেকেই apkpure ওয়েবসাইট এর সাথে পরিচিত এই ওয়েবসাইট এ সব অ্যাপ পাওয়া যায়।
এইবার আপনাদের জন্য APKPURE এর অ্যাপ দিয়ে দিলাম, এইখান থেকে সহজেই আপনি সব অ্যাপ পেয়ে যাবেন।
আপনাদের জন্য সরাসরি লিঙ্ক শেয়ার করে দিলাম সহজেই ডাউনলোড করতে পারবেন।
APKPURE অ্যাপ ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন
তো, বন্ধুরা এইসব ট্রিক যদি ফলো করেন সহজেই আপনারা সব অ্যাপ ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর ছাড়াই।
এবং আসা করি প্রায় সব অ্যাপ ব্যাবহার করতে পারবেন। কিছু কিছু অ্যাপ এ হয়তো সমস্যা হতে পারে তবে আশা করি চলবে বেশিরভাগ অ্যাপ।
এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ TRICKBD এর সাথেই থাকুন।
যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে