আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে মোবাইল ফোন সঙ্গী হয়ে গেছে, সব কাজেই আমরা আমাদের সাথে থাকা ফোন এর ব্যাবহার করি।

বিশেষ করে করোনা এর পাদূর্ভাব এর সময় থেকে ফোন এর ব্যাবহার বেড়েছে।

বর্তমানে প্রযুক্তির ছোঁয়ায় ফোন গুলো আধুনিক হচ্ছে এর ফলে পুরনো কিছু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর

কিছু কিছু ফোন ব্যান হয়ে গেছে বিশেষ করে গুগল নিষেধাজ্ঞা জারি করেছে ।

এরফলে তারা গুগল এর বিভিন্ন পরিষেবা ব্যাবহার করতে পারছেন না। তাদের গুগল প্লে স্টোর বন্ধ হয়ে গেছে।

ফলে যাদের ফোন ব্যান হয়ে গেছে তারা প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারছেন না ।

তাহলে কি তারা তাদের সেই ফোনটি আর ব্যাবহার করতে পারবেন না?

কিছু নিয়ম অনুসরন করলে তারা অবশ্যই ব্যাবহার করতে পারবেন।

বর্তমানে গুগল প্লে স্টোর এর পাশাপাশি বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ গুগল প্লে স্টোর এর মত অ্যাপ ডাউনলোড এর সুবিধা প্রদান করছে ।

আজকে আমি আপনাদের 2 টি অ্যাপ শেয়ার করব যেগুলো এর মাধ্যমে আপনারা গুগল এর সব অ্যাপ ডাউনলোড করতে পারবেন এবং প্রায় সব ধরনের কাজ করতে পারবেন।

প্রথমেই 9APP সম্পর্কে বলবো।

9 অ্যাপ হলো একটি বেসরকারি অ্যাপ যা গুগল এর সব সার্ভিস প্রদান করে।

আমার একটি হুয়াওয়ে ফোন গুগল ব্যান করে দেই আমি সেই ফোন এ 9APP ইউজ করি।

এই দেখুন সব ধরনের অ্যাপ এই 9অ্যাপ এর মাধ্যমে পেয়ে যাবেন।

আপনাদের সুবিধা এ জন্য লিঙ্ক শেয়ার করে দিলাম।

9অ্যাপ ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন

অ্যাপ ডাউনলোড এর জনপ্রিয় আরেকটি অ্যাপ হলো APKPURE

আমরা অনেকেই apkpure ওয়েবসাইট এর সাথে পরিচিত এই ওয়েবসাইট এ সব অ্যাপ পাওয়া যায়।

এইবার আপনাদের জন্য APKPURE এর অ্যাপ দিয়ে দিলাম, এইখান থেকে সহজেই আপনি সব অ্যাপ পেয়ে যাবেন।

আপনাদের জন্য সরাসরি লিঙ্ক শেয়ার করে দিলাম সহজেই ডাউনলোড করতে পারবেন।

APKPURE অ্যাপ ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন

তো, বন্ধুরা এইসব ট্রিক যদি ফলো করেন সহজেই আপনারা সব অ্যাপ ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর ছাড়াই।

এবং আসা করি প্রায় সব অ্যাপ ব্যাবহার করতে পারবেন। কিছু কিছু অ্যাপ এ হয়তো সমস্যা হতে পারে তবে আশা করি চলবে বেশিরভাগ অ্যাপ।

এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ TRICKBD এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

41 thoughts on "গুগল প্লে স্টোর আপনার ফোনে সাপোর্ট না করলে যেভাবে অ্যাপ ডাউনলোড করবেন জেনে নিন!!"

  1. Uzzal Mahamud Pro Author says:
    গুগল প্লে স্টোর সাপোর্ট করে না এমন ফোন কি আছে.??
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      কিছু কিছু ফোনে গুগল থেকে প্লে স্টোর এবং গুগল এর সার্ভিস বন্ধ করে দিচ্ছে যেগুলো পুরনো অপারেটিং সিস্টেম সেগুলো তে গুগল এর সার্ভিস ব্যাবহার করা যাচ্ছে না তাই তাদের জন্য বিকল্প পন্থা অতি
    2. Huawei এর লেটেস্ট কোনো ফোনে Google এর কোনো এপ্স নেই!!!
    3. MD Masum Billah Contributor says:
      আমি redmi note 12 5G নিলাম, চায়নিজ ভার্ষন…
      প্লে স্টোর তো দূরের কথা. এখানে google এর কোন অস্তিত্ব নেই…..
    4. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি
    5. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Masum billah: আপনি এই অ্যাপ গুলো try করেন
  2. MD Shakib Hasan Author says:
    সব ফোনেই Play Store Support করে
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      কিছু old মডেল ফোনে গুগল থেকে বন্ধ করে দিচ্ছি পোস্ট টি তাদের জন্য
    2. Huawei এর লেটেস্ট কোনো ফোনে Google এর কোনো এপ্স নেই!!!
    3. Md Zakir Hossen Author says:
      সবচাইতে বাজে পোস্ট ৷ google play service সম্পর্কে study করে then পোস্ট করতে হবে ok.
    4. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      সব ফোনে করে না
  3. “9অ্যাপ হলো একটি বেসরকারি অ্যাপ যা গুগল এর সব সার্ভিস প্রদান করে”

    এই লাইন টা পুরো ভুল, “বেসরকারি এপ্স” মানে কি ভাই!!!!!!!
    ।থার্ড পার্টি এপ্লিকেশন বলতে পারতেন।
    আর গুগলের সার্ভিস আর কেউ দেয় না।

    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      আচ্ছা দুঃখিত
  4. কিছু কিছু এপ্লিকেশন আছে যেগুলো Run করতে Google Play service এর প্রয়োজন হয়, ওই এপ্লিকেশন গুলো এভাবেও ইন্সটল করা যাবেনা।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি
  5. Levi Author says:
    বেসরকারি আর সরকারি অ্যাপস! ??
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      পোস্ট এ ভুল থাকতেই পারে মজা হিসেবে না নিয়ে ধরিয়ে দিলেই পারতেন?
    2. Levi Author says:
      ভুল ছিল জন্যই ধরিয়ে দিয়েছি।
  6. Sk Shipon Author says:
    গুগল প্লেস্টোর সাপোর্ট করে না এমন ফোন নাই।
    1. এটা ভুল বললেন।এরকম ফোনো ও আছে।যেমন ছোট এন্ড্রোয়েজ ফোন।
    2. না জেনে উল্টাপাল্টা কথা বলা ঠিক না।
      এখন চায়নার কোনো ফোনে গুগল থাকেনা, তারা তাদের মোবাইল থেকে গুগল কে সরিয়ে দিয়েছে।
    3. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      বর্তমানে হুয়াওয়ে ফোন এর ফোন গুলোতে গুগল এর সব সার্ভিস বন্ধ হয়ে গেছে
  7. অনেকের উপকারে আসবে।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি ভাই মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ
    2. ওয়েলকাম।
  8. Md Zakir Hossen Author says:
    সবচাইতে বাজে পোস্ট ৷ google play service সম্পর্কে study করে then পোস্ট করতে হবে ok.
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Study করেই লিখেছি,, আপনি আগে জেনে বুঝে কমেন্ট করুন। অধিকাংশ চাইনিজ ফোনেই বর্তমানে গুগল এর সার্ভিস বন্ধ এই জন্য পোস্ট
  9. Md Ibrahim Hossen Contributor says:
    ধন্যবাদ ভাই খুব উপকৃত হলাম।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      আপনার মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ওকে
  10. Charm. Contributor says:
    Aurora Store diye kora jay eta. Directly sourced from GPlay. 🙂
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জি তবে এই 2 টা জনপ্রিয়
    2. Ashraful Author says:
      Thik bolechen
  11. Ashraful Author says:
    9app amar mote na use korai valo. APKPure use kora jai.
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি
  12. Nirbashito Pothochary Contributor says:
    Google Installer Apk নামালে Google এর সব Apps পাওয়া যাবে..।। এই ধরনের বাজে পোস্ট Delete দেন..।।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      যেটা বুঝেন না সেটা নিয়ে কথা বলবেন না, আপনার আগে আমি রিসার্চ করেই লিখা শুরু করেছি

      গুগল এর কোনো সার্ভিস হুয়াওয়ে ফোন এ সাপোর্ট করে না এই জন্য শুধু যেগুলো চলে সেগুলো নিয়ে পোস্ট করেছি,,

      তাই না জেনে মন্তব্য করা থেকে বিরত থাকুন

  13. khalek1300 Contributor says:
    আমি হুয়াই মোবাইল বেবহার করি প্লেস্টোর নাই ?
    ভালো পোস্ট
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি ভাই মন্তব্য করার জন্য ধন্যবাদ

Leave a Reply