আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজকের টপিক কি সেটা হয়তো আপনি টাইটেল দেখে বুঝতে পারছেন।
bdix কি?
Bdix হলো : Bangladesh Internet service exchange. bdix মূলত একটি ভার্চুয়াল নেটওয়ার্ক ও বলতে পারেন। আমি জানি আপনার আমার থেকে বেশি জানেন bdix কি কিভাবে কাজ করে তাই ওই সব বিষয় নিয়ে আলোচনা করছি না সরাসরি কাজে চলে যাবো।
কিভাবে বুঝবো যে হাজার হাজার bdix সার্ভারে মধ্য কোনটা আমার ISP তে চলবে । একটা একটা করে তো টেস্ট করা যায় গেলেও অনেক সময় লাগবে ।আমরা বাঙালি অলস জাতি ( মজার ছলে বলা ) তাই আপনাদের সুবিধার জন্য আমি নিয়ে আসলাম মাত্র কয়েক মিনিটে সব গুলো bdix টেস্ট করবেন, মানে আপনার ISP তে কত গুলো চলবে সেটা দেখতে পারবেন।
কিভাবে আমার ISP তে working server গুলো খুজে বের করবো?
Bdix টেস্ট করার জন্য অনেক গুলো অ্যাপস আছে সেখানে অল্প কিছু সার্ভার add করা আছে। তাই সেই গুলো দিয়ে টেস্ট করলে সবোর্চ্চ ২০/৩০ পাবো। কিন্তু আমরা যখন termux দিয়ে টেস্ট করবো তখন আমরা ১০০+ পাবো সব গুলো working server তো চলুন শুরু করা যাক।
যা যা লাগবে ?
- Wifi Connection
- Termux
প্রথমে আমরা termux এ যাবো।
এখন আমরা termux কে আপডেট এবং আপগ্রেড করে নিবো।
pkg update -y
pkg upgrade -y
যেহেতু আমরা github থেকে টুলসটি ডাউনলোড দিবো তাই গিট প্যাকেজটি ডাউনলোড করে নিবো।
pkg install git
যেহেতু আমাদের টুলসটি python দিয়ে তৈরি করা তাই পাইথন প্যাকেজটি লাগবে তাই পাইথন প্যাকেজ ডাউনলোড করবো।
pkg install python
এখন গিটহাব থেকে টুলসটি ডাউনলোড দিবো।
git clone https://github.com/Shantanu2645/BDIX_Tester_py
এখন ls দিয়ে টুলসটি ভিতরে প্রবেশ করবো তাই
cd BDIX_Tester_py
এখন আমরা এই module টা ইনস্টল করে নিবো ।
pip3 install -r requirements.txt
আবার ls দিবো এবং আমাদের পাইথন দিয়ে টুলসটি রান করবো।
python3 bdix.py
এখন আমাদের রান হবে যাবে।
এই রকম আসলে আমরা ১ দিবো কারণ আছে সেটা পড়লেই বুঝতে পারেন।
দেখতে পাচ্ছেন টোটাল ৩৮৯ টা সার্ভার আছে এখান থেকে আমার working server গুলো শো করছে ।
দেখছেন working server।
একটু সময় লাগে অনেক গুলো সার্ভার তো সেখান থেকে টেস্ট করে তারপর শো করে কিন্তু ১০০% working।
যাদের রান করার সময় error আসবে তারা নিচের কমান্ড গুলো রান করবেন তারপর টুলসটি রান করবেন।
Pip install wget
Pip install requests
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি দেখতে পারেন।
Youtube
Telegram