আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজকের টপিক কি সেটা হয়তো আপনি টাইটেল দেখে বুঝতে পারছেন।

bdix কি?

Bdix হলো : Bangladesh Internet service exchange.  bdix মূলত একটি ভার্চুয়াল নেটওয়ার্ক ও বলতে পারেন। আমি জানি আপনার আমার থেকে বেশি জানেন bdix কি কিভাবে কাজ করে তাই ওই সব বিষয় নিয়ে আলোচনা করছি না সরাসরি কাজে চলে যাবো।

কিভাবে বুঝবো যে হাজার হাজার bdix সার্ভারে মধ্য কোনটা আমার ISP তে চলবে । একটা একটা করে তো টেস্ট করা যায় গেলেও অনেক সময় লাগবে ।আমরা বাঙালি অলস জাতি ( মজার ছলে বলা ) তাই আপনাদের সুবিধার জন্য আমি নিয়ে আসলাম মাত্র কয়েক মিনিটে সব গুলো bdix টেস্ট করবেন,  মানে আপনার ISP তে কত গুলো চলবে সেটা দেখতে পারবেন।

 

 কিভাবে আমার ISP তে working server গুলো খুজে বের করবো?

Bdix টেস্ট করার জন্য অনেক গুলো অ্যাপস আছে সেখানে অল্প কিছু সার্ভার add করা আছে। তাই সেই গুলো দিয়ে টেস্ট করলে সবোর্চ্চ ২০/৩০ পাবো। কিন্তু আমরা যখন termux দিয়ে টেস্ট করবো তখন আমরা ১০০+ পাবো সব গুলো working server তো চলুন শুরু করা যাক।

যা যা লাগবে ?

  1. Wifi Connection
  2. Termux

প্রথমে আমরা termux এ যাবো।

এখন আমরা termux কে আপডেট এবং আপগ্রেড করে নিবো।

pkg update -y

pkg upgrade -y

যেহেতু আমরা github থেকে টুলসটি ডাউনলোড দিবো তাই গিট প্যাকেজটি ডাউনলোড করে নিবো।

pkg install git

যেহেতু আমাদের টুলসটি python দিয়ে তৈরি করা তাই পাইথন প্যাকেজটি লাগবে তাই পাইথন প্যাকেজ ডাউনলোড করবো।

pkg install python

এখন গিটহাব থেকে টুলসটি ডাউনলোড দিবো।

git clone https://github.com/Shantanu2645/BDIX_Tester_py

এখন ls দিয়ে টুলসটি ভিতরে প্রবেশ করবো তাই

cd BDIX_Tester_py

এখন আমরা এই module টা ইনস্টল করে নিবো ।

pip3 install -r requirements.txt

আবার ls দিবো এবং আমাদের পাইথন দিয়ে টুলসটি রান করবো।

python3 bdix.py


এখন আমাদের রান হবে যাবে।

এই রকম আসলে আমরা ১ দিবো কারণ আছে সেটা পড়লেই বুঝতে পারেন।

দেখতে পাচ্ছেন টোটাল ৩৮৯ টা সার্ভার আছে এখান থেকে আমার working server গুলো শো করছে ।

দেখছেন working server।

একটু সময় লাগে অনেক গুলো সার্ভার তো সেখান থেকে টেস্ট করে তারপর শো করে কিন্তু ১০০% working।

 

 

যাদের রান করার সময় error আসবে তারা নিচের কমান্ড গুলো রান করবেন তারপর টুলসটি রান করবেন।

Pip install wget

Pip install requests

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি দেখতে পারেন।

 

 

 

Facebook 

Youtube

Telegram

 

 

32 thoughts on "[Termux] দিয়ে কিভাবে bdix server test করবেন ১০০% Working server."

  1. Ifty1122 Contributor says:
    bdix speed bypass er trick chai bhai
    1. abir Author Post Creator says:
      Already post kora ase shakib vai er
    2. Ifty1122 Contributor says:
      link please khuje pacchi na… panda r bd server off
    1. abir Author Post Creator says:
      Good
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      থ্যাংকস
  2. Ridoy6979 Contributor says:
    Video koire vi
    1. abir Author Post Creator says:
      Red color lekha gholo poren…. Video rate paben.
  3. Ridoy6979 Contributor says:
    Amar kaj hocce na kno
    1. abir Author Post Creator says:
      Fb or telegram a knock den
  4. Md Ibrahim Hossen Contributor says:
    ধন্যবাদ টুলটি ফ্রিতে দেওয়ার জন্য ।
    1. abir Author Post Creator says:
      Wlc
  5. Mamatazur Rahman Saikat Contributor says:
    ভাই পারতেছি না শেষের দিকে। আপনার সাথে কন্টাক্ট করার উপায় আছে?
    1. abir Author Post Creator says:
      Fb, telegram link ase dekhen
  6. অসাধারণ লাগলো পোষ্ট টি।
    1. abir Author Post Creator says:
      Tnq
    2. ওয়েলকাম।
  7. mahi189 Contributor says:
    এতো কাহিনি করে লাভ আছে?BDIX Tester অ্যাপ দিয়েই তো হয়,আপনি তো সেই অ্যাপ এর লোগোও কপি করছেন?
    1. abir Author Post Creator says:
      হায় রে ভাই না বুঝে কেন কথা বলেন লেখা গুলো কি পড়ছেন।
  8. Charm. Contributor says:
    Needed post.
    1. abir Author Post Creator says:
      Tnq
  9. Levi Author says:
    উপকারী পোস্ট।Bdix Tester দিয়ে মাত্র কয়েকটা পেয়েছিলাম।কিন্তু termux দেখি ভালই কাজের।
    1. abir Author Post Creator says:
      Ji ei bisoy sobai buje na.. Olta palta bole.
    2. Levi Author says:
      হ্যাঁ ভাই।
  10. RANehal Contributor says:
    But eto ftp er mostly useless popular gulai bdix app e deya jeta kaje lage, but thanks for sharing this
    1. abir Author Post Creator says:
      Tnq

Leave a Reply