Howdy,
পূর্বের পোস্টে দেখিয়েছি কিভাবে কালি ইনস্টল করতে হয় এবং পাসওয়ার্ড সেট করতে হয়। এখন আমরা দেখবো কালিকে কিভাবে লাইভ স্কিন দেখা যায় মানে desktop মোডে কিভাবে দেখ যায়।
যারা আগের পোস্টি দেখেন নাই তারা দেখে নিবেন।
কালি লিনাক্স ইনস্টল করুন এখন আপনার ফোনে without রুট কোন ধরনের ঝামেলা ছাড়া।
যদি পাস সেই না করে থাকেন তাহলে আমরা প্রথমে nethunter kex passwd রান করে ৬ ডিজিটের পাস সেট করে নিবো।
পাসওয়ার্ড সেট করার পর আমরা kex রান করবো।
এখানে কিছু প্রয়োজনীয় জিনিস আচ্ছে।
এখান থেকে আমরা RFB PORT টা কপি করবো।
এখন আমার দেওয়া লিংক থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নিবেন।
Download
- প্রথমে আমরা যে port কপি করছি সেটা পেস্ট করবো।
- দ্বিতীয় আমরা যে পাসওয়ার্ড সেট করেছিলাম কালিতে সেটা দিবো।
- তৃতীয় আমরা এখন connect ক্লিক করবো।
দেখতে পাচ্ছেন আমার লাইভ চলে আচ্ছে।
কালির ডিফল্ট সব টুলস দেখতে পারছেন।
এখন আমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো।
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।