Howdy,

আজকে আপনাদের সামনে হাজির হলাম কিভাবে android ফোনে কালি লিনাক্স ইনস্টল করবেন।

কালি লিনাক্স কি?

আমার নিজের ভাষায় বলছি , কালি লিনাক্স হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এটা মূলত যারা হ্যাকার তারা ব্যবহার করে থাকে। আমার মতে 99% হ্যাকার কালি লিনাক্স ব্যবহার করে থাকেন। শুধু যে হ্যাকরা ব্যবহার করেন এমন না যারা নিজের তথ্য বা ডাটা খুব সিকিউরিটি দিয়ে রাখতে চান তারা ও কালি ব্যবহার করেন।  অন্য অন্য অপারেটিং সিস্টেম থেকে কালি লিনাক্স একটু তুলনামূলক বেশি সিকিউর।

কালি লিনাক্স কি android ফোনে ইনস্টল করা যায়?

হ্যাঁ, বর্তমান সময়ে পিসির সাথে android ফোনে third party অ্যাপসের সাহায্যে ব্যবহার করা যায়। আমরা ৫০% মানুষ জানি না কালি ফোনে ইনস্টল করা যায়। যারা জানে তাদের ভিতরে 70% মানুষ সেটা ইনস্টল করতে পারে না।

তো তাদের জন্য এই পোস্ট করা কিভাবে খুব সহজে আমরা ফোনে কালি লিনাক্স ইনস্টল করতে পারি সেটা দেখবো,  তো চলুন শুরু করা যাক।

প্রথমে আমরা termux চলে এবং আপডেট করে নিবো।

pkg update -y

এরপর আপগ্রেড করে নিবো।

pkg upgrade -y

এখন একটি প্যাকেজ লাগবে সেটা ইনস্টল করে দিবো।

pkg install wget

এখন wget থেকে কালির ফোল্ডারটে ডাউনলোড দিবো ।

wget -O install-nethunter-termux https://offs.ec/2MceZWr

আমরা যে ফাইলটি ডাউনলোড দিলাম তাকে পারমিশন দিবো।

chmod +x install-nethunter-termux

এখন আমরা টুলসটি রান করবো এবং কালি লিনাক্সের ফাইলটি ডাউনলোড করবো।

./install-nethunter-termux

এই রকম আসলে আমরা ১ দিয়ে ইন্টার দিবো। আমার requirements থাকবে full ভার্সন টা ইনস্টল করার জন্য।

দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে,  কিন্তু আমরা termux দিয়ে ডাউনলোড করতে অনেক সময় লাগবে তাই অন্য কোন ব্রাউজার দিয়ে ডাউনলোড দিবো।

এখন আমরা হচ্ছে সেটা বন্ধ করে দিবো তার জন্য CTRL+C দিয়ে অফ হয়ে যাবে।

ডাউনলোড অফ হলে এই রকম একটা লিংক পাবেন সেটা কপি করবেন যেমন,  https//………বাকি যা সব।

যেকোন ব্রাউজারে গিয়ে পেস্ট করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

ডাউনলোড হলে আমরা ফোন মেমোরিতে কোন ফোল্ডারে রাখবো না সরাসরি নিচে রেখে দিবো।

এখন termux এ যাবো এবং ls দিবো।

আমরা একটু আগে যে কালি ডাউনলোড দিতে গিয়েছিলাম এবং সেটাকে বন্ধ করে দিলাম সেই ফাইলটি দেখতে পাচ্ছেন।

এখন আমরা সেই ফাইলটি রিমুভ করে দিবো ।

rm -rf (ফাইল নাম)

আমরা একটু আগে যে কালির ফাইলটি ফোন মেমোরিতে রেখেছি সেটা কপি করে termux এ নিয়ে আসবো।

cp /sdcard/(file name)  /$HOME

দেখতে পাচ্ছেন আমদের ফাইলটি termux এ চলে আচ্ছে।

এখন আমরা আবার টুলসটি রান করবো।

./install-nethunter-termux

এই রকম আসবে আমরা n দিয়ে ইন্টার দিবো।

এখন ফাইলটি extract হবে , কিছু সময় লাগবে ।

এই রকম আসলে আমরা y দিয়ে ইন্টার দিবো।

দেখতে পাচ্ছেন আমার কালি ফুল ইনস্টল হয়ে গেছে।

আমরা nethunter রান করে কালিতে প্রবেশ করতে পারি আবার nh রান করলেও কালিতে প্রবেশ করতে পারি।

দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কালির পাস সেটআপ করতে পারতাছি কোন ধরনের সমস্যা নাই।

তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Facebook

Facebook(page)

YouTube

 

16 thoughts on "কালি লিনাক্স ইনস্টল করুন এখন আপনার ফোনে without রুট কোন ধরনের ঝামেলা ছাড়া।"

  1. ধন্যবাদ, কালি ইন্সটল করতে পারছি??
    1. abir Author Post Creator says:
      wlc
  2. Md Asif Contributor says:
    Root chara wifi adapter er madhome kali linux diye wifi hack possible?
    Hole eita niya ekta post koren
    1. siamsardar787 Contributor says:
      hea post chai ?
    2. abir Author Post Creator says:
      Adapter nai Thakle test korte partam
  3. 404 Contributor says:
    Abir Vai Password Koi Disen
    1. abir Author Post Creator says:
      Last ss ta dekhen
  4. Sami jr Contributor says:
    install kore lav ki vai
    1. abir Author Post Creator says:
      Lav ase bolei dilam ..apni ekto research kore tahole bujte parben
  5. ashik.a121 Contributor says:
    ভিডিও টিউটোরিয়াল দিলে ভালো হইত
  6. Rashidul.jr Contributor says:
    Phone 11gb faka rakhar pir install hoy ni…..no space in storage er jonno…..ata install korte koto gb faka rakha lagbe?
    1. abir Author Post Creator says:
      10 gb r apnar phone storage full hobe amni kaj off hoye jay tai 13 gb khali rekhe install koren hoye jabe
    1. abir Author Post Creator says:
      ji vai
  7. KingRishad Contributor says:
    এখানে কি Termux-X11 দিয়ে kali linux এর gui রান করা যাবে?
    1. abir Author Post Creator says:
      porer post ta dekhen

Leave a Reply