Be a Trainer! Share your knowledge.
Home » Banglalink free net » বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোডসমূহ

বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোডসমূহ

আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে আবারো আমাদের এই সাইটে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের সাথে বাংলালিংক সিমের সকল কোড নিয়ে আলোচনা করবো।

বাংলালিংক সিম বাংলাদেশের মাঝে একটি জনপ্রিয় সিম। এই সিম ব্যবহার করে আমারা খুব কম খরচেই বিভিন্ন সুবিধা পাই। তবে অনেক সময় অনেক কোড না জানার কারণে অনেক সুবিধা থেকে বঞ্চিত হই।

এছাড়া অনেক সময় কোড জানা না থাকার কারণে উল্টাপাল্টা কোড ডায়াল হওয়ায় মিনিট কিনতে যেয়ে এমবি অথবা এমবি কিনতে যেয়ে মিনিট যথা এক সার্ভিস কিনতে যেয়ে অন্য সার্ভিস কিনে ফেলি। অনেক সময় উল্টাপাল্টা কোড ডায়াল হওয়ার জন্য সিম থেকে অযথা টাকা ও কেটে যায়।

এর জন্য আমাদের অনেক প্রকারের হয়রানির শিকার হতে হয়। তাই নিচে বিভিন্ন কোডের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হলো।

আমার অফার কিভাবে দেখবো

বাংলালিংক সিমে আমার অফার দেখতে হলে আপনাকে *121*2# ডায়াল করতে হবে। এর মাধ্যমে আপনার সিমে আপনার জন্য যে অফারগুলো আছে তা দেখতে পারবেন।

যেকোনো ব্যালেন্স কিভাবে দেখবো

ব্যালেন্স দেখতে হলে আপনাকে *121*1# ডায়াল করতে হবে। এর মাধ্যমে আপনি ই্ন্টারনেট, মিনিট, এসএমএস যথা যেকোনো ধরনের মেসেজ দেখতে পারবেন।

ব্যালেন্স ট্রান্সফার কিভাবে করবো

ব্যালেন্স ট্রান্সফার এর জন্য ডায়াল করতে হবে *1000# । এর মাধ্যমে আপনি আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স অন্য বাংলালিংক সিমে ট্রান্সফার করতে পারবেন।

বাংলাফ্লিক্স এ সাবস্ক্রাইব কিভাবে করবো

বাংলাফ্লিক্সে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে *9494*126# ডায়াল করতে হবে।

বাংলালিংকে এডভান্স লোন কিভাবে নিবো

বাংলালিংকে এডভান্স লোন নিতে হলে আাপনাকে *121*5# ডায়াল করতে হবে। এখান থেকে আপনি টাকা ও ইন্টারনেট ব্যালেন্স লোন নিতে পারবেন।

ডাক্তার ভাই সেবাটি কিভাবে নিবো

ডাক্তারভাই সেবা নেওয়ার জন্য আপনাকে *16643# ডায়াল করতে হবে।

FnF ও কমপ্লেইন্ট করবো কিভাবে এবং অফিস লোকেশন দেখবো কিভাবে

এই সেবাটি পেতে হলে আপনাকে *121*8# ডায়াল করতে হবে।

গেম অন সার্ভিসটি কিভাবে চালু করবো

এই সেবাটি চালু করার জন্য *2202*6# ডায়াল করতে হবে। তাহলেই সেবাটি চালু হয়ে যাবে।

ইন্টারনেট অটো রিনিওয়াল সেটিংস এ যাবো কিভাবে

ইন্টারনেট অটো রিনিওয়াল সেটিংসে যাওয়ার জন্য আপনাকে *121*3*10*2*2# ডায়াল করতে হবে।

ইন্টারনেট লোন কিভাবে নিবো

ইন্টারনেট লোন পেতে হলে আপনাকে *121*5*2# ডায়াল করতে হবে। তাহলেই আপনি ইন্টারনেট লোন পেয়ে যাবেন।

ইন্টারনেট অফার কিভাবে দেখবো

ইন্টারনেট অফার দেখার জন্য *121*3# ডায়াল করতে হবে। তাহলে আপনার সিমের জন্য যে ইন্টারনেট অফার গুলো আছে তা দেখতে পাবেন।

মিনিট অফার কিভাবে দেখবো

মিনিট অফার দেখার জন্য *121*4# ডায়াল করতে হবে। তাহলে আপনার সিমের জন্য যে মিনিট অফার গুলো আছে তা দেখতে পাবেন।

মিক্সড বান্ডিল অফার কিভাবে দেখবো

মিক্সড বান্ডিল অফারের জন্য *121*4*8# ডায়াল করতে হবে।

প্রিয়জন অফার কিভাবে দেখবো

প্রিয়জন অফার দেখার জন্য *121*6# ডায়াল করতে হবে।

রোমিং সার্ভিস সেবাটির জন্য কোন কোড ডায়াল করতে হবে

রোমিং সার্ভিস পেতে হলে আপনাকে *909# ডায়াল করতে হবে। তাহলেই এই সেবাটি পাবেন।

এসএমএস অফার কিভাবে দেখবো

এসএমএস অফার দেখতে হলে আপনাকে *121*4*9# ডায়াল করতে হবে।

সেল্ফ সার্ভিস টির জন্য কোন কোড ডায়াল করবো

সেল্ফ সার্ভিসটি ব্যবহার করতে *121# ডায়াল করতে হবে।

টফি এর জন্য কোন কোড ডায়াল করবো

টফি এর জন্য *26699# ডায়াল করতে হবে।

ভাইব এর জন্য কোন কোড ডায়াল করবো

ভাইব এর জন্য *28451*1# ডায়াল করতে হবে। তাহলেই সেবাটি পাবেন।

কিভাবে বাংলালিংক সিমের নাম্বার বের করবো

নাম্বার বের করতে চাইলে আপনাকে *511# অথবা *666# ডায়াল করতে হবে।

কিভাবে সরাসরি সিমের টাকা দেখবো

সরাসরি একাউন্টে টাকার পরিমাণ দেখতে চাইলে *124# ডায়াল করতে হবে।

আশা করি আজকের পোস্ট টি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

3 years ago (Nov 29, 2021)

About Author (61)

Md Saif Hasan
contributor

আমি জানাতে চাই, যা আমি জানি। আমি শিখতে চাই, যা আমি জানি না।

Trickbd Official Telegram

Leave a Reply

Switch To Desktop Version