Be a Trainer! Share your knowledge.
Home » Banglalink free net » বাংলালিংক নতুন অথবা বন্ধ সংযোগে ১৯ টাকা রিচার্জ করে ৯ টাকা তে নিয়ে নিন (১+১)=২ জিবি (অসংখ্যবার )

বাংলালিংক নতুন অথবা বন্ধ সংযোগে ১৯ টাকা রিচার্জ করে ৯ টাকা তে নিয়ে নিন (১+১)=২ জিবি (অসংখ্যবার )

আজই চালু করুন আপনার বন্ধ সিম ।

অনেকেই হয়তো জানেন; আবার অনেকেই হয়তো জানেন না। সেটা হল বাংলালিংক নতুন অথবা বন্ধ সংযোগে ১৯ টাকা রিচার্জ করে ৯ টাকা +এসডি+ভ্যাট এ মানে ১০.৬৬ টাকাতে আপনি প্রতিবারই সাথে সাথেই ২ জিবি নিতে পারবেন। এর মধ্যে ১ জিবি শুধুমাত্র ফেসবুকে ব্যবহারের জন্য ২৪ ঘন্টা, আর বাকি ১ জিবি যেকোনভাবে ব্যবহারের জন্য তবে রাত ২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। অফারটি নিতে ডায়াল করুন *১৩২*৩১# আর ব্যলান্স চেক করার জন্য ডায়াল করুন *১২৪*৫০১# অফারটির সবচেয়ে বড় সুবিধা হল এটি ট্যারিফ চলাকালীন অসংখ্যবার নেওয়া যাবে।আমি অলরেডি ২৪ জিবি +২৪ জিবি নিয়েছি, কোন সমস্যা হয়নি।তবে আমি বরাবরই ১৯ টাকা রিচার্জ করে তারপর মেগাবাইট কিনেছি। অন্য কোন অ্যামাউন্ট রিচার্জ করলে হবে কিনা বলতে পারছি না। তবে প্রথমে আপনাকে অবশ্যই ১৯ টাকা রিচার্জ করতেই হবে। সকল মেগাবাইটের মেয়াদ ১ মাস। এর সাথে স্পেশাল কল রেট ও ১ সেকেন্ড পালসও রয়েছে ১০ দিনের জন্য। নতুন গ্রাহকরাও ১৯ টাকা রিচার্জ করে অফারটি নিতে পারবেন। যে সমস্ত কাস্টমারগন ৩০ জুলাই,২০১৫ এর আগে থেকে তাদের কােনকশন বন্ধ রেখেছেন তারা এই অফারটি উপভোগ করতে পারবেন। অফারটি আপনার জন্য প্রযোজ্য কিনা তা জানতে মেসেজ অপশনে বাংলালিংক নাম্বারটি লিখে পাঠিয়ে দিন ৪৩৪৩ নাম্বারে।

 

ভাল লাগলে আমার সাইট একবার ঘুরে আসুন – Tips IT

উপকৃত হলে ধন্যবাদ দিতে ভুলবেন না।

 

 

9 years ago (Oct 14, 2015)

About Author (28)

Tethys
subscriber

I am Student & simple boy with rich ambition .

Trickbd Official Telegram

7 responses to “বাংলালিংক নতুন অথবা বন্ধ সংযোগে ১৯ টাকা রিচার্জ করে ৯ টাকা তে নিয়ে নিন (১+১)=২ জিবি (অসংখ্যবার )”

  1. mizan7708 Author says:

    এক সিমে কত বার নেয়া যাবে?

  2. মেয়াদ শেষ হওয়ার পর কি ডাটা নষ্ট হবে? নাকি আবার কোন প্যাকেজ কিনলে ওই ডাটা ব্যাবহার করা যাবে?

    • icybelal Contributor says:

      মেয়াদ শেষ হলে আপনার ডাটা নষ্ট হয়ে যাবে। বাংলালিঙ্কে মেয়াদ বাড়ানোর কোন উপায় নেই।

  3. AFuad Contributor says:

    vi 19 tk recharge na korle hobe na?

Leave a Reply

Switch To Desktop Version