Site icon Trickbd.com

কিভাবে ব্লগার সাইটে থিম আপলোড, রিকোভার ও কাস্টমাইজ করতে হয়।

Unnamed


আজকের টিউনে আমরা দেখব কিভাবে ব্লগার সাইটে থিম আপলোড করতে হয়। রিকভারি করা যায় ও কাস্টমাইজ করার সিস্টেম।


আমি ট্রিকবিডি তে অনেক খুজেও এই টিউন পাইনি তাই শেয়ার করলাম। যারা ব্লগিং করতে ভালোবাসেন তাদের জন্য খুবই দরকারি হবে। অনেকেই জানেন না, কিভাবে থিম আপলোড করতে হয় তথা কাস্টম থিম খুবই সহজ। থিম আপলোড করা, অথবা আপনার নিজের থিম রিকভারি করা। কিংবা ডাউনলোড করে অন্যকে দেওয়া তাহলে দেখে নিন।

অনেকেই এটি জানেন যারা ব্লগিং করে যারা জানেন না তাদের জন্য এই পোস্ট। আর কমবেশি ব্লগস্পট সাইট সবাই চিনে, তথা এর কাজ জানে কিন্তু অনেকেই কাস্টমাইজ থিম এর কাজ জানে না।

আর ছোট্ট একটি কথা সেটি হলো যারা যানেন তারা পোস্টটি ইগনোর করতে পারেন। অথবা রিপোর্ট মারতে পারেন কোন সমস্যা নেই। তবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এটি কোন কপি-পেষ্ট পোষ্ট নয়।

যাহোক অনেক কথা বলে ভুল হলে ফেললাম ক্ষমা করবেন।

আপনার ব্লগার সাইটে লগইন করে নিন।
এখন থিম এ যান

এখন দেখুন ডান দিকের সাইডে যান, খেয়াল করুন Backup/Restore অপশন পাবেন।


তারপর Choose File থেকে আপনার ফাইলটা দিন।


——

খেয়াল করুন আপনি যেখান থেকেই থিম ডাউনলোড করুন তার ফাইল xml হবে। জিপ থাকলে আনজিপ করে ভিতরে ফাইলটি পাবেন।
এখন আপলোড এ চাপলেই আপনার সেই পছন্দের থিমটি আপলোড হয়ে যাবে।

উপরেই ছবিটিতে খেয়াল করলে দেখতে পাবেন সবুজ আ্যারো দেওয়া অপশন থেকে আপনার আগের থিমটি তথা যেটি ছিল, সেটি ডাউনলোড করতে পারবেন। তাহলে হয়ে গেল আপনার থিম ডাউনলোড ও রিকোভার।

কিন্তু এখন কিভাবে সেই থিমটিতে আপনার সাইটের লোগো,ডিজাইন,সোস্যাল লিংক,ফিউর্চাড পোষ্ট, ইত্যাদি কাস্টোমাইজ করবেন দেখুন।
theme এর উপরে দেখুন Layout আছে।

লেআউট পেইজ এ গেলে আপনি নিজেই ভালোমতো বুঝে যাবেন খুবই সহজ।


⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ পোষ্ট টি ধৈর্য সহকারে পড়ার জন্য। যদি ব্লগার না বুঝেন বা কোন প্রকার সমস্যা হয় তাহলে ট্রিকবিডির Blogger ক্যাটাগরি টি দেখুন সেখানে অনেক দক্ষ সুন্দর পোষ্ট পাবেন।


Facebook Id

YouTube/BlueTecH School⚡


জ্ঞান আমর ক্ষুদ্র, আমি অল্পতেই সন্তুষ্ট,তবে জানার অগ্রহ বেশি Mohammad Ashik.