আজকের টিউনে আমরা দেখব কিভাবে ব্লগার সাইটে থিম আপলোড করতে হয়। রিকভারি করা যায় ও কাস্টমাইজ করার সিস্টেম।


আমি ট্রিকবিডি তে অনেক খুজেও এই টিউন পাইনি তাই শেয়ার করলাম। যারা ব্লগিং করতে ভালোবাসেন তাদের জন্য খুবই দরকারি হবে। অনেকেই জানেন না, কিভাবে থিম আপলোড করতে হয় তথা কাস্টম থিম খুবই সহজ। থিম আপলোড করা, অথবা আপনার নিজের থিম রিকভারি করা। কিংবা ডাউনলোড করে অন্যকে দেওয়া তাহলে দেখে নিন।

অনেকেই এটি জানেন যারা ব্লগিং করে যারা জানেন না তাদের জন্য এই পোস্ট। আর কমবেশি ব্লগস্পট সাইট সবাই চিনে, তথা এর কাজ জানে কিন্তু অনেকেই কাস্টমাইজ থিম এর কাজ জানে না।

আর ছোট্ট একটি কথা সেটি হলো যারা যানেন তারা পোস্টটি ইগনোর করতে পারেন। অথবা রিপোর্ট মারতে পারেন কোন সমস্যা নেই। তবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এটি কোন কপি-পেষ্ট পোষ্ট নয়।

যাহোক অনেক কথা বলে ভুল হলে ফেললাম ক্ষমা করবেন।

আপনার ব্লগার সাইটে লগইন করে নিন।
এখন থিম এ যান

এখন দেখুন ডান দিকের সাইডে যান, খেয়াল করুন Backup/Restore অপশন পাবেন।


তারপর Choose File থেকে আপনার ফাইলটা দিন।


——

খেয়াল করুন আপনি যেখান থেকেই থিম ডাউনলোড করুন তার ফাইল xml হবে। জিপ থাকলে আনজিপ করে ভিতরে ফাইলটি পাবেন।
এখন আপলোড এ চাপলেই আপনার সেই পছন্দের থিমটি আপলোড হয়ে যাবে।

উপরেই ছবিটিতে খেয়াল করলে দেখতে পাবেন সবুজ আ্যারো দেওয়া অপশন থেকে আপনার আগের থিমটি তথা যেটি ছিল, সেটি ডাউনলোড করতে পারবেন। তাহলে হয়ে গেল আপনার থিম ডাউনলোড ও রিকোভার।

কিন্তু এখন কিভাবে সেই থিমটিতে আপনার সাইটের লোগো,ডিজাইন,সোস্যাল লিংক,ফিউর্চাড পোষ্ট, ইত্যাদি কাস্টোমাইজ করবেন দেখুন।
theme এর উপরে দেখুন Layout আছে।

লেআউট পেইজ এ গেলে আপনি নিজেই ভালোমতো বুঝে যাবেন খুবই সহজ।


⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ পোষ্ট টি ধৈর্য সহকারে পড়ার জন্য। যদি ব্লগার না বুঝেন বা কোন প্রকার সমস্যা হয় তাহলে ট্রিকবিডির Blogger ক্যাটাগরি টি দেখুন সেখানে অনেক দক্ষ সুন্দর পোষ্ট পাবেন।


Facebook Id

YouTube/BlueTecH School⚡


জ্ঞান আমর ক্ষুদ্র, আমি অল্পতেই সন্তুষ্ট,তবে জানার অগ্রহ বেশি Mohammad Ashik.

19 thoughts on "কিভাবে ব্লগার সাইটে থিম আপলোড, রিকোভার ও কাস্টমাইজ করতে হয়।"

    1. Ashik Contributor Post Creator says:
      Tnq❤ u
  1. ভাই,থিম আপলোড হয় না।
    অনেক চেষ্টা করলাম।
    1. Ashik Contributor Post Creator says:
      সমস্যা কি দেখাচ্ছে?। ফেইসবুকে মেসেজ করুন। ashikif
  2. Imran Subscriber says:
    Bangla domain name
    Visit korun => ?
    http://Www.টেক.ml
    Ar dekhun ki hoy
  3. Imran Subscriber says:
    Bangla domain name
    Visit korun => ?
    http://Www.টেক.ml
    Ar dekhun ki hoy ??
  4. Rimon Miah Contributor says:
    Valo Themes guli kon site theke downlode korte parbo
    1. Ashik Contributor Post Creator says:
      btemplates.com
      থেকে পাবেন অনেক থিম। ধন্যবাদ
  5. SOJIB MiA Contributor says:
    ওয়ার্ড পেইজ এর থিম কিভাবে কাস্টমাইজেশন করা হয় লোগো কিভাবে পরিবর্তন করা হয় এরকম একটা টিপস দেন
  6. SOJIB MiA Contributor says:
    আর যদি ট্রিকবিডি তে এরকম পোস্ট করা থাকে তাহলে দয়া করে লিংকটা দিবেন….
    1. Ashik Contributor Post Creator says:
      Wc
  7. Forhad Rahman Author says:
    পোস্টটা ভালোই হইসে; অন্তত আমার কাছে। চালিয়ে যান ❤
    1. Ashik Contributor Post Creator says:
      ধন্যবাদ❤আপনাকে।
    2. Forhad Rahman Author says:
      আপনাকেও স্বাগতম ❤
  8. bappi banik Author says:
    আমাকে ভাল একটা মুভি Theam Suggest করুন যে কেউ। ব্লগার এর জন্য।
    1. Ashik Contributor Post Creator says:
      btemplates.com
      থেকে পাবেন অনেক থিম। ধন্যবাদ❤

Leave a Reply