Site icon Trickbd.com

কিভাবে ব্লগার দিয়ে একটি ফ্রী ব্লগ সাইট তৈরী করবেন ও ড্যাশবোর্ড পরিচিতি । [ ব্লগ সাইট তৈরী পর্ব-২ ]

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন আবারও  আপানাদের সবাইকে ব্লগ সাইট তৈরী ২য় পর্বে স্বাগতম । আজকের এই পর্ব টা আমরা দেখব কিভাবে ব্লগার দিয়ে একটি ফ্রী ব্লগ সাইট তৈরী করবেন ।  যারা গত দুই পর্বের পোস্ট পড়েন নি তারা পড়ে আসুন ।

কিভাবে ব্লগার দিয়ে একটি ফ্রী ব্লগ সাইট তৈরী করবেন । [ ব্লগ সাইট তৈরী পর্ব-০]

ব্লগ কি ,ব্লগিং কি , ব্লগার কাকে বলে ? ব্লগিং প্লাটফর্ম ব্লগার সম্পর্কে [ ব্লগ সাইট তৈরী পর্ব-১ ]

আমাদের ফ্রী ব্লগ সাইট টি বানানোর জন্য তেমন কোন ঝামেলা পোহাতে হবে না শুধু একটি জিমেইল থাকলে আমরা ব্লগ সাইট তৈরীর কাজ শুরু করতে পারব । ব্লগ সাইট টি তৈরির জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন ।

ধাপঃ

১।  প্রথমে ব্লগার ডট কম এ প্রবেশ করুন  ।  Blogger.Com

২।  তারপর  CREATE YOUR BLOG  ক্লিক করুন ।

৩। এখন আপনার যে জিমেইল দিয়ে ব্লগ সাইট তৈরী করতে চাচ্ছেন ঐ জিমেইল সিলেক্ট করুন ।

৪।  এখানে আপনার টা দিন এই নাম টি আপনার ব্লগ প্রোফাইল সো করবে ।

৫। আবার Create New Blog এ ঢুকুন ।

৭।  এখানে আপনি তিনটা অপশন পাবেন ।

Title: টাইটেল আপনার ওয়েব সাইট রিলেটেড একটা টাইটেল দিবেন  অর্থ্যাৎ শিরোনাম ।

Address:  এটিও আপনার সাইটের নাম ,আপনার সাইটের ঠিকানা যেখানে ঢুকলে আপনার সাইট পাবে । এটি ঐ বক্স এ দিবেন এক্ষেত্রে আপনার দেওয়া নাম ও নিতে পারে Unavailable বলতে পারে তার মানে এই নামে অন্য একজন সাইট নিয়েছে অন্যটা চেক করুন ।

Theme:  সাইটের থীম হলো ডিজাইন লেআউট টা আপনার সাইটের এটি এখনকার মতো একটি সিলেক্ট করুন পরে আমরা ডাউনলোড করা একটি থীম বা টেমপ্লেট দিয়ে ডিজাইন করব ।

৬। আপনি এই পদক্ষেপ গুলো সহজে করে ফেলার পর আপনার ব্লগ সাইট তৈরী করা সম্পন্ন । আপনার করা সাইট টি দেখতে যে নাম দিয়েছিলেন ঐটাই ভিজিট করুন ।  যেমনঃ techhablu.blogspot.com এটি আমার সাইটের লিংক ।

ড্যাশবোর্ড পরিচিতিঃ 

ড্যাশ বোর্ড হলো আপনার সাইটের এডমিন মোড বলতে পারেন এখানে আপনি যা করবেন তা আউপুট দিবে আপনার সাইটে ।  এখানে থেকে আপনি আমার তৈরী করা ব্লগ সাইট নিয়ন্ত্রণ করতে পারবেন ।  ড্যাশবোর্ড এ আপনি আট টি অপশন পাবেন এই আট টির মধ্যে আবার কয়েকটা করে আরো অপশন আছে এসব নিয়ে বিস্তারিত ধাপে ধাপে কাজের মাধ্যমে আলোচনার করা হবে ।

1.Post:  এই Post সেকশনে আপনি আপনার করা পোস্ট গুলো দেখতে পাবেন ড্রাফ করা পোস্ট দেখতে পাবেন ইত্যাদি।

2.Stats:  এখানে আপনি আপনার ওয়েব সাইটের ভিজিটর চেক করতে পারবেন কোথায় থেকে আসছে , কোন পোস্ট কত ভিউ হয়েছে ইত্যাদি দেখতে পারবেন ।

3.Comments:  এখানে আপনার পোস্টে করা কমেন্ট গুলো দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন ।

4. Earning:  আপনি যদি গুলো এডসেন্স পেয়ে থাকেন আপনার সাইটে তখন আপনি এইখানে আপনার আর্নিং দেখতে পারেবন।

5.Pages:  এই সেকশনে আপনি আপনার ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় পেজ তৈরী করতে পারবেন ,ডিলিট করতে পারবেন ইত্যাদি ।

6.Layout:  এইখানে আপনার বর্তমান যে টেমপ্লেট আছে তার লেআউট অর্থ্যাৎ ডিজাইন টা কাস্টমাইজ এখান থেকে করতে পারবেন ।

7.Theme:  এই সেকশনে আপনি আপনার ডাউলোড করা  টেমপ্লেট আপলোড করতে পারবেন ।

8.Setting:  এইখানে রয়েছে সাইটের বেসিক সেটিং গুলো যেগুলো নিয়ে একটি পোস্ট করা হবে ।

আপনি আপনার তৈরীকৃত ব্লগ সাইট চালানোর মতো কিছু জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে এখন আপনার কাজ হলো পরবর্তী পোস্ট পাওয়া পর্যন্ত আপনি সাইট নিয়ে এর ড্যাশবোর্ড নিয়ে গুতাগাতি করেন ।

আর এই রকম টিপস ট্রিক বা অন্য কিছু পোস্ট পেতে ভিজিট করুন www.nanoblog.net