আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন আবারও  আপানাদের সবাইকে ব্লগ সাইট তৈরী ২য় পর্বে স্বাগতম । আজকের এই পর্ব টা আমরা দেখব কিভাবে ব্লগার দিয়ে একটি ফ্রী ব্লগ সাইট তৈরী করবেন ।  যারা গত দুই পর্বের পোস্ট পড়েন নি তারা পড়ে আসুন ।

কিভাবে ব্লগার দিয়ে একটি ফ্রী ব্লগ সাইট তৈরী করবেন । [ ব্লগ সাইট তৈরী পর্ব-০]

ব্লগ কি ,ব্লগিং কি , ব্লগার কাকে বলে ? ব্লগিং প্লাটফর্ম ব্লগার সম্পর্কে [ ব্লগ সাইট তৈরী পর্ব-১ ]

আমাদের ফ্রী ব্লগ সাইট টি বানানোর জন্য তেমন কোন ঝামেলা পোহাতে হবে না শুধু একটি জিমেইল থাকলে আমরা ব্লগ সাইট তৈরীর কাজ শুরু করতে পারব । ব্লগ সাইট টি তৈরির জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন ।

ধাপঃ

১।  প্রথমে ব্লগার ডট কম এ প্রবেশ করুন  ।  Blogger.Com

২।  তারপর  CREATE YOUR BLOG  ক্লিক করুন ।

ফ্রী ব্লগ সাইট তৈরী

৩। এখন আপনার যে জিমেইল দিয়ে ব্লগ সাইট তৈরী করতে চাচ্ছেন ঐ জিমেইল সিলেক্ট করুন ।

ফ্রী ব্লগ সাইট তৈরী

৪।  এখানে আপনার টা দিন এই নাম টি আপনার ব্লগ প্রোফাইল সো করবে ।

ফ্রী ব্লগ সাইট তৈরী

৫। আবার Create New Blog এ ঢুকুন ।

ফ্রী ব্লগ সাইট তৈরী

৭।  এখানে আপনি তিনটা অপশন পাবেন ।

Title: টাইটেল আপনার ওয়েব সাইট রিলেটেড একটা টাইটেল দিবেন  অর্থ্যাৎ শিরোনাম ।

Address:  এটিও আপনার সাইটের নাম ,আপনার সাইটের ঠিকানা যেখানে ঢুকলে আপনার সাইট পাবে । এটি ঐ বক্স এ দিবেন এক্ষেত্রে আপনার দেওয়া নাম ও নিতে পারে Unavailable বলতে পারে তার মানে এই নামে অন্য একজন সাইট নিয়েছে অন্যটা চেক করুন ।

Theme:  সাইটের থীম হলো ডিজাইন লেআউট টা আপনার সাইটের এটি এখনকার মতো একটি সিলেক্ট করুন পরে আমরা ডাউনলোড করা একটি থীম বা টেমপ্লেট দিয়ে ডিজাইন করব ।

ফ্রী ব্লগ সাইট তৈরী

৬। আপনি এই পদক্ষেপ গুলো সহজে করে ফেলার পর আপনার ব্লগ সাইট তৈরী করা সম্পন্ন । আপনার করা সাইট টি দেখতে যে নাম দিয়েছিলেন ঐটাই ভিজিট করুন ।  যেমনঃ techhablu.blogspot.com এটি আমার সাইটের লিংক ।

ফ্রী ব্লগ সাইট তৈরী

ড্যাশবোর্ড পরিচিতিঃ 

ড্যাশ বোর্ড হলো আপনার সাইটের এডমিন মোড বলতে পারেন এখানে আপনি যা করবেন তা আউপুট দিবে আপনার সাইটে ।  এখানে থেকে আপনি আমার তৈরী করা ব্লগ সাইট নিয়ন্ত্রণ করতে পারবেন ।  ড্যাশবোর্ড এ আপনি আট টি অপশন পাবেন এই আট টির মধ্যে আবার কয়েকটা করে আরো অপশন আছে এসব নিয়ে বিস্তারিত ধাপে ধাপে কাজের মাধ্যমে আলোচনার করা হবে ।

ফ্রী ব্লগ সাইট তৈরী

1.Post:  এই Post সেকশনে আপনি আপনার করা পোস্ট গুলো দেখতে পাবেন ড্রাফ করা পোস্ট দেখতে পাবেন ইত্যাদি।

2.Stats:  এখানে আপনি আপনার ওয়েব সাইটের ভিজিটর চেক করতে পারবেন কোথায় থেকে আসছে , কোন পোস্ট কত ভিউ হয়েছে ইত্যাদি দেখতে পারবেন ।

3.Comments:  এখানে আপনার পোস্টে করা কমেন্ট গুলো দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন ।

4. Earning:  আপনি যদি গুলো এডসেন্স পেয়ে থাকেন আপনার সাইটে তখন আপনি এইখানে আপনার আর্নিং দেখতে পারেবন।

5.Pages:  এই সেকশনে আপনি আপনার ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় পেজ তৈরী করতে পারবেন ,ডিলিট করতে পারবেন ইত্যাদি ।

6.Layout:  এইখানে আপনার বর্তমান যে টেমপ্লেট আছে তার লেআউট অর্থ্যাৎ ডিজাইন টা কাস্টমাইজ এখান থেকে করতে পারবেন ।

7.Theme:  এই সেকশনে আপনি আপনার ডাউলোড করা  টেমপ্লেট আপলোড করতে পারবেন ।

8.Setting:  এইখানে রয়েছে সাইটের বেসিক সেটিং গুলো যেগুলো নিয়ে একটি পোস্ট করা হবে ।

আপনি আপনার তৈরীকৃত ব্লগ সাইট চালানোর মতো কিছু জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে এখন আপনার কাজ হলো পরবর্তী পোস্ট পাওয়া পর্যন্ত আপনি সাইট নিয়ে এর ড্যাশবোর্ড নিয়ে গুতাগাতি করেন ।

আর এই রকম টিপস ট্রিক বা অন্য কিছু পোস্ট পেতে ভিজিট করুন www.nanoblog.net

 

10 thoughts on "কিভাবে ব্লগার দিয়ে একটি ফ্রী ব্লগ সাইট তৈরী করবেন ও ড্যাশবোর্ড পরিচিতি । [ ব্লগ সাইট তৈরী পর্ব-২ ]"

  1. bappi banik Author says:
    Word Press নিয়ে যদি পারেন করেন। ব্লগার নিয়ে অনেক পোষ্ট আছে ট্রিকবিডি তে।
    1. MD Biplop Hossain Author Post Creator says:
      থাকতেই পারে ? আমি আবার ও করছি আমার টা অন্যরকম , আমার এই নিয়ে প্রথম পোস্ট টা পড়েন নি তাই এই কথা বলছেন
    2. bappi banik Author says:
      hoito mr.. but bloging টা এখন অনেকেই পাড়ে।। তাই বল্লাম বাট WordPress টা একটু আনকমন।
    3. MD Biplop Hossain Author Post Creator says:
      ভাই আমি শুরু থেকে শুরু করছি অনেকেই জানে না দেখেন পোস্ট ভিউ আছে অনেকেই আমার পোস্ট দেখে শুরু করছে এছাড়াও পোস্ট শুধু এখানেই না আমার সাইটে করছি , + ট্রিক বিডি তে ও শেয়ার করছি এখন যদি সব থাকেই তাহলে পোস্ট করা অফ করে দিতে হবে এখানে ।
    4. MD Biplop Hossain Author Post Creator says:
      ওয়ার্ডপ্রেস ও অনেক পোস্ট আপনার কথা হিসাবে ঐ গুলো দেখেন । আমি এর পরে ওয়ার্ডপ্রেস নিয়ে করতে চাচ্ছিলাম
  2. Shahriar Ahmed Shovon Author says:
    সত্যি বলছি যেমন ভেবেছিলাম তার থেকে অনবদ্য হয়েছে!! খুব সুন্দর লেখার স্টাইল।।
    1. MD Biplop Hossain Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া আজ আবার আরেক টা পর্ব দিব ১ ঘন্টা পর
  3. AkramH Contributor says:
    Vai apni caliye jan….seo soho deyen vai…
  4. Bear Grylls Author says:
    Nice very good post..
  5. zahiddj Contributor says:
    Amr post gula ki review hobe na??? Sorry for spam but baddho hoay spam korchi coz aj prai 1month 15 moto hoa galo trainer req daoa but mail,post comment,group post kono ta korao admin review korcha na…
    N.B: trickbd k khub valobashi but aytar por maybe amk ban kora hobe….

Leave a Reply