আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এ দুর্যোগের মুহূর্তে আল্লাহ সবাইকে ভালো রাখুন।
আজ আমি দেখাবো কীভাবে আপনি আপনার Blog-এ Copy-Paste বন্ধ করবেন। তাহলে আপনার অনেক কষ্টে লিখা Contemt কেউ চুরি করে নিজের Site-এ চালিয়ে দিতে পারবে না। চলুন শুরু করা যাক।
প্রথমে Blogger-এর Dashboard-এ প্রবেশ করুন। এরপর Sidebar থেকে Layout-এ যান।
এবার সামনে আসা Gadget-এর List থেকে HTML/Java Script-এর পাশের ➕ চিহ্নে ক্লিক করুন।
এবার নিচের মতো একটা Window আসবে। এখানে সবার উপরে থাকা Checkbox-এ অবশ্যই আগে Tick(✔️) দিবেন। Title-এ কিছু দিবেন না। আর সবার নিচের বক্সে এই Codeটি Paste করুন-
<!- start disable copy paste –><script src=’demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js’></script><script type=’text/javascript’> if(typeof document.onselectstart!=”undefined” ) {document.onselectstart=new Function (“return false” ); } else{document.onmousedown=new Function (“return false” );document.onmouseup=new Function (“return false”); } </script><!– End disable copy paste –></!->
Codeটি এই মুহূর্তে Text আকারে না দিতে পারার জন্য আমি দুঃখিত।
এবার শুধু Save-এ Click করে দিন।
ব্যাস, কাজ শেষ। এখন থেকে কেউ আর আপনার Content চুরি করতে পারবে না।
বি. দ্র.- Postটা আমার না। আমি শুধুমাত্র সবার যাতে উপকার হয় সেজন্য এটা Share করলাম। যেহেতু এটা জানা ও জানানোর প্লাটফর্ম, তাই আশা করি বিষয়টাকে কতৃপক্ষরা খারাপ চোখে নিবেন না। ধন্যবাদ।
সূত্র: https://gunjan97.blogspot.com/2018/03/how-to-disable-copy-paste-in-blogger.html?m=1