আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এ দুর্যোগের মুহূর্তে আল্লাহ সবাইকে ভালো রাখুন।

আজ আমি দেখাবো কীভাবে আপনি আপনার Blog-এ Copy-Paste বন্ধ করবেন। তাহলে আপনার অনেক কষ্টে লিখা Contemt কেউ চুরি করে নিজের Site-এ চালিয়ে দিতে পারবে না। চলুন শুরু করা যাক।

 

প্রথমে Blogger-এর Dashboard-এ প্রবেশ করুন। এরপর Sidebar থেকে Layout-এ যান।

তারপর Sidebar-এর Gadget Box-এ থাকা Add a Gadget Option-এ Click করুন।

এবার সামনে আসা Gadget-এর List থেকে HTML/Java Script-এর পাশের ➕ চিহ্নে ক্লিক করুন।

 

এবার নিচের মতো একটা Window আসবে। এখানে সবার উপরে থাকা Checkbox-এ অবশ্যই আগে Tick(✔️) দিবেন। Title-এ কিছু দিবেন না। আর সবার নিচের বক্সে এই Codeটি Paste করুন-

<!- start disable copy paste –><script src=’demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js’></script><script type=’text/javascript’> if(typeof document.onselectstart!=”undefined” ) {document.onselectstart=new Function (“return false” ); } else{document.onmousedown=new Function (“return false” );document.onmouseup=new Function (“return false”); } </script><!– End disable copy paste –></!->

Codeটি এই মুহূর্তে Text আকারে না দিতে পারার জন্য আমি দুঃখিত।

এবার শুধু Save-এ Click করে দিন।

ব্যাস, কাজ শেষ। এখন থেকে কেউ আর আপনার Content চুরি করতে পারবে না।

বি. দ্র.- Postটা আমার না। আমি শুধুমাত্র সবার যাতে উপকার হয় সেজন্য এটা Share করলাম। যেহেতু এটা জানা ও জানানোর প্লাটফর্ম, তাই আশা করি বিষয়টাকে কতৃপক্ষরা খারাপ চোখে নিবেন না। ধন্যবাদ।

সূত্র: https://gunjan97.blogspot.com/2018/03/how-to-disable-copy-paste-in-blogger.html?m=1

14 thoughts on "এখন থেকে আপনার Blogger Website-এ Copy Paste বন্ধ করুন। কেউ চাইলেউ আপনার লিখা Copy করতে পারবে না।"

  1. MD Jakaria Contributor says:
    Good. Ai tutorial Ti ami age dekheci. And code tio age thekei use korci. Check https://tricknetbd.blogspot.com
    1. YASIR-YCS Author says:
      আপনার পেইজ থেকে পোস্ট কপি করা যায়??

      ভুয়া

    2. MD Jakaria Contributor says:
      এখন কোড রিমুভ করে দিয়েছি। তাই কপি করা যায়। আর এই কোডের মাধ্যমেও কপি বন্ধ করা যবে না। শুধু শুধু হ্যাবি কোড ব্যবহার এর ফলে ব্লগ স্লো হয়ে যাবে। ???
    3. MD Jakaria Contributor says:
      আর আপনি যে পোস্ট 2020 এ করছেন সেই পোস্ট 2014 সালে পাবলিস হয়েছে। 6 বছরের পুরাতন পোস্ট করেন ???
    4. MD Jakaria Contributor says:
      আর আপনি যে পোস্ট 2020 এ করছেন সেই পোস্ট 2014 সালে পাবলিস হয়েছে। 6 বছরের পুরাতন পোস্ট করেন ???

      Lol

  2. ধন্যবাদ ভাই,,,,কাজ হয়ছে
  3. Syntax Ghost Contributor says:
    এগুলা কর কপি পেস্ট বন্ধ করা যাবে না।
  4. Dhrubo Jyoti Roy Contributor says:
    http://www.allowcopy*.com/ কী জন্য আছে! ?
  5. Soiod Mafi Uddin Contributor says:
    Not Working bro.
  6. Mahim Author says:
    আমি জাভাস্ক্রিপ্ট & Css দুইটা দিয়েই পোস্ট দিয়েছিলাম approve হয় নি
    1. Anwarul Azim Author Post Creator says:
      কারণ আপনি এখনো Author হতে পারেননি, ধৈর্য ধরুন।
    2. Mahim Author says:
      Author হবো কিভাবে ভাই? ?
  7. Arafat Subscriber says:
    আপনার ব্লগারে 100% গ্যারান্টিটিতে প্রতিদিন 1000-3000 ট্র্যাফিক পান
    https://youtu.be/7RL_Rdkf-Gc

Leave a Reply