ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম



বর্তমানে সবচেয়ে হাই স্কোরিং মডেলের মধ্যে টপ সারির দিকে ধরে রয়েছে Deepseek এর মডেল গুলো। এগুলো একদিকে যেমন সস্তা তেমনি নন রিজনিং মডেল গুলো রেসপন্স জেনারেশনের দিক থেকে ভালো করছে।বর্তমানে রিজনিং এর দিক থেকে সম্ভবত deepseek টপ পজিশনে ধরে আছে।
রিজনিং অর্থ আপনি যখন লজিক বা কন্ডিশন দিয়ে রেসপন্স জেনারেট করতে চান, তখন রিজনিং মডেলগুলো সেগুলো বিশ্লেষণ করে আউটপুট প্রদান করে। আউটপুট দেয়ার পূর্বে সে বিভিন্ন অল্টারনেটিভ রেসপন্স থেকে হায়েস্ট রেসপন্সকে প্রদর্শন করে।

যেহেতু Api নিয়ে কথাবার্তা, তাই সাধারনত আজকের এই পোস্টটি কেবলমাত্র ডেভেলোপারদের জন্য। deepseek R1 হচ্ছে deepseek এর রিজনিং মডেল। ‌আবার দ্রুত রেসপন্স জেনারেট করার দিকে Deepseek v3 0324 মডেল আছে। ডিপসিক Api কল করাও বেশ সহজ। সবচেয়ে চমৎকার বিষয় আপনারা npi install openai ব্যবহার করে deepseek এর মডেলগুলো কেবলমাত্র api key আর url বদল করে ইউজ করতে পারবেন।

এবার টিউটোরিয়াল এ আসা যাক

প্রথমে Github এ লগ‌ইন করবেন ব্রাউজারে। এরপর নিচের লিংকে ক্লিক করবেন।

Api ক্লেইম করার লিংক( এখানে ক্লিক করুন)

Novita ai এখন একটি ক্যামপেইন চালু করেছে আপনারা যদি তাদের সাইটে রেজিষ্ট্রেশন করেন, তাহলে ২০$ ক্রেডিট মূল্যের api key পাবেন।

Link এ ক্লিক করলে এমন একটি পেইজ ওপেন হবে। Login with GitHub এ ক্লিক করবেন।

এরপর Github এ এমন অথোরাইজ এর পারমিশন চাইবে। সবুজ অংশে ক্লিক করে অথোরাইজ করে নিবেন।

এরপর refferal অপশনে গেলে দেখবেন coupan শো করছে ২০$ এর। আর মার্ক করা অংশে ক্লিক করে model গুলোতে যান।

সেখানে অনেকগুলো মডেলের মধ্যে deepseek এর নন রিজনিং মডেল সিলেক্ট করে নিবেন অথবা r1 মডেলে। এরপর Api key এর এখানে ক্লিক করে নিবেন।

এখানে new key দিয়ে key জেনারেট করবেন। অবশ্য‌ই সেটি copy করে রাখবেন পরবর্তীতে সেটি encrypted অবস্থায় থাকবে।

এই অফার কেবলমাত্র V3 ও r1 মডেলের জন্য প্রযোজ্য। আপনারা আপনাদের বন্ধুদের ইনভাইট করে কিংবা নতুন GitHub account খুলে রেফার করতে পারেন। ৫০০ ডলার পর্যন্ত অফার দিচ্ছে।

তো আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে। ট্রিকবিডিতে সাথেই থাকুন, ধন্যবাদ।

8 thoughts on "Deepseek এর Api ব্যবহার করুন ২০$ ক্রেডিট পর্যন্ত ফ্রিতে (সাথে এক্সটেন্ডেট করার সুবিধা)"

  1. It’s not deepseek Api key, It’s Nobita Ai api key > deepseek model(just model)
    1. Avatar photo Cyber Grindelwald Author Post Creator says:
      মেইন এর ফ্রি ক্রেডিট কম সে বিবেচনায় এটি ভালো
    2. আমি এটির Chatbot তৈরি করে দেখলাম ঠিকই আছে চলার মতো আরকি
  2. Md Kayum Contributor says:
    vai ei API use korar code gula diben HTML CSS JS , plz plz
  3. Sohelarman4374 Author says:
    nobita ai apy key eita….deepseek same model
  4. Md Kayum Contributor says:
    Fb Id Link
  5. Md Kayum Contributor says:
    vai ei API use korar code gula diben HTML CSS JS , plz plz , fb id link or whatsapp number den

Leave a Reply