আসসালামু আলাইকুম! ট্রিকবিডির বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনার Redmi 10A ফোনের সিস্টেমকে আরও প্রাণবন্ত করতে চান? তাহলে আজকের টিউটোরিয়ালটি আপনার জন্য! আজকে আমরা দেখব, কীভাবে সহজে Redmi 10A ফোনে OrangeFox Recovery ইনস্টল করা যায় এবং এর মাধ্যমে আপনার ফোনকে কাস্টমাইজেশনের নতুন স্তরে নিয়ে যাওয়া যায়।
চলুন জেনে নেই কাস্টম রিকভারি কী এবং কেন OrangeFox Recovery ইন্সটল করব:
কাস্টম রিকভারি হলো একটি বিশেষ বুটিং পরিবেশ, যা আপনার ফোনের স্টক রিকভারির চেয়ে অনেক বেশি সুবিধা দেয়। এর মাধ্যমে আপনি কাস্টম রম ইনস্টল, ব্যাকআপ তৈরি এবং সিস্টেম মডিফিকেশন করতে পারবেন। OrangeFox Recovery তার উন্নত ফিচার এবং কাস্টমাইজেশন অপশনের জন্য ব্যবহারকারীদের মধ্যে খুবই জনপ্রিয়।

OrangeFox Recovery



স্টক রিকভারি দিয়ে আপনি শুধু সিস্টেম আপডেট বা ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। কিন্তু OrangeFox Recovery আপনাকে আরও অনেক সুবিধা দেবে:
* কাস্টম রম ইনস্টল: ফোনের লুক এবং পারফরম্যান্স নিজের মতো করে সাজানো যাবে।
* ব্যাকআপ তৈরি: ফোনের সব ডেটা সুরক্ষিত রাখা যাবে।
* রুট অ্যাক্সেস: সিস্টেমের আরও গভীরে গিয়ে বিভিন্ন পরিবর্তন আনা যাবে।
* আরও অনেক অ্যাডভান্সড ফিচার: যা স্টক রিকভারিতে নেই।
সতর্কতা -:
* এই প্রক্রিয়াটি কিছুটা জটিল এবং ভুল হলে আপনার ফোন অকেজো হয়ে যেতে পারে।
* ওয়ারেন্টি বাতিল হওয়ার ঝুঁকি থাকে।
* কাজেই, সবকিছু নিজ দায়িত্বে করুন, এর জন্য আমি বা ট্রিকবিডি টিম দায়ী নয়।
যা যা লাগবে:
* কম্পিউটার (না থাকলে জানান, ফোন দিয়ে করার টিউটোরিয়াল দেব)
* ভালো মানের USB ক্যাবল
* ADB এবং Fastboot টুলস
* Redmi 10A এর OrangeFox Recovery ইমেজ ফাইল
ইনস্টলেশন পদ্ধতি:
১. বুটলোডার আনলক:
* প্রথমে বুটলোডার আনলক করুন। না পারলে, কমেন্টে জানান।
২. কম্পিউটারের সাথে ফোন কানেক্ট:
* ADB টুল চালু করে USB ডিবাগিং অন করে ফোন কানেক্ট করুন।
* adb devices কমান্ড দিয়ে চেক করুন।
৩. ফাস্টবুট এবং ফ্ল্যাশিং:
* adb reboot bootloader দিয়ে ফাস্টবুট মোডে যান।
* fastboot flash recovery recovery.img (Recovery ফাইলের নাম ভিন্ন কিছু দেওয়া থাকলে চেঞ্জ করে নিবেন) তারপর ফ্ল্যাশ করুন।
* fastboot reboot করুন।
তারপর যদি ফোন রিকভারিতে বুড না হয় তাহলে ৪ নাম্বার স্টেপ ফলো করুন।
৪. OrangeFox Recovery খুলুন:
* পাওয়ার ও ভলিউম আপ বাটন চেপে রিকভারি মোডে যান।

৫. রুট ও কাস্টমাইজেশন (optional):
* Magisk zip flash করে রুট ও করতে পারেন এবং কাস্টম Recovery স্থায়ীভাবে রাখতে পারবেন যদি magisk. Zip flash না করেন তাহলে কাস্টম রিকভারি স্থায়ী হবে না।

যদি আপনারা বুঝতে না পারেন অথবা ইন্সটল করতে না পারেন বা সবার কাছে যদি পিসি না থাকে তাহলে কমেন্ট করবেন তাহলে আমি পরবর্তী পোস্টে ফুল ডিটেলসে আলোচনা করব কিভাবে ইন্সটল করতে হয়। আর Redmi অন্য কোন ফোনের যদি কাস্টম রিকভারি দরকার হয় তাহলে ফেসবুকে নক করুন


বিশেষ সতর্কতা:
ডিভাইস যদি বুডলুপে চলে যায় তাহলে আবার ফাস্টবুট মুডে গিয়ে vbmeta. Img ফেলাস করুন।
* সঠিক vbmeta.img ডাউনলোড করে fastboot –disable-verity –disable-verification flash vbmeta vbmeta.img দিয়ে ফ্ল্যাশ করুন।

ডাউনলোড লিংক:



OrangeFox Recovery: ডাউনলোড
আশা করি, টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।
যে কোন প্রয়োজনে ফেসবুকে আমি 👉 Facebook

2 thoughts on "Redmi 10A এর জন্য OrangeFox Recovery: ডাউনলোড ও ইন্সটল করুন সহজেই!"

  1. Avatar photo Shahariar Shopon Contributor says:
    Redmi 10c OrangeFox Recovery
    Tutorial den
  2. Fahad Khan Rakib Contributor says:
    redmi 10A te bootloader unlock korar system ta janan please

Leave a Reply