আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন পোস্টের টাইটেল দেখে বুঝতেই পেরেছেম পোস্টটি কী নিয়ে হতে যাচ্ছে। টেমপ্লেটটি তো ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবেন। তবে, ডাউনলোড করার আগে আমি ব্লগারদের অর্থাৎ যারা নতুন ব্লগারে যুক্ত হয়েছেন অথবা আগে থেকে ব্লগারের সাথে যুক্ত আছেন।
এবার আসি টেমপ্লেটের কথায়। টেমপ্লেটটি একজন অনুরোধ করেছে শেয়ার করার জন্য তাই শেয়ার করে দিলাম। টেমপ্লেটের ডাউনলোড লিংকে গেলে টেমপ্লটি সম্পর্কে এর সমস্ত তথ্য পাবেন। তাই অযথা আর এখানে বললাম না।
Features
- Responsive
- Google Testing Tool Validtor
- Mobile Friendly
- Custom 404 Page
- Fast Loading
- Minimal
- Magazine
- Simple
- Whatsapp Sharing
- Seo Friendly
- Ads Ready
- Clean Layout
- Clear Design
- Drop Down Menu
- Social Sharing
- HTML5 & CSS3
- Browser Compatibility
আরো একবার বলতেছি একটু কস্ট করে ডাউনলোড করে নিয়েন। এটিকে ডোনেশন মনে করতে পারেন। এই পর্যন্তই!! ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডির সাথেই থাকুন।
আর হ্যা, এডাসেন্স নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে এই নিয়ে ট্রিকবিডিতে পোস্ট করব তাবে সব পোস্ট ট্রিকবিডিতে করব না। কিছু গুরুত্বপূর্ণ পোস্ট করব শুধু!! কারণ এডসেন্স নিয়ে অনেকে অনেক পোস্ট করেছেন। তবে, আমার লেখা পোস্টগুলো পড়তে আমার ব্লগে আসতে হবে!! এডসেন্স নিয়ে লেখা একটি পোস্ট!! পড়ে নিয়েন – গুগল এডসেন্স (Google Adsense) কি? গুগল এডসেন্স নিয়ে বিস্তারিত জানুন