Be a Trainer! Share your knowledge.
Home » Blogger » Create Logo Maker Website in Blogger | ব্লগারের জন্য লোগো মেকার ওয়েবসাইট।

Create Logo Maker Website in Blogger | ব্লগারের জন্য লোগো মেকার ওয়েবসাইট।

Blogger Logo Maker Website | ব্লগারের জন্য লোগো মেকার ওয়েবসাইট।

অনেক স্ক্রিপ্ট তো শেয়ার করলাম।সবগুলোর প্রসেস কিন্তু একই,মানে সব স্ক্রিপ্ট গুলো এপ্লাই করার প্রসেস এর কথা বুঝাচ্ছি।এখন একটু ভিন্ন কিছু করা যাক তবে!!!

এই পোস্টে দেখাবো কিভাবে ব্লগারে একটি লোগো মেকার ওয়েবসাইট তৈরি করা যায়।আপনি,আমি বা অনেকেই কিন্তু অনলাইনে লোগো মেকার ওয়েবসাইট গুলোর গুরুত্ব জানি।আমরা প্রায় সময় লোগো বানানোর দরকার হলে অনলাইন লোগো মেকার ওয়েবসাইট গুলোর উপর নির্ভরশীল হয়ে পড়ি।

কেমন হবে যদি ব্লগারে আপনার একটি ফ্রী লোগো মেকার ওয়েবসাইটে থাকে?আর আপনি যদি সেই ওয়েবসাইটকে SEO করে গুগলে ইনডেক্স করতে পারেন এবং অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে পারেন,তবে তো সোনায় সোহাগা।আর প্লাস পয়েন্ট হলো,এই স্ক্রিপ্টটিতে অ্যাড কোড বসানোর অপশন ও রয়েছে।?

কিভাবে ব্লগারে লোগো মেকার ওয়েবসাইট বানাবেন?

নিচের ধাপগুলো মনোযোগ সহকারে ফলো করে আপনি একটি ব্লগারে লোগো মেকার ওয়েবসাইট বানাতে পারবেন।

লোগো মেকার ওয়েবসাইটের কিছু উপকারিতা

আপনি যদি ব্লগারে একটি লোগো মেকার ওয়েবসাইট বানাতে পারেন,তবে আপনার লাভ ই হবে।কোনো ক্ষতি কিন্তু নেই।আর ব্লগার যেহুতু ফ্রী,তাই আর দেরি কিসের!!আপনার নিজের কাজের জন্যেও আপনি উক্ত ওয়েবসাইটটি ইউজ করতে পারবেন পাশাপাশি এটি থেকে ইনকাম করার পথ তো খোলাই রয়েছে।

তো চলুন,শুরু করা যাক….

প্রথমে ব্লগারে লগইন করে নিন।তারপর যাবেন Themes এ।

তারপর DropDown মেনুতে ক্লিক করবেন।

এখন ক্লিক করুন Switch to first generation classic theme এ।

তারপর আবারও DropDown মেনুতে ক্লিক করে Change NavBar এ ক্লিক করুন।

এখন off সিলেক্ট করে Save এ ক্লিক করে সেভ করে দিন।

তারপর ক্লিক করুন Edit Html এ।এবং সবগুলো কোড রিমুভ করে দিন।

এবারে এখানে ক্লিক করে কোডগুলো কপি/ডাউনলোড করে নিয়ে ফাঁকা বক্সে পেস্ট করে তারপর সেভ করে দিন।(আগের সব কোড রিমুভ করে তারপর পেস্ট করবেন।)

How to add Internet Speed Meter in Blogger? কিভাবে ব্লগারে ইন্টারনেট স্পীড মিটার অ্যাড করবেন?

How to Add Post Views Counter on Blogger ? কিভাবে ব্লগারে পোস্ট ভিউ কাউন্ট অ্যাড করবেন?

Youtube Video Downloader Script For Blogger | ব্লগারের জন্য ইউটিউব ভিডিও ডাউনলোডার স্ক্রিপ্ট নিয়ে নিন।

কাজ হয়ে গেছে।এখন আপনার ওয়েবসাইট ভিজিট করে দেখুন,আপনার ব্লগার ওয়েবসাইটে লোগো মেকার টুল চলে এসেছে।


 

আমার পূর্বের পোস্টগুলো :


নিজেই বানিয়ে নিন বাংলা+ইংলিশ(মার্জ) স্টাইলিশ ফন্ট।


নিয়ে নিন বাংলা+ইংলিশ স্টাইলিশ ফন্ট একসাথে।

টেলিগ্রামের দরকারি কিছু ফিচার।

প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানান Plotagon Story মোড দিয়ে।(প্রিমিয়াম রিসোর্সেস)

 


 

আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

 


১০ টাকায় ৪০ মিনিট রবি অফার

 

অবিবাহিত মেয়েদের মাসিক বন্ধ হওয়ার কারণ| বাচ্চাদের ফর্সা হওয়ার ক্রিম
3 years ago (Jan 27, 2022)

About Author (119)

Farhan Israk
author

আমি একজন প্রফেশনাল ব্লগার এবং কন্টেন্ট রাইটার যে বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে ভালোবাসে। লেখালেখির উপর আকর্ষণ থেকেই কন্টেন্ট রাইটিং এবং ব্লগিং পেশায় যুক্ত হওয়া। পাশাপাশি এসইও নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট চালাতে ভালোবাসি।

Trickbd Official Telegram

8 responses to “Create Logo Maker Website in Blogger | ব্লগারের জন্য লোগো মেকার ওয়েবসাইট।”

  1. Gk_Jahid Contributor says:

    This logo maker script not working properly

  2. noyonxd Contributor says:

    সুন্দর।

Leave a Reply

Switch To Desktop Version