How to create stylish text generator website in blogger? ব্লগারে কিভাবে স্টাইলিশ টেক্সট জেনারেটর ওয়েবসাইট বানাবো?

ব্লগারের জন্য স্টাইলিশ টেক্সট জেনারেটর স্ক্রিপ্ট অনেক রয়েছে।আপনি চাইলে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন।কিন্তু সেই স্ক্রিপ্ট গুলো দিয়ে একটি আলাদা ব্লগ বানাতে হয়।আপনি আপনার ব্লগে পেজ আকারে সেটি পাবলিশ করে আপনার ব্লগে আলাদা একটি টুল অ্যাড করতে পারবেন না।

তাহলে প্রশ্ন জাগতে পারে আপনাদের মনে,আমার পোস্টের বিষয় কি? ওয়েল,আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে আমার শেয়ার করার অন্যান্য স্ক্রিপ্ট গুলোর মত পেজ আকারে স্টাইলিশ টেক্সট জেনারেটর বানাবেন।

এখানে ক্লিক করে ? DEMO দেখুন।

Can I use this tool to generate Pubg/Free Fire/Facebook/Instagram styliah name? আমি কি এই টুলটি ইউজ করে আমার পাব্জি/ফ্রী ফায়ার/ফেসবুক/ইনস্টাগ্রাম আইডির নাম স্টাইলিশ বানাতে পারি?

জ্বী,আপনি চাইলে আপনার পাবজি/ফ্রী ফায়ার/ফেসবুক/ইনস্টাগ্রাম এর নাম স্টাইলিশ করতে পারেন আপনার ওয়েবসাইটের এই টুলটির সাহায্যে।আপনি আপনার পাবজি আইডিতে স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারবেন।এজন্যে আপনি আপনার ওয়েবসাইটে বানানো স্টাইলিশ টেক্সট জেনারেটর টুলসে যাবেন,এবং আপনার ইচ্ছে মত নাম দিয়ে তারপর স্টাইলিশ ফন্ট জেনারেট করে নিয়ে সেটি পাবজী আইডিতে ইউজ করতে পারবেন।

How to generate fancy font? কিভাবে ফ্যান্সি ফন্ট জেনারেট করবো?

প্রথমে আপনার ওয়েবসাইটের স্টাইলিশ ফন্ট জেনারেটর টুলস এ যাবেন,তারপর ফাঁকা বক্সে আপনার নাম দিলে নিচে দেখতে পারবেন অনেক স্টাইলিশ ফন্ট জেনারেট হয়ে গেছে।আপনার ইচ্ছে মত যেকোনো স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারেন।

ফেইসবুকে আপনি আপনার আইডির নাম স্টাইলিশ দিতে পারেন,কিংবা কাউকে কোনো মেসেজ স্টাইলিশ ফন্ট ইউজ করে পাঠাতে পারেন।এজন্যে আপনি এই ওয়েবসাইটের স্টাইলিশ ফন্ট জেনারেটর টুলটি ইউজ করতে পারেন।এই ওয়েবসাইটের স্টাইলিশ ফন্ট জেনারেটর টুল দিয়ে আপনি আপনার ফেসবুক/ইনস্টাগ্রাম/পাবজি/ফ্রী ফায়ার আইডির জন্যে স্টাইলিশ ফন্ট জেনারেট করতে পারবেন ফ্রী তে।

Benefits of fancy font generator tool? স্টাইলিশ টেক্সট জেনারেটর টুলটি উপকারিতা কি?

আপনি বা আমি সবাই জানি যে স্টাইলিশ টেক্সট জেনারেটর ওয়েবসাইটের উপকারিতা কি এবং এটি কি কাজে ব্যবহৃত হয়।আপনি গুগলে স্টাইলিশ টেক্সট লিখে সার্চ দিলেই অনেক ওয়েবসাইটে পেয়ে যাবেন,যেগুলো ওয়েবসাইটে তারা শুধু মাত্র ফন্ট জেনারেটর টুল দিয়েই অ্যাডসেন্স এপ্রুভাল পেয়ে গেছে।

আপনি এই টুলটি আপনার ওয়েবসাইটে অ্যাড করে গুগল থেকে ভালো পরিমাণে ভিজিটর নিয়ে আসতে পারেন আপনার ওয়েবসাইটে।।

How to add stylish font generator tools in my website?কিভাবে আমার ওয়েবসাইটে স্টাইলিশ ফন্ট জেনারেটর টুলস অ্যাড করবো?

নিচের ধাপগুলো মনোযোগ সহকারে ফলো করে আপনি আপনার ওয়েবসাইটে Pubg stylish font generator অ্যাড করতে পারবেন।

তো চলুন,শুরু করা যাক Facebook Stylish Text generator বানানোর কাজ….

প্রথমে ব্লগারে লগইন করে নিন।তারপর যাবেন Pages এ।

তারপর +(plus) আইকনে ক্লিক করবেন।

এখন ক্লিক করুন এখানে।


তারপর HTML VIEW অন করে দিন।

এখন ইচ্ছে মত একটি টাইটেল দিন।

এবারে এখানে ক্লিক করে কোডগুলো কপি করে নিন অথবা ডাউনলোড করে নিয়ে টেক্সট এডিটর দিয়ে ওপেন করে কোডগুলো কপি করে ফাঁকা বক্সে পেস্ট করে তারপর পেজটি পাবলিশ করে দিন।

How to add Internet Speed Meter in Blogger? কিভাবে ব্লগারে ইন্টারনেট স্পীড মিটার অ্যাড করবেন?

How to Add Post Views Counter on Blogger ? কিভাবে ব্লগারে পোস্ট ভিউ কাউন্ট অ্যাড করবেন?

Youtube Video Downloader Script For Blogger | ব্লগারের জন্য ইউটিউব ভিডিও ডাউনলোডার স্ক্রিপ্ট নিয়ে নিন।

কাজ হয়ে গেছে।এখন আপনার পেজটি ভিজিট করে দেখুন,আপনার ওয়েবসাইট Free fire stylish name generator টুল অ্যাড হয়ে গেছে।

বিশেষ দ্রষ্টব্য : টুলটি আমার নিজের বানানো নয়।অনেক খুজে পেয়েছি।যেসব টুল অল্প খুজেই পেয়ে যাবেন গুগল অথবা ইউটিউবে,সেগুলোতে আপনাকে আলাদা ব্লগ খুলতে হবে।কিন্তু এই টুলসটি আপনার ব্লগে আলাদা পেজ এর ভিতরে রাখতে পারবেন।আর এটাই এই টুলসটি বিশেষ দিক।

কোনো সমস্যা হলে জানাবেন।কোনো বিষয়ে হেল্প লাগলেও বলবেন।টুল অ্যাড করতে প্রবলেম হলে অবশ্যই বলবেন, ফিক্স করে দেয়ার চেষ্টা করবো।

পোস্টটি ভালো লেগে থাকলে কিংবা এই পোস্ট থেকে উপকৃত হলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন।


 

 


 

কোনো প্রকার প্রশ্ন থাকলে করতে পারেন।আজকের মত এত টুকুই।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

 


 

12 thoughts on "[? Hot ] How to create stylish text generator website in blogger? ব্লগারে কিভাবে স্টাইলিশ টেক্সট জেনারেটর ওয়েবসাইট বানাবো? [Must see]"

  1. Lucifa Expert Author says:
    Onk age e dhoroner akta template create korcilam. but, seta aro valo vabe customize kore r share kora hoy ni – https://stg-wikibn.blogspot.com/
    1. Levi Author Post Creator says:
      টেমপ্লেট টি অনেক সুন্দর।??
  2. Loading Contributor says:
    Code gola txt format e den

    Html take direct redirect kore

    1. Levi Author Post Creator says:
      Done. ☑️
  3. Loading Contributor says:
    Apply korsi but dextop mode deka jai
    Mobile mode deka jacce na?
    1. Levi Author Post Creator says:
      Page ta maybe responsive na. ?
    1. Levi Author Post Creator says:
      ?
    1. Levi Author Post Creator says:
      ??
    1. Levi Author Post Creator says:
      Thank you bro.

Leave a Reply