আসসালামু আলাইকুম
যাদের ব্লগার সাইট আছে তাদের জন্য আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ পোস্ট।
ইতিমধ্যেই পোষ্টের টাইটেল এবং থামনায় দেখেই বুঝে গেছেন কতটা গুরুত্বপূর্ণ পোস্ট।
অ্যাড ব্লকিং একটি প্রযুক্তি যে প্রযুক্তি আপনাকে ব্রাউজার লোড করার আগে বিজ্ঞাপন দেখা থেকে বিরত রাখে।
অর্থাৎ আপনার সাইডে যদি এড দেওয়া থাকে ভিজিটর সেই অ্যাড কে ব্লক করে সাইডে ঢুকলে তার কাছে কোন অ্যাড যাবে না এতে আপনারও ইনকাম হবে না। সুতরাং বুঝতেই পারছেন anti adblock ক্রিপ্ট আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ।
এই কনটেন্টে ব্লগারের জন্য সবচেয়ে ভালো আন্টি অ্যাডব্লক স্ক্রিপ্ট উপস্থাপন করব।
শেষ পর্যন্ত না পারলে হয়তো কিছু বুঝবেন না। তাই শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো ।
অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীরা ওয়েবসাইটগুলোতে বিজ্ঞাপন ব্লক করে তাদের ব্রাউজারে অ্যাড ব্লক ব্যবহার করেন। যা এডসেন্সের উপর নির্ভরশীল ওয়েবসাইট মালিকদের উপার্জনকে অনেক অনেক কমিয়ে দেয় ।
অ্যাড ব্লকার কি?
অ্যাড ব্লকার হল ইন্টারনেটের ব্রাউজার গুলির জন্য একটি এড অন বা বন্ধ করার পদ্ধতি।
সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ক্লাসিফাইড, এবং পপ পপ অ্যাপ্লিকেশন ।
কেন মানুষ একটি ওয়েব ব্রাউজারে অ্যাড ব্লকার ব্যবহার করে?
অ্যাড ব্লগার এর বেশিরভাগ ব্যবহারকারী বলেছেন যে তারা এড ব্লক প্লাস বা অন্য কোন অ্যাড অন ইনস্টল করেছেন কারণ তাদের বিজ্ঞাপন গুলি ব্যবহার করতে চায় এই সকল পণ্য সামগ্রী দেখার ক্ষমতা অফ করে দেয়।
অ্যাড ব্লক ব্যবহারকারীরা ৪৫ শতাংশ লোক কোন বিজ্ঞাপনে দেখতে চান না। যাতা সম্ভব অ্যাড গুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করেন। যখন সাঁতার ও পার্সেন্ট গোপনীয়তার উদ্যোগে তারা অ্যাডন ব্যবহার করার কারণ হিসেবে উল্লেখ করেছেন।
যদিও এড ব্লকিং ব্যবহারকারীদের ৩০ শতাংশ কোন না কোন ধরনের এড এর জন্য উন্মুক্ত ছিল।
আপত্তিকার বিজ্ঞাপন বিন্যাসগুলি কারণে অ্যাড ব্লক করার সিদ্ধান্ত নেওয়ার প্রধান কারণ ছিল।
কিভাবে একটি বিজ্ঞাপন ব্লকার আপনার আয়ের মাত্রা কমিয়ে দিতে পারে?
যদি ব্যবহারকারীরা তাদের ব্রাউজারে অ্যাড ব্লকার ইউজ করেন তাহলে তিনি এই বিজ্ঞাপন গুলো দেখতে পারবেন না।
এডসেন্স ও অ্যামাজন সহ অন্যান্য সহযোগী।
অধিকাংশ বিজ্ঞাপন দাতা এবং প্রকাশক এখন ব্লগার ওয়ার্ডস ফোরাম এবং নিজেদের ওয়েবসাইটগুলোতে এনটি এডব্লক ক্রিপ্ট ব্যবহার করেন।
এক্ষেত্রে আপনিও আপনার সাইটে এন্টি এন্ড ব্লক ক্রিয়েট ব্যবহার করতে পারেন ফলে ব্যবহারকারীরা বিজ্ঞাপন ব্লগার নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত সামগ্রিক পড়তে পারবেন। ব্যবহারকারীদের বারবার সতর্ক করবেন তাদের বিজ্ঞাপন ব্লকার বন্ধ করা হয়েছে।
সুতরাং বুঝতেই পারছেন অ্যাড ব্লকার আপনার আইকে কতটা বাড়িয়ে দিতে পারে।
ব্লগারে anti blocker ক্রিপট কিভাবে ইনস্টল করবেন
ব্লগারের জন্য এন্টি অ্যাড ব্লক ক্রিয়েট ইন্সটল করার নিয়ম নিচে দেওয়া হল।
Stap1:
প্রথমে আপনার ব্লগার সাইটের ড্যাশবোর্ডে যান এবং থিম অপশন ক্লিক করুন। না বুঝলে নিচে স্ক্রিনশট ফলো ∆ করুন
Stap2:
এবার নিচের স্ক্রিনশটের মত অপশনে ক্লিক করুন
যেটা খালি চোখে খুঁজে পাওয়াটা অনেক কষ্ট সাধ্য ব্যাপার। তাই আপনার ব্রাউজারের সার্চ বাড়ে খুঁজুন। যেহেতু আমার ক্রোম ব্রাউজার নিচের স্ক্রিনশট এর মত খুঁজে দেখানো হলো। আশা করি সার্চ বার খুঁজে পাবেন। না খুঁজে পেলে ব্রাউজারের ওপরে থ্রি ডট এর উপর ক্লিক করবেন তারপর নিচের স্ক্রিনশটের মত ক্লিক করবেন।
click
]গিয়ে কোডগুলো কপি করে আনুন। এবং হেড এরপরে পেস্ট করে দিন। না বুঝলে নিচের স্ক্রিনশট দেখুন।
save লেখায় ক্লিক করুন
ঠিকঠাক মতো কাজ করা হলে আশা করি অ্যাড ব্লকারক্রিপ আপনার সাইটে কাজ করবে।
ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
প্রযুক্তির নতুন নতুন আপডেট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন
আরো পড়ুন
[স্মার্ট ফোন একটুতেই গরম হয়ে গেলে করণীয়]
[এন্ড্রয়েড ফোনের প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন]
??
[মোবাইলে এই অ্যাপস গুলো নাই তো থাকলে এখনই মুছে ফেলুন না হলে বিপদে পড়তে পারেন]
[আপনার ফেসবুক পেজের পোস্ট কপি হলে যেভাবে ফেসবুকের কাছে রিপোর্ট করবেন]
[নিয়ে নিন জাগো নিউজ ২৪ এর ওয়ার্ডপ্রেস থিম সম্পূর্ণ ফ্রিতে]
[নিয়ে নিন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য লাইক বাটন প্লাগিন]
[অ্যাপ ছাড়া যেভাবে যে কোন মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন]
পোস্টটি পরার জন্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ