Site icon Trickbd.com

keyword stuffing কি এবং কেন এটি SEO জন্য ক্ষতিকর?

Unnamed

আপনি কি জানেন keyword stuffing ( কীওয়ার্ড স্টাফিং কী) এবং কীভাবে এটি ওয়েব saitkke ক্ষতি করে ? আপনি যদি জানতে চান কিভাবে কিওয়ার্ড স্প্যামিং এড়ানো যায়। তবে এই আর্টিকেল শেষ পর্যন্ত পড়ুন।

প্রত্যেক ব্লগার চায় যে তার ব্লগ এবং পোস্ট উভয়ই গুগলের প্রথম পৃষ্ঠায় থাকুক। তবে এর জন্য এসইও এর সাহায্য নিয়ে থাকেন কারণ অল্প অল্প করে এসইও দিয়ে সহজেই পেজ র‍্যাঙ্ক করা যায়।

এখানে কীওয়ার্ডগুলো ভুল উপায়ে এবং বারবার পোস্টে ব্যবহার করা হয়। এ কারণে ব্লগারের সাইটের র‍্যাঙ্ক ও পোস্টের র‍্যাঙ্ক নিচে নেমে যায়। এই সমস্ত কিছু আমি এই আর্টিকেলে বলব।

আর দেরি কিসের, চলুন আজকে ব্লগিং সম্পর্কে নতুন কিছু জেনে নিই।

কীওয়ার্ড স্টাফিং কি

keyword stuffing হল একটি কৌশল যা পেজকে ভুলভাবে র‌্যাঙ্ক করে Google-এর প্রথম পৃষ্ঠায় নিয়ে যাওয়া হয় । যেটিতে একটি ব্লগার কন্টেন্ট এবং মেটা ট্যাগ, একই ওয়ার্ড বা টার্গেট কীওয়ার্ড , প্যারাগ্রাফ, হেডিং সমস্থ স্থানে বার বার ব্যাবহার করা হয়।

এভাবে সার্চ রেজাল্টে পেজে প্রথমে র‍্যাঙ্ক করে থাকে। এভাবে সাইটের ট্রাফিকও বাড়ানো যায়। কিন্তু এটি শুধুমাত্র কিছু সময়ের জন্য কাজ করে।

এখন একটা উদাহরণ দেই ” ব্লগিং থেকে কিভাবে টাকা আয় করা যায় , ব্লগিং করা আজকাল সবারই উচিত, ব্লগিং এর ক্ষেত্রে সফল হতে আপনাকে অনেক অপেক্ষা করতে হবে। কম সময়ে ব্লগিং করে অনেক কিছু করতে পারবেন।” এখন এখানে আপনি নিশ্চয়ই দেখেছেন কতবার ব্লগিং শব্দটি ব্যবহার করা হয়েছে।

এটিকে আমরা এবং আপনি কীওয়ার্ড স্টাফিং বলতে পারি। যদি একই বাক্যটি আপনাকে র‌্যাঙ্ক করার জন্য বারবার ব্যবহার করা হয় ।

কীওয়ার্ড অন্য কিছু নয়, এটি এমন প্রশ্ন যা ব্যবহারকারী সার্চ ইঞ্জিনে সার্চ করে। আর এই একই শব্দের বারবার ব্যবহার গুগল গাইড লাইনের বিরুদ্ধে।  আপনি এটিকে ব্ল্যাক এসইও ট্রিকস বলতে পারেন। যদি আমি আমার ভাষায় বলি, তাহলে পোস্ট বা পেজ ভুলভাবে র‌্যাঙ্ক করার সেরা উপায় হল এটি। কিন্তু আজকের সময়ে গুগলের এক্সপার্ট অ্যালগরিদমের সামনে এই পদ্ধতি বেশিদিন টিকে থাকতে পারে না।

ব্লগার কোথায় কীওয়ার্ড স্টাফিং করে?

কীভাবে কীওয়ার্ড স্টাফিং এসইও এবং র‌্যাঙ্ককে প্রভাবিত করে

এতক্ষণে আপনি নিশ্চয়ই জেনে গেছেন কীওয়ার্ড স্প্যামিং কি । এখন আপনার জন্য এটাও জানা খুবই গুরুত্বপূর্ণ যে এটি কি এসইও-এর জন্য সত্যিই বিপজ্জনক? Google আপনার সাইট ব্যান পারে?  এই সবের উত্তর হল হ্যাঁ। কীওয়ার্ড স্টাফিং এর ফলে যা হতে পারে :-

কেন ব্লগার কীওয়ার্ড স্টাফিং করে?

যদি অল্প সময়ের মধ্যে ভালো আয় করতে চান। তাই কিছু ব্লগার মনে করেন keyword stuffing ভালো উপায়। গুগলকে বোকা বানিয়ে অনেকেই ফাস্ট পেজে চলে যায় কীওয়ার্ড স্টাফিং করে থাকে। তবে এটি করে ফাস্ট পেজে নিজের অবস্থান বেশীদিন ধরে রাখতে পারবেন না। 

কীভাবে keyword stuffing এড়ানো যায়

এখন এটা জানা খুবই জরুরী, কারণ কেউ কেউ ভালো কন্টেন্ট লেখেন এবং অনেকে জেনে-বুঝে তারা এই কৌশলের সন্ধানী হয়ে ওঠে।

আমরা একে একে আলোচনা করব।

উপসংহার

তো বন্ধুরা, আজকের পোস্টটি প্রত্যেক নতুন-পুরনো ব্লগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এতে যা কিছু উল্লেখ করা আছে, কীওয়ার্ড স্টাফিং কি এবং কিভাবে এসইও এর জন্য বিপদজনক । যদি এই আর্টিকেল থেকে কেউ উপকৃত হয়, তাহলে এটি আমার জন্য আনন্দের। তবে আপনি যদি একজন ব্লগার হন তবে স্বল্প মেয়াদের জন্য চিন্তা করবেন না, সর্বদা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে চিন্তা করুন। 

আশা করি এই লেখাটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনি যদি এখনই কোন প্রশ্ন করতে চান, তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখুন। আর আপনি যদি কোন পরামর্শ দিতে চান তাহলে অবশ্যই দিবেন যাতে আমরা আপনার জন্য নতুন কিছু করতে পারি।

Exit mobile version