Site icon Trickbd.com

নিজের জন্য বানিয়ে নিন ট্রিকবিডির মতো একটি ওয়েবসাইট।

আসসালামু আলাইকুম।
আজকের আর্টিকেলটি তাদের জন্য যারা ট্রিকবিডির মতো একটা ওয়েবসাইট বানাতে চান তাও আবার একদম ফ্রী তে।
ওয়েবসাইটের ডেমো দেখুনঃ-
Visit Demo Website
ওয়েবসাইট টা আমরা ব্লগারে তৈরি করবো সো এইজন্য কিন্তু আমাদের ব্লগারের টেমপ্লেট প্রয়োজন হবে যেটার লিংক আমি আর্টিকেলের শেষে দিয়ে দিবো। তো চলুন শুরি করা যাক!
প্রথমে Blogger ওয়েবসাইটে যান। এখন আপনি যেই জিমেইলের আন্ডারে ওয়েবসাইট টা বানাতে চান সেই জিমেইল লগইন করে নিন।
তারপর আমার দেয়া স্ক্রিনশটগুলো ফলো করুন। প্রথমে থ্রি লাইন ম্যানুতে ক্লিক করুনঃ-
picked
তারপর “Create Blog” এ ক্লুিক করুনঃ-
picked
এখন এখানে আপনার ব্লগার ওয়েবসাইটের জন্য এজটা নাম দিন, এরপর নিচে “Next” বাটনে ক্লিক করুনঃ-
picked
এখন আপনার ওয়েবসাইটের জন্য একটা “URL” ক্রিয়েট করুন এবং নিচে “Save” বাটনে ক্লিক করে দিনঃ-
picked
এখন আবার থ্রি লাইন ম্যানুতে ক্লিক করে “Theme” অপশনে যানঃ-
picked
এখন “Customize” লেখার নিচে ড্রপডাউন বাটনে ক্লিক করুনঃ-
picked
তারপর “Restore” এ ক্লিক করুনঃ-
picked
এখন আমি যেই টেম্পলেট লিংক পোস্টের শেষে দিয়েছি সেটা ডাউনলোড করে সেই ফাইল টা এখান থেকে সিলেক্ট করুনঃ-
picked
সিলেক্ট করলেই আপনার ওয়েবসাইটটি ক্রিয়েট হয়ে যাবে।
এখন আপনি আপনার মনের মতো করে ওয়েবসাইট টা কাস্টমাইজ করে নিন। ব্যাস কাজ শেষ।
টেমপ্লেট ডাউনলোড লিংকঃ-
TrickBD Blogger
Template credit goes to “Al Sayeed” brother ❤️
এরকম আরো ইউজফুল কনটেন্ট পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলেঃ-
SABBiRTUNE
যেকোনো হেল্প লাগলে আমার সাপোর্ট গ্রুপে জিগ্যেস করতে পারেন, ধন্যবাদ।
Exit mobile version