আসসালামু আলাইকুম।
আজকের আর্টিকেলটি তাদের জন্য যারা ট্রিকবিডির মতো একটা ওয়েবসাইট বানাতে চান তাও আবার একদম ফ্রী তে।
ওয়েবসাইটের ডেমো দেখুনঃ-
ওয়েবসাইট টা আমরা ব্লগারে তৈরি করবো সো এইজন্য কিন্তু আমাদের ব্লগারের টেমপ্লেট প্রয়োজন হবে যেটার লিংক আমি আর্টিকেলের শেষে দিয়ে দিবো। তো চলুন শুরি করা যাক!
প্রথমে Blogger ওয়েবসাইটে যান। এখন আপনি যেই জিমেইলের আন্ডারে ওয়েবসাইট টা বানাতে চান সেই জিমেইল লগইন করে নিন।
তারপর আমার দেয়া স্ক্রিনশটগুলো ফলো করুন। প্রথমে থ্রি লাইন ম্যানুতে ক্লিক করুনঃ-
picked
তারপর “Create Blog” এ ক্লুিক করুনঃ-
picked
এখন এখানে আপনার ব্লগার ওয়েবসাইটের জন্য এজটা নাম দিন, এরপর নিচে “Next” বাটনে ক্লিক করুনঃ-
picked
এখন আপনার ওয়েবসাইটের জন্য একটা “URL” ক্রিয়েট করুন এবং নিচে “Save” বাটনে ক্লিক করে দিনঃ-
picked
এখন আবার থ্রি লাইন ম্যানুতে ক্লিক করে “Theme” অপশনে যানঃ-
picked
এখন “Customize” লেখার নিচে ড্রপডাউন বাটনে ক্লিক করুনঃ-
picked
তারপর “Restore” এ ক্লিক করুনঃ-
picked
এখন আমি যেই টেম্পলেট লিংক পোস্টের শেষে দিয়েছি সেটা ডাউনলোড করে সেই ফাইল টা এখান থেকে সিলেক্ট করুনঃ-
picked
সিলেক্ট করলেই আপনার ওয়েবসাইটটি ক্রিয়েট হয়ে যাবে।
এখন আপনি আপনার মনের মতো করে ওয়েবসাইট টা কাস্টমাইজ করে নিন। ব্যাস কাজ শেষ।
টেমপ্লেট ডাউনলোড লিংকঃ-
Template credit goes to “Al Sayeed” brother ❤️
এরকম আরো ইউজফুল কনটেন্ট পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলেঃ-
যেকোনো হেল্প লাগলে আমার সাপোর্ট গ্রুপে জিগ্যেস করতে পারেন, ধন্যবাদ।

20 thoughts on "নিজের জন্য বানিয়ে নিন ট্রিকবিডির মতো একটি ওয়েবসাইট।"

  1. Danger Rafi Author says:
    Thanks for sharing…
    1. itsmesabbir Author Post Creator says:
      My please brother ❤️
    2. SABBiR Author Post Creator says:
      My pleasure brother ❤️
  2. Sohelarman4374 Author says:
    Wow…onek shundor post
    1. SABBiR Author Post Creator says:
      Thanks bhai ❤️
  3. Rashidul Contributor says:
    এই থিম দিয়ে কি এডসেন্স এপ্রুভ হবে ভাই?
  4. trickbd575 Contributor says:
    Onek Onek Thanks ❣️❣️
    1. itsmesabbir Author Post Creator says:
      My pleasure brother ❤️
  5. KawႽαᖇ AӀɑო✨ Contributor says:
    only Desktop Version?
    1. itsmesabbir Author Post Creator says:
      Yep!
  6. Md Swapon Mia Contributor says:
    ভিউ সো সিষ্টেম টা এড থাকলে আরো ভালো হতো – যদি আমি wordpress ইউজার তবুও অনেক ভালোই হইছে পোষ্ট টি
    1. itsmesabbir Author Post Creator says:
      ধন্যবাদ ভাই! আর হ্যা, এই থিক টা যে বানাইছে (Al Sayeed Bhai) সে চাইলে ভিউ ফিচারটাও অ্যাড করতে পারে।
  7. Unknown Author says:
    বাহহ! অনেক কাজের পোস্ট করেছেন..। খুবই উপকৃত হলাম, এগিয়ে যান…?
    1. itsmesabbir Author Post Creator says:
      ধন্যবাদ ভাই, ভালোবাসা রইলো। ?
  8. jibon roy Author says:
    এই টেমপ্লেট টি trickbd তেই পোস্ট আছে।টেমপ্লেট creator : Al Sayeed ভাই।পোস্ট লিঙ্ক: https://trickbd.com/blogger/752334কোনো রকম ক্রেডিট ছাড়াই তার টেমপ্লেট নিয়ে পোস্ট করে দিলেন।
    1. TrickBD Support Moderator says:
      লেখক, বিষয়টি পরিস্কার করবেন।
    2. itsmesabbir Author Post Creator says:
      আসলে ভাই আমি এই টেমপ্লেট টা থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করি। সেখানে টেম্পলেট টা কার বানানো সেটা লেখা ছিলো না এন্ড আমি জানতাম না আসলে এই কনফিগের ক্রিয়েটর কে এইজন্য আমি চেয়েও ক্রেডিট দিতে পারিনি।

      এখন পোস্ট টি এডিট করে ক্রেডিট দিয়ে দেয়া হয়েছে, টেমপ্লেট ডাউনলোড লিংকের ঠিক পরের লাইনেই।

      এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এই ইনফরমেশনটি দেয়ার জন্য।

    3. itsmesabbir Author Post Creator says:
      @TrickBD Support জ্বি, আমি বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি।
  9. Sanwar Contributor says:
    vai [itboxbd,com] ai website ta ekdom same to same trickbd but oi website blogger diye banaisi.dekhe aste paren(don’t scam just share krlm]

Leave a Reply