Site icon Trickbd.com

এইবার কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের হবেই || ১০০% কার্যকরী || Only For QR Code Supported Device

Unnamed

হাই ট্রিকবিডির বন্ধুরা সবাই কেমন আছেন?
সবাইকে ট্রিকবিডির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি।


আজ আমি আপনাদের কে দেখাবো, কিভাবে খুব সহজেই Mi ফোন দিয়ে কানেক্ট করা wifi– এর পাসওয়ার্ড বের। করবেন। আসলে ১০০% কার্যকরী, এটি করতে আপনার মোবাইল রুট করা ও লাগবেনা। শুধু একটি সফটওয়্যার ডাউনলোড দিলেই পাসওয়ার্ড দেখতে পারবেন।

প্রথমেই বলে নেই… পোষ্টটি বুঝতে কারো কোনো সমস্যা হলে ভিডিওটি দেখে কাজ করুন, ভিডিওতে বিস্তারিত বলা আছে।

তো চলেন কাজে চলে যায়….

প্রথমে বলে নেই.. আজ সকাল ১০টা থেকে আমার Exam শুরু, তাই বিস্তারিত লিখতে পারবোনা, তবে আপনাদের সুবিধার্থে ভিডিও ও বানিয়েছি।

প্রথমে Google Play Store থেকে QR Code Reader– সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর সফটওয়্যার টি অপেন করুন, সফটওয়্যার টি ক্যামেরার মত,
অর্থাৎ আপনার যে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করা ঐ মোবাইলের ওয়াইফাই– এ গিয়ে যেই টার পাসওয়ার্ড দেখতে চান ঐ টার মাঝে ক্লিক করলে একটি QR Code দেখতে পারবেন, নিচের ছবির মত (বিস্তারিত ভিডিওতে)

এখন শুধু আপনি আপনার QR Code টি QR Code Reader সফটওয়্যার টি চালু করে ধরলেই পাসওয়ার্ড বের হয়ে যাবে।

আজকের পোষ্ট সমাপ্ত

সময় কম থাকার কারনে বিস্তারিত লিখতে পারলাম না, যদি কারো কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটি দেখে কাজ করুন, ভিডিওতে বিস্তারিত বলা আছে।

ভিডিও লিংক।

এইবার কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের হবেই || ১০০% কার্যকরী || Only For QR Code Supported Device

সৌজন্যেঃ FARABI 360


সবধরনের টেকনোলোজি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।