আর সাথে থাকছে সকলের প্রতি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
আজকে আপনাদের সাথে একটা সুন্দর কাজ শেয়ার করবো।
টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন সবাই।
যারা জানেন তাদের থেকে আরো সহযোগিতা চাই।আর যারা জানেনা তাদের জানাতে চাই।
এখন কাজের কথায় আসি।
কিছু কথা:
আমরা যারা ব্রডব্যান্ড বা wifi লাইন ব্যাবহার করি,
তাদের সাধারনত যেকোন ব্র্যান্ডের একটা না একটা router থাকেই।
আর এই router চালাতে হলে config টা ঠিক করে নিতে হয়।
router config setting এর কাজটা প্রথমে নেট কোম্পানী থেকে করে দেওয়া হয়।
যখন router টি থেকে কোন কারন বসত config টি reset হয়ে যায় তখন আর সঠিক সেটিং না করা পর্যন্ত নেট চালানো যায়না।
তো আজকের আমার এই পোষ্টের মাধ্যমে দেখিয়ে দেবো, কিভাবে আপনি router config setting টি backup করবেন
আর router config setting reset হলে পুনরায় restore করে নেট চালাতে সক্ষম হবেন।
******তো কথা না বারিয়ে কাজের কথায় যাই। ********
♥♥এখানে আমি পর্যাপ্ত পরিমান স্ক্রিনশট দিয়েছি।♥♥
তবুও না বুঝতে পারলে পোষ্টে কমেন্ট করবেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।
♥♥♥আমি ট্রিকবিডির হয়ে সারাক্ষণ আপনাদের পাশেই আছি ও থাকবো।♥♥
♦♦আশা করি সবাই ভালো ভাবেই বুঝতে পারবেন।♦♦
তো প্রথমে:
আপনারা যেকোন ব্রাউজার থেকে router পেজ এ যাবেন।
আর এখানে উপর থেকে advanced অপশনে যাবেন।
তারপর এখানে উপরে খেয়াল করুন দেখুন কানেক্টেড লেখা আছে।
তারপর এখান থেকে বাম পাশে system tools এ ক্লিক করুন।
তারপর এই রকম আসলে এখান থেকে backup and restore অপশন টি তে ক্লিক করুন।
এই রকম আসলে এখান থেকে backup এ ক্লিক করুন।
তারপর আপনার থেকে চাইবে যে, router config setting
টি কোনটার মাধ্যমে ডাউনলোড করবেন।
আপনি সিলেক্ট করলে router config setting এর backup টি save হয়ে যাবে।
এখন,
ধরুন আপনার router config setting টি যে কোন কারনে reset হয়েছে।
তখন আপনার router page এ গিয়ে দেখলেন যে, কানেক্ট করার চেষ্টা করলেও ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আর আপনি নেটও চালাতে পারছেন না।
এই সময়ে সেটিং ঠিক করার খুবই চেষ্টা করেও ঠিক করতে পারলেন না।
তখন আপনাকে যেখান থেকে broadband লাইন টি নিয়েছেন, সেখানে যেতেই হবে।
কারন,
তাদের কাছে এই সেটিং টি backup এ আছে বা তারা ঠিক করে দিবে।
কিন্তু এত কষ্ট করার চাইতে যদি আপনি নিজেই একটু কষ্ট করে router config setting টি backup করে রাখেন,তবে আর নেট সেন্টারে যেতে হবেনা।
তো এখন আপনার backup করা router config setting টি restore করতে
পুনরায় router page এর backup and restore অপশনে যাবেন
তারপর এখান থেকে restore এর ওখানে browse অপশনে গিয়ে আপনার backup করা config টি সিলেক্ট করুন।
আর restore এ ক্লিক করুন।
তারপর এই রকম আসলে ok করে দিন।
তারপর দেখুন rebooting হচ্ছে।
কিছুক্ষন অপেক্ষা করুন।
rebooting শেষ হলে আপনার ফোন অটোমেটিক ভাবে পুনরায় আপনার router এর সাথে কানেক্ট হবে।
এখন আপনি router page এ গিয়ে দেখুন
কানেক্টেড হয়ে আছে।
[বি:দ্র: router page থেকে আপনারা মোবাইল দিয়েই অনেক কিছু করতে পারবেন।
আর যে কোন কাজ করার পর অবস্যই reboot অপশন টি ক্লিক করে রিবুট করবেন ]
♥♥আশা করি আপনাদের বিষয়টি ভালভাবে বোঝাতে পেরেছি।♥♥
ভুল হলে ক্ষমা করবেন ও ভুল দেখিয়ে দিবেন।
আজ এই পর্যন্তই।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আর ট্রিকবিডির সাথে থেকে অনেক কিছু জানুন।