আর সাথে থাকছে সকলের প্রতি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।

আজকে আপনাদের সাথে একটা সুন্দর কাজ শেয়ার করবো।

টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন সবাই।

যারা জানেন তাদের থেকে আরো সহযোগিতা চাই।আর যারা জানেনা তাদের জানাতে চাই।

এখন কাজের কথায় আসি।

কিছু কথা:

আমরা যারা ব্রডব্যান্ড বা wifi লাইন ব্যাবহার করি,
তাদের সাধারনত যেকোন ব্র‍্যান্ডের একটা না একটা router থাকেই।

আর এই router চালাতে হলে config টা ঠিক করে নিতে হয়।
router config setting এর কাজটা প্রথমে নেট কোম্পানী থেকে করে দেওয়া হয়।

যখন router টি থেকে কোন কারন বসত config টি reset হয়ে যায় তখন আর সঠিক সেটিং না করা পর্যন্ত নেট চালানো যায়না।

তো আজকের আমার এই পোষ্টের মাধ্যমে দেখিয়ে দেবো, কিভাবে আপনি router config setting টি backup করবেন

আর router config setting reset হলে পুনরায় restore করে নেট চালাতে সক্ষম হবেন।

******তো কথা না বারিয়ে কাজের কথায় যাই। ********

♥♥এখানে আমি পর্যাপ্ত পরিমান স্ক্রিনশট দিয়েছি।♥♥

তবুও না বুঝতে পারলে পোষ্টে কমেন্ট করবেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।

♥♥♥আমি ট্রিকবিডির হয়ে সারাক্ষণ আপনাদের পাশেই আছি ও থাকবো।♥♥

♦♦আশা করি সবাই ভালো ভাবেই বুঝতে পারবেন।♦♦

তো প্রথমে:

আপনারা যেকোন ব্রাউজার থেকে router পেজ এ যাবেন।

আর এখানে উপর থেকে advanced অপশনে যাবেন।

তারপর এখানে উপরে খেয়াল করুন দেখুন কানেক্টেড লেখা আছে।

তারপর এখান থেকে বাম পাশে system tools এ ক্লিক করুন।

তারপর এই রকম আসলে এখান থেকে backup and restore অপশন টি তে ক্লিক করুন।

এই রকম আসলে এখান থেকে backup এ ক্লিক করুন।

তারপর আপনার থেকে চাইবে যে, router config setting
টি কোনটার মাধ্যমে ডাউনলোড করবেন।

আপনি সিলেক্ট করলে router config setting এর backup টি save হয়ে যাবে।

এখন,

ধরুন আপনার router config setting টি যে কোন কারনে reset হয়েছে।

তখন আপনার router page এ গিয়ে দেখলেন যে, কানেক্ট করার চেষ্টা করলেও ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আর আপনি নেটও চালাতে পারছেন না।

এই সময়ে সেটিং ঠিক করার খুবই চেষ্টা করেও ঠিক করতে পারলেন না।

তখন আপনাকে যেখান থেকে broadband লাইন টি নিয়েছেন, সেখানে যেতেই হবে।

কারন,
তাদের কাছে এই সেটিং টি backup এ আছে বা তারা ঠিক করে দিবে।

কিন্তু এত কষ্ট করার চাইতে যদি আপনি নিজেই একটু কষ্ট করে router config setting টি backup করে রাখেন,তবে আর নেট সেন্টারে যেতে হবেনা।

তো এখন আপনার backup করা router config setting টি restore করতে

পুনরায় router page এর backup and restore অপশনে যাবেন

তারপর এখান থেকে restore এর ওখানে browse অপশনে গিয়ে আপনার backup করা config টি সিলেক্ট করুন।

আর restore এ ক্লিক করুন।

তারপর এই রকম আসলে ok করে দিন।

তারপর দেখুন rebooting হচ্ছে।

কিছুক্ষন অপেক্ষা করুন।

rebooting শেষ হলে আপনার ফোন অটোমেটিক ভাবে পুনরায় আপনার router এর সাথে কানেক্ট হবে।

এখন আপনি router page এ গিয়ে দেখুন

কানেক্টেড হয়ে আছে।

[বি:দ্র: router page থেকে আপনারা মোবাইল দিয়েই অনেক কিছু করতে পারবেন।
আর যে কোন কাজ করার পর অবস্যই reboot অপশন টি ক্লিক করে রিবুট করবেন ]

♥♥আশা করি আপনাদের বিষয়টি ভালভাবে বোঝাতে পেরেছি।♥♥

ভুল হলে ক্ষমা করবেন ও ভুল দেখিয়ে দিবেন।

আজ এই পর্যন্তই।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

আর ট্রিকবিডির সাথে থেকে অনেক কিছু জানুন।

39 thoughts on "এখনই router config setting টি backup করুন আর নিজেই setting টি restore করে router net সচল করুন।আর নেট সেন্টারে যাওয়া থেকে বাঁচুন।"

  1. Ex Programmer Contributor says:
    নাইছ পোস্ট।
    1. rajudhunatbogra Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে
  2. shohag654 Contributor says:
    অনেক অনেক ধন্যবাদ।
    1. rajudhunatbogra Author Post Creator says:
      আপনাকে স্বাগতম
  3. Khairul Islam✅ Author says:
    ভাল পোষ্ট,,,কিন্তু configuration সমস্যা হলে নেট কোম্পানিতে যাওয়া লাগবে কেন।।
    অবশ্যই সকলের লাইনের একটি করে User Nmae এবং একটি Password আছে,,,,

    প্রত্যেকেরই এই দুটি দিয়ে যায় নেট কানেকশন কারী।

    যেটি আপনার Network এর মধ্যে পাবেন।।।
    ধন্যবাদ

    1. rajudhunatbogra Author Post Creator says:
      জি ভাই।

      কিন্তু যখন রাউটার টি রিসেট হয়, তখন ওই username ও পাসওয়ার্ড দিলেও কাজে লাগেনা।

      আমি নিজেও এই সমস্যায় পড়েছিলাম।
      তারপর রাউটার পেজ থেকে এই অপশন খুজে পেয়ে ব্যাকাপ করে রাখি।

    2. Khairul Islam✅ Author says:
      100% হবে,,,কারণ এক একজন ইউজারের জন্য একটি একটি ইউজার নেম।।

      এতে কোন সন্দেহ নেই

    3. Khairul Islam✅ Author says:
      আপনার টা Network Control এ গিয়ে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হয়,,সেটি দিলে ১০০% হবে।।।

      আমি রাউটারের User name and Password এর কথা বলিনি।।
      Net Provider রা প্রত্যেক লাইনে একটি করে ইউজার নেম দেয়,,যার মাধ্যমে নেট দিয়ে থাকে,, তানা হলে বুঝবে কি করে আপনার লাইন কোনটি,,,,,এবং সেটি রাউটারে দিলে নেট আসে,,হয়ত বুঝতে পেরেছেন

    4. rajudhunatbogra Author Post Creator says:
      এইটা তো জানি। ভেবেছিলাম লগিং পেজ এর
      ইউজার আইডি ও পাসওয়ার্ড।

      আপনাকে ধন্যবাদ ভাই বলার জন্য
      অন্য সবার উপকার হবে।
      কারন, আমি পোষ্টে এইটা উল্লেখ করিনাই।
      যা উল্লেখ করা উচিৎ ছিলো।

  4. SP Khalad Contributor says:
    হায়হায় আপনার username and pass share kore dilen
    1. rajudhunatbogra Author Post Creator says:
      সমস্যা নাই ভাই।
      চেষ্টা করে দেখেন কাজে লাগবেনা।

      এক রাউটার এর টা অন্য রাউটারে কাজে লাগেনা।
      আমি দেখেছি চেষ্টা করে।

  5. rubel khan Contributor says:
    accha bai amar router ar server konta kiabe koje pabo……
  6. rubel khan Contributor says:
    accha bai amar router ar server adress konta kiabe koje pabo……
    1. rajudhunatbogra Author Post Creator says:
      ভাই আপনি কোনটা চাচ্ছেন?

      যেটা দিয়ে আপনি লগিং করবেন সেইটা
      নাকি সার্ভিস প্রোভাইডারের [মানে নেট কানেকশন দাতা দের] যে এ্যাড্রেস টা?

      কোনটা?

    2. rubel khan Contributor says:
      mane…. oder server j jeta diye ora net chalai…..owncloud a diye je login kora hoi seta
    3. rajudhunatbogra Author Post Creator says:
      ভাই ওইটার ঠিকানা থাকে নেটের ডিলার দের কাছে।
      ওইটা তো আমাদের দিবেনা।

      নেটে খুজলে হয়তো পাওয়া যাবে।কিন্তু হয়তো কাজে লাগবেনা।

    4. rubel khan Contributor says:
      asole bepar ta holo oi server diye movie natok download dewa hoi seI server kI ami router setup diye ber korte parbo
    5. rajudhunatbogra Author Post Creator says:
      এই ব্যাপারে জানিনা।
      আপনি জানলে এখানে কমেন্ট কইরেন।
      সবারই যেনো উপকারে আসে।
    6. rubel khan Contributor says:
      ami jani but router app diye oi server ta kiabe ber kore setai jani na…..kinto amar boro bai janene…ata
    7. rajudhunatbogra Author Post Creator says:
      জানতে পারলে একটু বইলেন।
  7. Alamgir Author says:
    good post.

    But quick setup thekei to sob router set kora jay.
    Tara to password+username diyei jay seta diya.

    Nije parle centre a jete hoyna.

  8. Alamgir Author says:
    old.trickbd.com ata ki wapkate cilo?
    Trickbd wordpress a asce koto sale? Kew janen?
    1. rajudhunatbogra Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ ভাই।
    1. rajudhunatbogra Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  9. Illusive Contributor says:
    vai amar mercusys mw305r..setup korle o active hosse na..net colce na…onk youtube plus post dakci
    onk try korci hoy na…vi yellow error icon ese thake..plz full ekta post dan..taratari..ba amay ekta help koren..jeno kaj kore
    1. Illusive Contributor says:
      amar static ip
    2. rajudhunatbogra Author Post Creator says:
      খুবই কঠিন হয়ে যায় সারা।তবুও চেষ্টা করে দেখবো।
      আমারও এই রকম হয়েছিলো।আমি নেট কানেকশন কারীদের ওখানে নিয়ে গিয়ে ওদের ব্যাকাপে রাখা কনফিগ টা রিস্টোর করে ঠিক করে এনেছিলাম।
      পরে ব্যাকাপ করে রাখার পর সমস্যা হলেও ওদের কাছে যেতে হয়না।
  10. Fárdín Søúrøv Contributor says:
    Nice post vaiya…… Tp-link ba router herd security korbo ki vabe… Akta post den ….router herd security hobe… Ar hack thake bachano jabe ki vabe ai niea akta post koren Brother plzz…..have a nice day!
    1. rajudhunatbogra Author Post Creator says:
      ভাই আপনিএকটা কাজ করুন।
      আপনার লগিং পেজ এ
      username : admin
      password: admin
      এইটা চেঞ্জ করে দিন।
      আর আপনার কানেকশন পাসওয়ার্ড টি
      একটু বড় করে দিন।
    2. rajudhunatbogra Author Post Creator says:
      ভাই আপনিএকটা কাজ করুন।
      আপনার লগিং পেজ এ
      username : admin
      password: admin
      এইটা চেঞ্জ করে দিন।
      আর আপনার কানেকশন পাসওয়ার্ড টি
      একটু বড় করে দিন।
    3. rajudhunatbogra Author Post Creator says:
      যেমন: [ প্রথমে ২/৩ টা স্পেস তারপর বড় হাতের অক্ষর
      তারপর কয়েক টা ছোট হাতের অক্ষর তারপর স্পেস তারপর কয়েকটা সংখ্যা তারপর স্পেস] এই রকম দিলে কেউই হ্যাক করতে পারবেনা।
      যেমন: [ Raju3882ra ] এই রকম।
  11. Mahbub Pathan Author says:
    যদিও আমি ওয়াইফাই ব্যবহার করি না, তাই আমার জন্য এটি গুরুত্বপূর্ণ না। তবুও পোস্টটি আমার কাছে ভালো লাগলো, কাজের একটি পোস্ট।
    1. rajudhunatbogra Author Post Creator says:
      আপনাকে ধন্যবাদ ভাই।
  12. Vìllâīñ Ïx Réñdêr Contributor says:
    bro amar configuration ta reset hoiya gece so ekto apnar configuration ta den dekhi kaj kore naki?
    1. rajudhunatbogra Author Post Creator says:
      হবেনা ভাই।আপনি যদি আমরা যে আইএসপি তে কানেক্ট আছি সেই একই লাইনে সংযুক্ত থাকলে করা যেতো।তবুও যদি আমি না চালাতাম তবে হতো।
    2. Vìllâīñ Ïx Réñdêr Contributor says:
      আমাদের এখানে সুইচ আছে যার প্রধান সংযোগ টি আমার বড় ভাইয়ার এবং প্যারালারলি ২ জন গ্রাহক আছে এখন আমি এখান থেকে ৪র্থ নম্বর গ্রাহক হবো কিন্তু line র আইপি, উসার নেম,পাস জানি না। সেক্ষেত্রে আমার বড় ভাইয়ার রাউটারের Config.bin Download করে আমি আপ দিলে হবে?
    3. rajudhunatbogra Author Post Creator says:
      ওই ২ জনের যদি একই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে চলে তবে আপনিও চালাতে পারবেন।আপনার পদ্ধতি অনুযায়ী

Leave a Reply