আসসালামু আলাইকুম । সবাইকে জুম্মার শুভেছা । আজকে একটি মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আশা করছি কিছুটা ভালো এবং নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো।
বর্তমানে ইন্টারনেট আমরা সবাই চালাই । বিভিন্ন এলাকায় নেট সার্ভিস বিশেষ করে ব্রডব্যান্ড নেট সার্ভিস এর সহজলভ্য প্যাকেজ এর কারনে অনেকেই মডেম এর চেয়ে ব্রডব্যান্ড ব্যাবহারের প্রতি বেশি ঝুঁকে পড়ছে । এর প্রধান কারন গুলো হল
১ ভালো স্পীড
২ কম খরচে ২৪ ঘণ্টা নেট চালানোর সুবিধা
৩ ডাউনলোড সার্ভার এর সুবিধা
৪ BDIX Connectivity
উপরের প্রথম তিনটি বিষয় সবাই জানলেও শেষের পয়েন্টটি অনেকের কাছে অপরিচিত লাগতে পারে । আজকের টিউনটি মূলত এই বিষয় নিয়েই । চলুন এই বিষয়টি সম্পর্কে কিছু জানার চেষ্টা করি।
BDIX কি ?
BDIX এর পূর্ণরূপ হল Bnagladesh Internet Servics Exchage . BDIX এক ধরনের ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করে যার মাধ্যমে আপনি খুব সহজেই তাদের সার্ভার থেকে যে কোন ফাইল অনেক কম সময় অনেক দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবেন ।
এ ক্ষেত্রে আপনার নরমাল নেট এর স্পীড যাই হোক না কেন আপনি তার চেয়ে অনেক বেশি পরিমাণ ডাউনলোড স্পীড পাবেন । একটি সহজ উদাহরন এর মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করছি । মনে করুন আপনি X provider এর ব্রডব্যান্ড নেট চালান । আপনার লাইন হল ১ এমবি স্পীড এর যার মানে হল আপনি যে কোন ফাইল average 100kbps speed এ ডাউনলোড করতে পারবেন । এটা হল আপনার নরমাল স্পীড যা আপনাকে X provider আপনাকে দিয়ে থাকে মাসিক চার্জ অনুযায়ী।
যদি আপনার সেই provider এর BDIX connectivity থাকে তাহলে BDIX server গুলো থেকে তার চেয়ে অনেক বেশি স্পীড ফাইল ডাউনলোড করতে পারবেন । সে ক্ষেত্রে যদি ১০ এমবি স্পীড এর কোন BDIX server থেকে আপনি কোন ফাইল ডাউনলোড করেন তাহলে আপনার স্পীড আসবে average e 1Mb যা অবশ্যই যে কোন ইউজার এর জন্য সুবিধাজনক ।
এই হল BDIX servers গুলোর আসল সুবিধা। এ ক্ষেত্রে মজার বিষয় হল কিছু কিছু provider তাদের নিজেদের সার্ভার ছাড়াও কিছু কিছু BDIX সার্ভার এর সাথে connected থাকে যার ফলে ওই সব সার্ভার থেকে তাদের ইউজার রা হাই স্পীড এ যে কোন ফাইল ডাউনলোড দিতে পারে । এ ক্ষেত্রে কিছু কিছু provider তাদের নিজেদের সার্ভার এ এই সব BDIX connected server এর লিস্ট দিয়ে রাখে আবার অনেক ক্ষেত্রে ইউজার কে এই সব সার্ভার খুজে নিতে হয় নিজের থেকেই । BDIX server এর কিছু বিশেষ সুবিধা গুলো হল
High Data Volume
Saves a lot of money to ISPs and End users
New Features and Services
Redundancy
কিভাবে খুঁজে পাবো এই সব সার্ভার ?
এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ধরা যাক আপনি BDIX connected যার মানে হল আপনার ব্রডব্যান্ড provider এর BDIX connectivity আছে কিন্তু আপনি সার্ভার গুলোর এড্রেস জানেন না । এখন কি করবেন ? টেনশন নেই আমি নিচে কিছু BDIX servers এর লিস্ট দিয়ে দিচ্ছি । এ ক্ষেত্রে একেক জন একেক সাইট থেকে ভালো স্পীড পেতে পারেন কারন আপনার ব্রডব্যান্ড provider কোন কোন সাইট এর সাথে connected আছে সেটা নিশ্চয়ই আমি জানি না । তাই আমার পরামর্শ হবে যে সব গুলো সাইট আপনি একবার করে check করুন । যে সকল সার্ভার থেকে ভালো স্পীড পাবেন সেই সাইট গুলো আপনি bookmark করে রাখুন । কোন সাইট যদি ব্রাউজার এ না আসে তাহলে বুঝবেন যে ওই সার্ভার আপনার provider এর সাথে connected না । আবার এমন যদি হয় যে কোন সাইট আসলো কিন্তু ডাউনলোড স্পীড নরমাল পাচ্ছেন তাহলে বুঝবেন ওই সার্ভার এখন আপনার provider কে BDIX স্পীড দিচ্ছে না । নিচে কিছু সার্ভার দিয়ে দিলাম আর একটা লিস্ট আপলোড করে দিলাম যারা যারা চান তারা ডাউনলোড করে নিতে পারবেন ।
আপনার provider এর যদি BDIX connected না থাকে তাহলে অনেক ওয়েবসাইট এ প্রবেশ করতে পারবেন না। এবং স্পীড ও বেশি পাবেন না।
Movie Servers
- https://wovie.info/ [সব থেকে ভাল এই সার্ভার টা]
- http://new.naturalbd.com/
- http://www.ftpbd.com
- http://180.211.219.245
- http://moviehaat.net
- http://103.245.205.74:56
- http://tube.dfnbd.net
- http://www.timepassbd.com/
Torrent Servers
- http://crazyhd.com
- http://www.bdix.org/ (crazyhd mirror)
- http://www.area51bd.com/ (crazyhd mirror)
- http://torrentbd.com/
- http://172.27.27.5/
- http://ontohinbd.com/
- http://bioscopeblog.net/
- http://www.megabitnetwork.net/
- http://www.paitara.com/
- http://www.bdixtorrent.com/
- http://www.azibtorrent.com/
- http://winghd.com/
- http://www.azibtorrent.com/
FTP Servers
- 180.211.219.126
- 180.211.219.216:96 (Username: signature & Password: signature)
- 59.152.101.141/
- http://103.3.226.207/ (Tomatto web ftp server)
- http://103.230.62.62:62/ (Exord Online)
- http://103.229.80.4
- http://59.152.105.130
- http://59.152.105.130/wp/
- http://www.bdixmedia.com/
- http://10.16.100.235
- http://www.timepassbd.com
- http://103.3.226.207 (NEW) [Recommended]
- http://103.225.228.130
- http://103.3.226.203
- http://103.230.62.62:62 (Temporary) [Recommended]
- fs1.exord.net (Permanent)
- http://www.ftpbd.com
- http://180.200.238.22 [Recommended]
- http://180.211.219.245 [Recommended]
- http://movie.idsbangladesh.net.bd [Recommended]
- http://103.229.84.7
- media.dfnbd.net/dm
- http://103.31.178.75
কিছু কথা
provider এর কাছ থেকে ব্রডব্যান্ড লাইন নেয়ার সময় অবশ্যই জেনে নিবেন তারা BDIX connected কি না ? না হলে অন্য provider এর লাইন ব্যবহার করা ভালো ।
উপরের সার্ভার গুলো বিভিন্ন সাইট এবং ফেসবুকের এর গ্রুপ থেকে নেয়া তাই refereance হিসেবে সাইট গুলো দিয়ে দিচ্ছি
অনেক সাজিয়ে লেখার চেষ্টা করলাম । আশা করছি টিউনটি আপনাদের জন্য অনেক হেল্প করবে । যারা আমার আগের লেখাটি পরেনি তারা অবশ্যই এই প্রতিবেদনটি পড়বেন ।
সময় পেলে আমার সাইট এ ঘুরে আস্তে পারেন । বাংলায় প্রযুক্তি ও বিজ্ঞান