Site icon Trickbd.com

করোনা (কোভিড-১৯) এর টিকার জন্য নিবন্ধন করুন সুরক্ষা অ্যাপের মাধ্যমে

আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে Covid Vaccine এর Registration করবেন ঘরে বসেই সুরক্ষা অ্যাপের মাধ্যমে ঃ

তো চলুন শুরু করি:

প্রথমে আপনারা গুগল প্লে স্টোর থেকে সুরক্ষা অ্যাপ ইন্সটল করে নিন, ডাউনলোড করুন >> Download


ইন্সটল সম্পূর্ণ হয়ে গেলে সুরক্ষা অ্যাপটি ওপেন করবেন।

ওপেন হয়ে গেলে ভাষা সিলেক্ট করবেন, তারপর নিচের স্কিনশট অনুযায়ী ক্লিক করবেন

‘নির্বাচন করুন’ এ ক্লিক করুন

আপনি যদি সাধারণ নাগরিক হয়ে থাকলে ‘নাগরিক নিবন্ধন‘ এ ক্লিক করুন

অথবা অন্য কর্মচারী হলে সেটাই ক্লিক করুন

তারপর আইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে ‘যাচাই করুন‘ এ ক্লিক করূন

এবার আপনার সচল মোবাইল নাম্বার দিয়ে ‘পরবর্তী‘ তে ক্লিক করুন

নিচের যেকোনো রোগ থাকলে হ্যাঁ অথবা না থাকলে না দিবেন, তারপর পরবর্তী‘অপশনে ক্লিক দিবেন

আপনার যদি আগে থেকে কোভিড-১৯ কাজে জড়িত থাকেন তাহলে হ্যাঁ দিবেন অথবা না দিবেন,

আর আপনার পেশা সিলেক্ট করবেন,  তারপর ‘পরবর্তী‘ অপশনে ক্লিক দিবেন


পেশা অপশনে আপনার পেশা খুজে না পেলে অনন্য দিন, তারপর আবার ‘পরবর্তী‘ অপশনে ক্লিক দিবেন

এবার আপনার বর্তমান ঠিকানা দিবেন , তারপর আবার ‘পরবর্তী‘ অপশনে ক্লিক দিবেন

নির্বাচন করুন অপশন এ ক্লিক দিয়ে আপনার নিকটস্থ কেন্দ্র সিলেক্ট করুন,

আর নিচের স্কিন্সট অনুযায়ী টিক বক্সে ক্লিক করুন, তারপর সংরক্ষন করুন অপশন এ ক্লিক করুন

তারপরে আপনার মোবাইল নাম্বারে অটিপি কোড যাবে সেটা নিচের বক্সে টাইপ করে যাচাই করুন এ ক্লিক করুন

এইভাবে আপনার নিবন্ধন সম্পুরন হবে

আর  মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ যাবে।

পরিশেষে টিকা কার্ড সংগ্রহ করতে হবে, স্কিন্সট অনুযায়ী টিকা কার্ড সংগ্রহ তে ক্লিক করুন


তারপর আবার জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ দিয়ে যাচাই অপশন এ ক্লিক করূন

আবার আপনার মোবাইলে একটি অটিপি যাবে , সেটা টাইপ করে  যাচাই করুন অপশন এ ক্লিক করুন

সংগ্রহ করুন অপশন থেকে আপনার টিকা কার্ড টি ডাউনলোড করে নিন।

এবার যেকোনো প্রিন্টিং প্রেস থেকে টিকা কার্ড টি প্রিন্ট করে নিন

টিকা দানের তথ্য মেসেজের মাধ্যমে পাবেন আর অবশ্যই টিকা কার্ড সঙ্গে নিয়ে যাবেন।

এবার কয়েকটি প্রশ্নও উত্তর:

>>সফলভাবে ভ্যাকসিনের জন্য নিবন্ধন সম্পন্ন হওয়ার পর পরবর্তী সময়ে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ভ্যাকসিনের তারিখ ও কেন্দ্র জানানো হবে।
>>কোভিড-১৯ এর ভ্যাকসিনের দুইটি ডোজ গ্রহণ করতে হবে।
>>কোভিড-১৯ এর ভ্যাকসিনের দুইটি ডোজ সম্পন্ন হওয়ার পর www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে “টিকা সনদ সংগ্রহ” মেনু হতে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক ভ্যাকসিন সনদ সংগ্রহ করতে পারবেন।
>>টিকাদানকর্মী তাঁকে কার্ডটি পুনরায় প্রিন্ট করে নিয়ে আসতে অনুরোধ করবেন
>>সে যদি নির্দিষ্ট ঐ তারিখের টিকা প্রাপ্তির তালিকার অর্ন্তভুক্ত হন তবে টিকা দেয়া যাবে। টিকাদানকর্মী অবশ্যই অনলাইনে হালনাগাদ করবেন।
>>অন্য সকল ঔষধ কিংবা টিকার মতো এই টিকারও কিছু পার্শ্ব-প্রতিক্রিয়ার সম্ভাবনা আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো খুবই মৃদু হয়ে থাকে যেমন – টিকার স্থানে ব্যথা, ফোলা, লালচে ভাব, মাংশপেশী ও অস্থিসন্ধিতে ব্যথা, দুর্বলতা, বমি বমি ভাব, জ্বর, ক্লান্তি ইত্যাদি। ক্লিনিকাল ট্রায়াল হতে প্রাপ্ত তথ্যানুযায়ী এখনও পর্যন্ত মারাত্মক কোন পার্শ্ব-প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায়নি। তবে আপনার যে কোন সমস্যা হলে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে যান এবং চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

ট্রিকবিডিতে এটি আমার প্রথম পোস্ট।ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

-Md Ibrahim Hossain