আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে Covid Vaccine এর Registration করবেন ঘরে বসেই সুরক্ষা অ্যাপের মাধ্যমে ঃ

তো চলুন শুরু করি:

প্রথমে আপনারা গুগল প্লে স্টোর থেকে সুরক্ষা অ্যাপ ইন্সটল করে নিন, ডাউনলোড করুন >> Download

IMG-20210730-151712
ইন্সটল সম্পূর্ণ হয়ে গেলে সুরক্ষা অ্যাপটি ওপেন করবেন।

ওপেন হয়ে গেলে ভাষা সিলেক্ট করবেন, তারপর নিচের স্কিনশট অনুযায়ী ক্লিক করবেন
IMG-20210730-153714
‘নির্বাচন করুন’ এ ক্লিক করুন
IMG-20210730-154144

আপনি যদি সাধারণ নাগরিক হয়ে থাকলে ‘নাগরিক নিবন্ধন‘ এ ক্লিক করুন

অথবা অন্য কর্মচারী হলে সেটাই ক্লিক করুন
IMG-20210730-155156

তারপর আইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে ‘যাচাই করুন‘ এ ক্লিক করূন
IMG-20210730-155248
এবার আপনার সচল মোবাইল নাম্বার দিয়ে ‘পরবর্তী‘ তে ক্লিক করুন
IMG-20210730-155418
নিচের যেকোনো রোগ থাকলে হ্যাঁ অথবা না থাকলে না দিবেন, তারপর পরবর্তী‘অপশনে ক্লিক দিবেন
IMG-20210730-155517

আপনার যদি আগে থেকে কোভিড-১৯ কাজে জড়িত থাকেন তাহলে হ্যাঁ দিবেন অথবা না দিবেন,

আর আপনার পেশা সিলেক্ট করবেন,  তারপর ‘পরবর্তী‘ অপশনে ক্লিক দিবেন

IMG-20210730-155621
পেশা অপশনে আপনার পেশা খুজে না পেলে অনন্য দিন, তারপর আবার ‘পরবর্তী‘ অপশনে ক্লিক দিবেন
IMG-20210730-155640
এবার আপনার বর্তমান ঠিকানা দিবেন , তারপর আবার ‘পরবর্তী‘ অপশনে ক্লিক দিবেন
IMG-20210730-155737
নির্বাচন করুন অপশন এ ক্লিক দিয়ে আপনার নিকটস্থ কেন্দ্র সিলেক্ট করুন,

আর নিচের স্কিন্সট অনুযায়ী টিক বক্সে ক্লিক করুন, তারপর সংরক্ষন করুন অপশন এ ক্লিক করুন
IMG-20210730-155822
তারপরে আপনার মোবাইল নাম্বারে অটিপি কোড যাবে সেটা নিচের বক্সে টাইপ করে যাচাই করুন এ ক্লিক করুন
IMG-20210730-155942

এইভাবে আপনার নিবন্ধন সম্পুরন হবে

আর  মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ যাবে।

পরিশেষে টিকা কার্ড সংগ্রহ করতে হবে, স্কিন্সট অনুযায়ী টিকা কার্ড সংগ্রহ তে ক্লিক করুন

IMG-20210730-165754
তারপর আবার জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ দিয়ে যাচাই অপশন এ ক্লিক করূন
IMG-20210730-165828
আবার আপনার মোবাইলে একটি অটিপি যাবে , সেটা টাইপ করে  যাচাই করুন অপশন এ ক্লিক করুন
IMG-20210730-165903
সংগ্রহ করুন অপশন থেকে আপনার টিকা কার্ড টি ডাউনলোড করে নিন।
IMG-20210730-165950

এবার যেকোনো প্রিন্টিং প্রেস থেকে টিকা কার্ড টি প্রিন্ট করে নিন

টিকা দানের তথ্য মেসেজের মাধ্যমে পাবেন আর অবশ্যই টিকা কার্ড সঙ্গে নিয়ে যাবেন।

এবার কয়েকটি প্রশ্নও উত্তর:

>>সফলভাবে ভ্যাকসিনের জন্য নিবন্ধন সম্পন্ন হওয়ার পর পরবর্তী সময়ে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ভ্যাকসিনের তারিখ ও কেন্দ্র জানানো হবে।
>>কোভিড-১৯ এর ভ্যাকসিনের দুইটি ডোজ গ্রহণ করতে হবে।
>>কোভিড-১৯ এর ভ্যাকসিনের দুইটি ডোজ সম্পন্ন হওয়ার পর www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে “টিকা সনদ সংগ্রহ” মেনু হতে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক ভ্যাকসিন সনদ সংগ্রহ করতে পারবেন।
>>টিকাদানকর্মী তাঁকে কার্ডটি পুনরায় প্রিন্ট করে নিয়ে আসতে অনুরোধ করবেন
>>সে যদি নির্দিষ্ট ঐ তারিখের টিকা প্রাপ্তির তালিকার অর্ন্তভুক্ত হন তবে টিকা দেয়া যাবে। টিকাদানকর্মী অবশ্যই অনলাইনে হালনাগাদ করবেন।
>>অন্য সকল ঔষধ কিংবা টিকার মতো এই টিকারও কিছু পার্শ্ব-প্রতিক্রিয়ার সম্ভাবনা আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো খুবই মৃদু হয়ে থাকে যেমন – টিকার স্থানে ব্যথা, ফোলা, লালচে ভাব, মাংশপেশী ও অস্থিসন্ধিতে ব্যথা, দুর্বলতা, বমি বমি ভাব, জ্বর, ক্লান্তি ইত্যাদি। ক্লিনিকাল ট্রায়াল হতে প্রাপ্ত তথ্যানুযায়ী এখনও পর্যন্ত মারাত্মক কোন পার্শ্ব-প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায়নি। তবে আপনার যে কোন সমস্যা হলে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে যান এবং চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

ট্রিকবিডিতে এটি আমার প্রথম পোস্ট।ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

-Md Ibrahim Hossain

11 thoughts on "করোনা (কোভিড-১৯) এর টিকার জন্য নিবন্ধন করুন সুরক্ষা অ্যাপের মাধ্যমে"

    1. Md Ibrahim Hossain Author Post Creator says:
      Thanks bro ?
    1. Md Ibrahim Hossain Author Post Creator says:
      Thanks bro ?
  1. Assassin’s Creed Contributor says:
    akhon registration off ache
    1. Md Ibrahim Hossain Author Post Creator says:
      ji
  2. Abdullah Author says:
    খুব সুন্দর
    1. Md Ibrahim Hossain Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া
    1. Md Ibrahim Hossain Author Post Creator says:
      ধন্যবাদ
    2. Abdus Sobhan Author says:
      Vhai dekho besi poraite jaiyo na kondin dekhba tomar id chulai choila gece

Leave a Reply