[Tutorial] Custom Rom Auto Porter – এর মাধ্যমে বারবার পোর্ট করা থেকে রক্ষা পান । by Riadrox
,
,
,
,
Intro
## প্রথমেই বলে রাখি এইটা শুধু Same Chipset ও Os এ কাজ করবে। যেমন – Mt6572 to Mt6572 বা Jellybean 4 . 2 . 2 to Jellybean 4 . 2 . 2 |
## যেহেতু অটো পোর্ট তাই এখানে আপনাকে বারবার রম ফ্লাশ করার সময় কষ্ট করে File রিপ্লেস করতে হবে না।
## এক অটেপোর্ট এর মাধ্যমে আপনি যেসব রম ফোনে দিতে চান সব গুলো পোর্ট করতে পারবেন।
,
,
যা যা লাগবেঃ
3) আপনার ফোনের স্টক রম।
4) যে কাস্টম রম টি পোর্ট করবেন ঐ রম।
5) কিছুটা বুদ্ধি।
কাজের বিবরণঃ Part-1
## প্রথমে নিচ থেকে CR Autoport Zip ফাইলটি ডাউনলোড করে নিন।
Custom_rom_auto_port_by_Riadrox.zip
## Zarchiever দিয়ে Extract করুন। নিচের মত ফোল্ডার পাবেন।
## স্টক রম থেকে নিচের ফাইলগুলো নিয়ে অন্য এক ফোল্ডারে রাখুন। মনে করি ফোল্ডারটির নাম X
boot . img , logo . bin [firmware ফোল্ডারে পাবেন]
## এবার Sdcard এর clockworkmod ফোলডার থেকে System . ext4 . tar ফাইলটি Zarchiever দিয়ে Extract করুন।
## etc, lib, usr এই তিনটি ফোল্ডার কপি করে ঐ X ফোল্ডারে রাখুন।
কাজের বিবরণঃ Part-2
## এবার (Root Explorer) ওপেন করুন।
## দুটি ট্যাব দেখতে পাবেন। একটি তে Custom Rom Auto porter এবং অন্যটিতে X ফোল্ডার দুটি খুলুন। নিচের মত।
## প্রথমে X ফোল্ডার থেকে
boot . img ও logo . bin
ফাইল দুটি Auto port ফোলডারে কপি করুন। Confirmation চাইলে Yes দিবেন।
## এরকম ভাবে etc ফোল্ডার থেকে firmware, fmr, security, permission ফেল্ডার ও vold . fstab, vold . fstab . nand ফাইল দুটি কপি করে Auto port ফোল্ডারে রাখুন।
## lib ফোল্ডার থেকে hw ও modules ফোল্ডার ও নিচের ফাইলগুলো
libaudio . primary . default. so
libmhaldrv . so
libcamera_client . so
libcameracustom . so
libcameraprofile . so
libcameraservice . so
## user ফোল্ডার থেকে keylayout/generic
## সবগুলো কপি হয়ে গেলে Zarchiever দিয়ে Compress to Zip করুন।
## এবার যখনই কোনো কাস্টম রম দিবেন এইটা তারপরপরই ফ্লাশ করবেন। তাহলে আর পোর্ট করতে হবে বারবার।
Its only for advanced user!!
————————————————–
Thankz to all
Credit: Riadrox
FB/myself.riadrox