[Tutorial] Custom Rom Auto Porter – এর মাধ্যমে বারবার পোর্ট করা থেকে রক্ষা পান । by Riadrox
,
,
,
,
Intro
## প্রথমেই বলে রাখি এইটা শুধু Same Chipset ও Os এ কাজ করবে। যেমন – Mt6572 to Mt6572 বা Jellybean 4 . 2 . 2 to Jellybean 4 . 2 . 2 |
## যেহেতু অটো পোর্ট তাই এখানে আপনাকে বারবার রম ফ্লাশ করার সময় কষ্ট করে File রিপ্লেস করতে হবে না।
## এক অটেপোর্ট এর মাধ্যমে আপনি যেসব রম ফোনে দিতে চান সব গুলো পোর্ট করতে পারবেন।
,
,
যা যা লাগবেঃ
3) আপনার ফোনের স্টক রম।
4) যে কাস্টম রম টি পোর্ট করবেন ঐ রম।
5) কিছুটা বুদ্ধি।
কাজের বিবরণঃ Part-1
## প্রথমে নিচ থেকে CR Autoport Zip ফাইলটি ডাউনলোড করে নিন।
Custom_rom_auto_port_by_Riadrox.zip
## Zarchiever দিয়ে Extract করুন। নিচের মত ফোল্ডার পাবেন।
## স্টক রম থেকে নিচের ফাইলগুলো নিয়ে অন্য এক ফোল্ডারে রাখুন। মনে করি ফোল্ডারটির নাম X
boot . img , logo . bin [firmware ফোল্ডারে পাবেন]
## এবার Sdcard এর clockworkmod ফোলডার থেকে System . ext4 . tar ফাইলটি Zarchiever দিয়ে Extract করুন।
## etc, lib, usr এই তিনটি ফোল্ডার কপি করে ঐ X ফোল্ডারে রাখুন।
কাজের বিবরণঃ Part-2
## এবার (Root Explorer) ওপেন করুন।
## দুটি ট্যাব দেখতে পাবেন। একটি তে Custom Rom Auto porter এবং অন্যটিতে X ফোল্ডার দুটি খুলুন। নিচের মত।
## প্রথমে X ফোল্ডার থেকে
boot . img ও logo . bin
ফাইল দুটি Auto port ফোলডারে কপি করুন। Confirmation চাইলে Yes দিবেন।
## এরকম ভাবে etc ফোল্ডার থেকে firmware, fmr, security, permission ফেল্ডার ও vold . fstab, vold . fstab . nand ফাইল দুটি কপি করে Auto port ফোল্ডারে রাখুন।
## lib ফোল্ডার থেকে hw ও modules ফোল্ডার ও নিচের ফাইলগুলো
libaudio . primary . default. so
libmhaldrv . so
libcamera_client . so
libcameracustom . so
libcameraprofile . so
libcameraservice . so
## user ফোল্ডার থেকে keylayout/generic
## সবগুলো কপি হয়ে গেলে Zarchiever দিয়ে Compress to Zip করুন।
## এবার যখনই কোনো কাস্টম রম দিবেন এইটা তারপরপরই ফ্লাশ করবেন। তাহলে আর পোর্ট করতে হবে বারবার।
Its only for advanced user!!
————————————————–
Thankz to all
Credit: Riadrox
FB/myself.riadrox
portekta post e kaz hoise,
he is fav auther
এডমিনঃ
Notice: আপনার সব পোস্টে নিজের
সাইটের ডাউনলোড লিংক।
সাইটের মধ্যে আবার অ্যাডাল্ট
অ্যাড। অ্যাপের ক্ষেত্রে প্লে
স্টোরের লিংক দিবে। পরবর্তীতে
এইটাইপ পোস্ট পেলে ওয়ার্নিং
ছাড়া ট্রেইনার থেকে বাদ
দেওয়া হবে। ধন্যবাদ
Tasara way nai
Mtk6582… Symphony W69Q….
Find vold fstab in system/etc folder
ar usr-usr,lib-lib,etc-etc te copy korte hobe?
আমি যখন winmax w800 plus চালাইছিলাম তখন custom rom বানাতে পারতাম এইভাবে। কিন্তু আমার sm-g313 hz এ হবে কিনা জানালে খুশি হতাম।
আমি যখন winmax w800 plus চালাইছিলাম তখন custom rom বানাতে পারতাম এইভাবে। কিন্তু আমার sm-g313 hz এ হবে কিনা জানালে খুশি হতাম। ☺