Site icon Trickbd.com

[Requested Post] MTK ডিভাইসে Custom Rom Install দেওয়ার পদ্ধতি ★ full tutorail★ (নতুনদের জন্য) With Screenshot By Shovo

Unnamed

আমি আমার ফোনে বিভিন্ন
ধরনের কাস্টম রম ইউজ করেছি।
বর্তমানে আমি আমার “Symphony
W68” তে “Xperia” এর ROM ব্যবহার করছি।
Oky Guys তাহলে কাজ শুরু করা যাক

১।আপনার ফোনটি অবশ্যই রুটেড হতে
হবে;
২।Recovery Images.img ফাইল(আপনার
ফোনের মডেল ভিত্তিক হতে হবে);
৩।Mobile Uncle Tools App;
৪।কাস্টম ROM।
★★★CWM INSTALL করার নিয়মাবলী★★★
১। রিকভারি ইমেজটা ডাউনলোড করুন
(আপনার ফোনের মডেল ভিত্তিক);
২। রিকভারি ইমেজটা মেমোরি
কার্ডে রাখুন।
৩। Mobile Uncle Tools টা ডাউনলোড করুন
এবং ইন্সটল করুন;
৪। অ্যাপটি ওপেন করুন এবং রুট
অ্যাক্সেস প্রদান করুন;
৫। তারপর Recovery Update এ ক্লিক করুন;
৬। ডাউনলোডক্রত Recovery Images.img
ফাইল সিলেক্ট করুন;
৭। তারপর ফ্ল্যাশ চাইলে দিন;
৮। তারপর Reboot into Recovery তে ক্লিক করুন।

★★★স্টক ROM ব্যাকআপ করার
নিয়মাবলি★★★

১. CWM বুট মেনু থেকে Backup and restore
সিলেক্ট করুন;
২। Backup and restore সিলেক্ট করার পর
Backup এ
ক্লিক করুন;
৩। Backup Completed হলে আপনার কাজ
শেষ।
★★★কাস্টম ROM INSTALL করার
নিয়মাবলি★★★

১। Backup Completed হলে প্রথম ধাপে Wipe
data/Factory reset সিলেক্ট করুন তারপর Yes-
delete all users data তে ক্লিক করুন;
২। দ্বিতীয় ধাপে Wipe cache partition
সিলেক্ট করুন Yes-Wipe cache ক্লিক করুন;
৩। তৃতীয় ধাপে Advanced সিলেক্ট করুন
এরপর Wipe dalvik cache সিলেক্ট করুন Yes- Wipe dalvik cache তে ক্লিক করুন;
৪। চতুর্থ ধাপে Wipe dalvik cache এর কাজ
হলে Wipe Battery Stats সিলেক্ট করুন
তারপর Yes- Wipe Battery Stats তে ক্লিক
করুন।এর কাজ শেষ হলে —Go Back—
ক্লিক করুন;
৬। এরপর পঞ্চম ধাপে Install Zip From Sd Card
সিলেক্ট করুন।তারপর আপনার
ডাউনলোডক্রত ROM সিলেক্ট করুন;
৭। ROM সিলেক্ট করার পর Yes-Install
(আপনার ROM এর নাম থাকবে)ক্লিক করুন;
৮। ROM Install হতে কিছুক্ষণ সময় নিবে।
Install Zip From Sd Card Completed হলে —Go
Back— ক্লিক করুন;
৯। তারপর শেষ কাজ Reboot System Now
তে ক্লিক করুন।এতে কিছুক্ষণ সময় নিবে;
১০। সবকিছু ঠিকঠাক মত করতে পারলে
আপনার কাজ সম্পূর্ণ।

সতর্কতা:
1. আপনি কাস্টম রম দেওয়ার
আগে ফোন ভাল করে চার্জ
করে নিবেন।
2. আপনার ফোনের রমের একটা
ব্যাকআপ করে রাখবেন যাতে
পরে প্রব্লেম হলে আগের
অবস্থায় ফিরে আসতে পারেন
রিস্টোর দিয়ে।
3. আপনি যদি Android এর নিউ
ইউজার হন বা এত ভাল ধারণা না
রাখেন তাহলে নিজে নিজে কাস্টম রম
দেওয়া থেকে বিরত থাকুন।
এতে আপনার ফোন ব্রিক হওয়ার
সম্ভবনা থেকে যায় । ভুল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে
ফেসবুকে আমি

Exit mobile version